মালদা , 8 মে : লকডাউনে দুস্থদের জন্য বসল বিনামূল্যের মাছ বাজার । আজ ইংরেজবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে এই বাজার বসে । সামাজিক দূরত্ব বজায় রেখে সেখান থেকে মাছ নেন এলাকার বাসিন্দারা ৷ এক সপ্তাহ ধরে এই মাছ বাজার চলবে বলে জানান ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস ।
কোরোনা সংক্রমণ রুখতে 4 মে থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন । 17 মে পর্যন্ত এই লকডাউন চলবে ৷ এর জেরে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন । এই পরিস্থিতিতে রাজ্য সরকার রেশনের মাধ্যমে খাদ্যসামগ্রী বিলি করছে । কিন্তু, সবজি ও মাছ অনেকেই পাচ্ছেন না । তাই এবার ওই দরিদ্র পরিবারগুলির জন্য ইংরেজবাজারের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস ৷ আজ তাঁরই উদ্যোগে ওই ওয়ার্ডের বালুচরের একটি মাঠে বিনামূল্যের মাছ বাজার বসে ।এক সপ্তাহ এই বাজার চলবে ৷ সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র পরিবারগুলির হাতে রুই-কাতলা মাছ তুলে দেওয়া হয় ।
প্রসেনজিতবাবু বলেন , “এই এলাকায় অনেক দরিদ্র পরিবার বাস করে । এই পরিবারগুলি রেশনের খাদ্যসামগ্রীর উপর নির্ভরশীল । ওই পরিবারগুলি যাতে একটু সুস্বাদু খাবার খেতে পারে , তাই আমরা মাছের ব্যবস্থা করেছি । এলাকার একটি মাঠে আমরা বিনামূল্যের মাছ বাজার বসিয়েছি । আজ এলাকার 350 পরিবারের হাতে মাছ তুলে দেওয়া হচ্ছে । আগামী সাতদিন ধরে এই মাছ বাজার চলবে । আমরা 2 হাজার 300 পরিবারের হাতে মাছ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছি । সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে কুপনের ব্যবস্থা করা হয়েছে । একদিনে যাতে বেশি ভিড় না হয় তাই সাত দিন এই মাছ বাজার খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে ।”