ETV Bharat / state

পুজোর আগে মালদায় দেহব্যবসার রমরমা, 17 জনকে গ্রেপ্তার

দেহব্যবসার অভিযোগে 17 জনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷

malda
author img

By

Published : Sep 19, 2019, 5:30 PM IST

মালদা, 19 সেপ্টেম্বর : পুজোর আগে মালদা শহরে রমরমিয়ে চলছে দেহব্যবসা ৷ মূলত রথবাড়ি মোড় এলাকায় সকাল থেকে মাঝরাত পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকে দেহ ব্যবসায়ীরা ৷ রাতে অভিযান চালিয়ে সেখান থেকে 13 দেহ ব্যবসায়ী সহ 17জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

রথবাড়ি মোড় এলাকা দিয়ে গেছে 34 নম্বর জাতীয় সড়ক৷ সেখানে দাঁড়ানো লরির চালক ও খালাসিরাই থাকে দেহ ব্যবসায়ীদের নিশানায় ৷ এতে অনেক সময় সমস্যায় পড়ে এলাকার বাসিন্দারা ৷ এবার পদক্ষেপ করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ গতকাল রথবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয় 13 জন দেহব্যবসায়ীকে ৷ গ্রেপ্তার করা হয়েছে চার দালালকেও ৷ পুলিশের সন্দেহ, এই ব্যবসার পিছনে বড় কোনও চক্র জড়িয়ে রয়েছে ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে তাদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই রথবাড়ি মোড় এলাকায় প্রকাশ্যে দেহব্যবসার অভিযোগ পাওয়া যাচ্ছিল ৷ রথবাড়ি মোড়ে দাঁড়িয়ে থাকা দেহব্যবসায়ীরা সেখানে পুজোর বাজার করতে আসা মহিলাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্যও করত ৷ এতে রথবাড়ি এলাকার পরিস্থিতি দিন দিন বদলে যাচ্ছিল ৷ এনিয়ে থানায় কয়েকজন মহিলা অভিযোগও জানিয়েছিলেন ৷ তার ভিত্তিতে গতরাতে রথবাড়ি মোড়ে অভিযান চালায় পুলিশ ৷

মালদা, 19 সেপ্টেম্বর : পুজোর আগে মালদা শহরে রমরমিয়ে চলছে দেহব্যবসা ৷ মূলত রথবাড়ি মোড় এলাকায় সকাল থেকে মাঝরাত পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকে দেহ ব্যবসায়ীরা ৷ রাতে অভিযান চালিয়ে সেখান থেকে 13 দেহ ব্যবসায়ী সহ 17জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

রথবাড়ি মোড় এলাকা দিয়ে গেছে 34 নম্বর জাতীয় সড়ক৷ সেখানে দাঁড়ানো লরির চালক ও খালাসিরাই থাকে দেহ ব্যবসায়ীদের নিশানায় ৷ এতে অনেক সময় সমস্যায় পড়ে এলাকার বাসিন্দারা ৷ এবার পদক্ষেপ করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ গতকাল রথবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয় 13 জন দেহব্যবসায়ীকে ৷ গ্রেপ্তার করা হয়েছে চার দালালকেও ৷ পুলিশের সন্দেহ, এই ব্যবসার পিছনে বড় কোনও চক্র জড়িয়ে রয়েছে ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে তাদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক৷

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই রথবাড়ি মোড় এলাকায় প্রকাশ্যে দেহব্যবসার অভিযোগ পাওয়া যাচ্ছিল ৷ রথবাড়ি মোড়ে দাঁড়িয়ে থাকা দেহব্যবসায়ীরা সেখানে পুজোর বাজার করতে আসা মহিলাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্যও করত ৷ এতে রথবাড়ি এলাকার পরিস্থিতি দিন দিন বদলে যাচ্ছিল ৷ এনিয়ে থানায় কয়েকজন মহিলা অভিযোগও জানিয়েছিলেন ৷ তার ভিত্তিতে গতরাতে রথবাড়ি মোড়ে অভিযান চালায় পুলিশ ৷

Intro:মালদা, ১৯ সেপ্টেম্বর : পুজোর মুখে মালদা শহরে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা৷ শহরের নিষিদ্ধ পল্লি নয়, সেই ব্যবসা চলছে পথেঘাটে৷ বিশেষত শহরের রথবাড়ি মোড় দেহ ব্যবসার আখড়া হয়ে দাঁড়িয়েছে৷ সকাল থেকে মাঝরাত পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকে দেহ ব্যবসায়ীরা৷ এই এলাকা দিয়ে চলে গেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক৷ সেই রাস্তা দিয়ে যাওয়া লরির চালক ও খালাসিরাই থাকে তাদের নিশানায়৷ এনিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে শহরবাসীর৷ অবশেষে প্রকাশ্যে এই ব্যবসা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ৷ গতকাল রাতভর হানাদারি চালিয়ে রথবাড়ি মোড় থেকে গ্রেফতার করা হয়েছে ১৩ জন দেহ ব্যবসায়ীকে৷ গ্রেফতার করা হয়েছে ৪ জন পুরুষকেও৷ এরা ওই মহিলাদের দালাল হিসাবে কাজ করত৷ পুলিশের সন্দেহ, এই ব্যবসার পিছনে বড়ো কোনও চক্র জড়িয়ে রয়েছে৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে সবাইকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক৷Body:         ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই রথবাড়ি মোড়ে প্রকাশ্যে দেহ ব্যবসা চলার অভিযোগ পাওয়া যাচ্ছিল৷ পুজোর আগে সেই ব্যবসা জমজমাট হয়ে উঠেছে৷ রথবাড়ি মোড়ে দাঁড়িয়ে থাকা দেহ ব্যবসায়ীরা সেখানে পুজোর বাজার করতে আসা মহিলাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করত৷ এতে রথবাড়ি এলাকার পরিস্থিতি দিন দিন বদলে যাচ্ছিল৷ এনিয়ে থানায় কয়েকজন মহিলা অভিযোগও জানিয়েছেন৷ তারই ভিত্তিতে গতকাল সারা রাত রথবাড়ি মোড়ে অভিযান চালিয়েছে পুলিশ৷ গ্রেফতার করা হয় দেহ ব্যবসার সঙ্গে জড়িত ১৭ জনকে৷ তাদের মধ্যে ১৩ জন মহিলা ও ৪ জন পুরুষ৷ রথবাড়ি মোড়ের সঙ্গে এই অভিযান শহরের অন্যান্য জায়গাতেও চালানো হবে৷ Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.