ETV Bharat / state

Firhad Hakim on Mahua Moitra : কালী নিয়ে বিতর্কিত ইস্যুতে মহুয়া মৈত্রের সমালোচনায় ফিরহাদ হাকিম - Firhad Hakim on Mahua Moitra

"ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা বিজেপির চাল । তাদের সেই চালে ভুল করে কেউ কেউ পা দিয়ে বোকামি করছে । নূপুর শর্মারা এটাই চাইছে । নূপুর শর্মাদের চালে পা দিয়ে কালী নিয়ে মন্তব্য করা রাজনৈতিকভাবে ভুল হচ্ছে ।" কলকাতা ফেরার আগে মালদা প্রেস কর্নারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim criticized Mahua Moitra on controversial issue) ৷

Firhad Hakim News
কালী নিয়ে বিতর্কিত ইস্যুতে মহুয়া মৈত্রের সমালোচনা করলেন ফিরহাদ হাকিম
author img

By

Published : Jul 7, 2022, 3:26 PM IST

Updated : Jul 7, 2022, 3:36 PM IST

মালদা, ৭ জুলাই: দেবী কালীকে নিয়ে বিতর্কে দল যে সাংসদ মহুয়া মৈত্রের পাশে নেই তা আগেই জানিয়ে দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই ইস্যুতে বৃহস্পতিবার দলীয় সাংসদের মন্তব্যের বিরোধিতা করলেন তৃণমূলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদ হাকিমও (Firhad Hakim criticises Mahua Moitra)। এদিন কলকাতা ফেরার আগে মালদা প্রেস কর্নারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যা হয়েছে, তা ঠিক হয়নি ৷

সাম্প্রতিক নূপুর-মহুয়া ইস্যু নিয়ে ফিরহাদ বলেন, "ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা বিজেপির চাল । তাদের সেই চালে ভুল করে কেউ কেউ পা দিয়ে বোকামি করছে । নূপুর শর্মারা এটাই চাইছে । নূপুর শর্মাদের চালে পা দিয়ে কালী নিয়ে মন্তব্য করা রাজনৈতিকভাবে ভুল হচ্ছে । নূপুর শর্মা নোংরা কথা বললে আমাকেও নোংরা কথা বলতে হবে, এটা হয় না ।"

বুধবার রাতে পুরাতন মালদার তাঁতিপাড়া মাঠে দলীয় কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন ফিরহাদ । জেলায় রাত কাটিয়ে এদিন তিনি সড়কপথে কলকাতা ফিরে যান । তার আগে মালদায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি । তাঁকে বলা হয়, অরুণাচল প্রদেশে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 80 শতাংশ আসনে জয় পেয়েছে ।

কালী নিয়ে বিতর্কিত ইস্যুতে মহুয়া মৈত্রের সমালোচনা করলেন ফিরহাদ হাকিম

আরও পড়ুন : Mahua Moitra: আমি যে ভুল সেটা প্রমাণ করুন, কালী-মন্তব্য নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মহুয়ার

প্রশ্ন শেষ না হতেই তিনি বলেন, "বিজেপি গোটা দেশেই গণতন্ত্র ধ্বংস করছে । বাংলায় কোথাও প্রার্থী দিতে না পারলেই তারা মারধরের গল্প ফাঁদে । এদের নীতিবোধ বলে কিছু নেই। এরা শুধু ক্ষমতা দখল করতে চায়। তার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। তবে বাংলায় ওরা এসব করতে পারবে না। এর আগে নারীকে অসম্মান করে ওরা একুশের বিধানসভা ভোটে চড় খেয়েছে । তবে এখনও শিক্ষা পায়নি ।"

মালদা, ৭ জুলাই: দেবী কালীকে নিয়ে বিতর্কে দল যে সাংসদ মহুয়া মৈত্রের পাশে নেই তা আগেই জানিয়ে দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই ইস্যুতে বৃহস্পতিবার দলীয় সাংসদের মন্তব্যের বিরোধিতা করলেন তৃণমূলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদ হাকিমও (Firhad Hakim criticises Mahua Moitra)। এদিন কলকাতা ফেরার আগে মালদা প্রেস কর্নারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যা হয়েছে, তা ঠিক হয়নি ৷

সাম্প্রতিক নূপুর-মহুয়া ইস্যু নিয়ে ফিরহাদ বলেন, "ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করা বিজেপির চাল । তাদের সেই চালে ভুল করে কেউ কেউ পা দিয়ে বোকামি করছে । নূপুর শর্মারা এটাই চাইছে । নূপুর শর্মাদের চালে পা দিয়ে কালী নিয়ে মন্তব্য করা রাজনৈতিকভাবে ভুল হচ্ছে । নূপুর শর্মা নোংরা কথা বললে আমাকেও নোংরা কথা বলতে হবে, এটা হয় না ।"

বুধবার রাতে পুরাতন মালদার তাঁতিপাড়া মাঠে দলীয় কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন ফিরহাদ । জেলায় রাত কাটিয়ে এদিন তিনি সড়কপথে কলকাতা ফিরে যান । তার আগে মালদায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি । তাঁকে বলা হয়, অরুণাচল প্রদেশে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 80 শতাংশ আসনে জয় পেয়েছে ।

কালী নিয়ে বিতর্কিত ইস্যুতে মহুয়া মৈত্রের সমালোচনা করলেন ফিরহাদ হাকিম

আরও পড়ুন : Mahua Moitra: আমি যে ভুল সেটা প্রমাণ করুন, কালী-মন্তব্য নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মহুয়ার

প্রশ্ন শেষ না হতেই তিনি বলেন, "বিজেপি গোটা দেশেই গণতন্ত্র ধ্বংস করছে । বাংলায় কোথাও প্রার্থী দিতে না পারলেই তারা মারধরের গল্প ফাঁদে । এদের নীতিবোধ বলে কিছু নেই। এরা শুধু ক্ষমতা দখল করতে চায়। তার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। তবে বাংলায় ওরা এসব করতে পারবে না। এর আগে নারীকে অসম্মান করে ওরা একুশের বিধানসভা ভোটে চড় খেয়েছে । তবে এখনও শিক্ষা পায়নি ।"

Last Updated : Jul 7, 2022, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.