মালদা, 13 জুন : শেষমেশ মহানন্দা নদীর প্রথম সেতুর স্বাস্থ্য ফেরানোর কাজ শুরু হল ৷ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে গত 11 জুন থেকে সেতু মেরামতির কাজে হাত দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৷ তারা জানিয়েছে এই কাজ সম্পূর্ণ করতে অন্ততপক্ষে এক মাস সময় লাগবে ৷ এই মেরামতি চলাকালীন সেতু দিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তাই এখন বাইপাস ছাড়া 12 নম্বর জাতীয় সড়কই যাতায়াতের অন্যতম উপায় ৷
ষাটের দশকের গোড়ায় মালদায় মহানন্দা নদীর উপর প্রথম সেতুটি তৈরি হয় ৷ তখন থেকে প্রতিদিন এই সেতুর উপর দিয়ে হাজারে হাজারে যানবাহন চলাচল করে ৷ সম্প্রতি মালদা শহরের বাইরে 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস তৈরি হওয়ায় এই সেতুর উপর চাপ কিছুটা হলেও কমেছে ৷ কিন্তু সংস্কারের অভাব আর নিত্যদিন ভারী যানবাহন যাতায়াতের জন্য সেতুর অবস্থা বেহাল হয়ে গিয়েছে ৷ সেতুর রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে ৷ তাই বিভিন্ন মহল থেকে সেতু সংস্কারের দাবি জানানো হচ্ছিল ৷ কিছুদিন আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ইঞ্জিনিয়াররা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্টে জানান খুব দ্রুত সেতু সংস্কার করা প্রয়োজন ৷
আরও পড়ুন : ভরা বাজারে "ভুল স্বীকার", দোকান খোলার অনুমতি বিজেপি কর্মীকে
12 নম্বর জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর দীনেশকুমার হানসারিয়া বলেছেন, "দীর্ঘদিনের পুরনো এই সেতুটির সংস্কার করা জরুরি হয়ে পড়েছিল ৷ বিশেষত সেতুর উপর থাকা জয়েন্টগুলিতে কাজ করার প্রয়োজন ছিল ৷ সেতুর উপর রাস্তাও নষ্ট হয়ে গিয়েছে ৷ তাই জরুরি ভিত্তিতে সেতুটির মেরামতির কাজ শুরু হয়েছে ৷ এর জন্য আগামী 25 জুন পর্যন্ত সেতুর উপর দিয়ে 12 টনের বেশি ভারী কোনও যান চলাচল করতে দেওয়া হবে না ৷ আশা করা যায়, এর মধ্যেই কাজ শেষ করা যাবে ৷ সেতুর উপর দিয়ে চলা যান নিয়ন্ত্রণের জন্য ইংরেজবাজার ও মালদা থানার পুলিশকে জানানো হয়েছে ৷"
সেতু মেরামতি কাজে যুক্ত কর্মী মোকাম্মল হোসেন বলেন, "সেতু সংস্কারের জন্য অন্তত এক মাস সময় লাগবে ৷ শুধু জয়েন্ট মেরামত বা রাস্তা তৈরি নয়, আরও একাধিক কাজ করতে হবে ৷ এতে ব্রিজের আয়ু বাড়বে ৷" এই প্রসঙ্গে পুরাতন মালদার এক বাসিন্দা দিব্যেন্দু বসাক বলেন, "আমরা অনেকদিন ধরেই সেতুটি সংস্কারের দাবি জানাচ্ছিলাম ৷ অবশেষে সেই কাজ হচ্ছে ৷ এতে কিছুদিন যাতায়াতে সমস্যা হলেও ভবিষ্যতে আমাদেরই সুবিধে হবে ৷"