ETV Bharat / state

নাচতে না জানলে উঠোন বাঁকা : সুজাপুরে NIA তদন্তের প্রসঙ্গে ফিরহাদ

author img

By

Published : Nov 19, 2020, 7:21 PM IST

দুর্ঘটনার পরপরই মৃতদের প্রত্যেকের পরিবারকে দু লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করে রাজ্য সরকার । ঘটনায় সরেজমিনে খতিয়ে দেখতে তাই মন্ত্রী ফিরহাদ হাকিমকে দ্রুত মালদায় আসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।

Firhad Hakim
ফিরহাদ হাকিম

মালদা, 19 নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুজাপুরের দুর্ঘটনাস্থান পরিদর্শন করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । এক নিহতের পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণের চেকও তুলে দেন তিনি । তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর সহ শাসকদলের অন্যান্য নেতৃত্ব । BJP সাংসদের NIA এর দাবি বিষয়েও তীব্র কটাক্ষ করেন তিনি ৷

ফিরহাদ হাকিমের বক্তব্য শুনুন ভিডিয়োতে

দুর্ঘটনার পরপরই মৃতদের প্রত্যেকের পরিবারকে দু লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করে রাজ্য সরকার । ঘটনায় সরেজমিনে খতিয়ে দেখতে তাই মন্ত্রী ফিরহাদ হাকিমকে দ্রুত মালদায় আসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । বিকেলেই হেলিকপ্টারে মালদায় উপস্থিত হন মন্ত্রী । এরপরেই তিনি দুর্ঘটনাস্থান পরিদর্শন করেন । সেখান থেকে কারখানার কাছেই বাখরপুরে এক নিহত মোস্তফা শেখের বাড়ি যান । মৃতের পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দেন । পরে তিনি মালদা মেডিকেলেও আহতদের দেখতে যান । সূত্রের খবর, মালদা থেকে তিনি একটি রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে পেশ করবেন । অপরদিকে আজ শিলিগুড়িতে উপস্থিত উত্তর মালদার BJP সাংসদ খগেন মুর্মু এই ঘটনায় NIA তদন্ত দাবি করেন । একই দাবি করেন BJP-এর জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলও । ঘটনায় তৃণমূল সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি ।

এদিন ফিরহাদ বলেন, "এখানে যে বিস্ফোরণ হয়েছে তা ভয়াবহ । বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানার ছাদের একাংশ বিভিন্ন জায়গায় উড়ে গিয়েছে । কীভাবে এই ঘটনা ঘটেছে তা পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি খতিয়ে দেখছে । তবে এই ঘটনায় NIA তদন্তের দাবি উঠেছে তা ভিত্তিহীন । NIA , CBI -এর মতো সংস্থাগুলি জাতীয় নিরাপত্তা সঙ্গে জড়িত । কথায় কথায় তাঁদের এমন ছোটখাটো ঘটনায় তদন্তে আনা যায় না । এই সংস্থাগুলিকে এখন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে । রাজ্য সরকার এদিনের ঘটনায় যথেষ্ট চিন্তিত । নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে । কীভাবে এই ঘটনা ঘটল, তা দ্রুত সামনে আসবে ।"

মালদা, 19 নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুজাপুরের দুর্ঘটনাস্থান পরিদর্শন করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । এক নিহতের পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণের চেকও তুলে দেন তিনি । তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর সহ শাসকদলের অন্যান্য নেতৃত্ব । BJP সাংসদের NIA এর দাবি বিষয়েও তীব্র কটাক্ষ করেন তিনি ৷

ফিরহাদ হাকিমের বক্তব্য শুনুন ভিডিয়োতে

দুর্ঘটনার পরপরই মৃতদের প্রত্যেকের পরিবারকে দু লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে 50 হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করে রাজ্য সরকার । ঘটনায় সরেজমিনে খতিয়ে দেখতে তাই মন্ত্রী ফিরহাদ হাকিমকে দ্রুত মালদায় আসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । বিকেলেই হেলিকপ্টারে মালদায় উপস্থিত হন মন্ত্রী । এরপরেই তিনি দুর্ঘটনাস্থান পরিদর্শন করেন । সেখান থেকে কারখানার কাছেই বাখরপুরে এক নিহত মোস্তফা শেখের বাড়ি যান । মৃতের পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দেন । পরে তিনি মালদা মেডিকেলেও আহতদের দেখতে যান । সূত্রের খবর, মালদা থেকে তিনি একটি রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে পেশ করবেন । অপরদিকে আজ শিলিগুড়িতে উপস্থিত উত্তর মালদার BJP সাংসদ খগেন মুর্মু এই ঘটনায় NIA তদন্ত দাবি করেন । একই দাবি করেন BJP-এর জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডলও । ঘটনায় তৃণমূল সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি ।

এদিন ফিরহাদ বলেন, "এখানে যে বিস্ফোরণ হয়েছে তা ভয়াবহ । বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানার ছাদের একাংশ বিভিন্ন জায়গায় উড়ে গিয়েছে । কীভাবে এই ঘটনা ঘটেছে তা পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি খতিয়ে দেখছে । তবে এই ঘটনায় NIA তদন্তের দাবি উঠেছে তা ভিত্তিহীন । NIA , CBI -এর মতো সংস্থাগুলি জাতীয় নিরাপত্তা সঙ্গে জড়িত । কথায় কথায় তাঁদের এমন ছোটখাটো ঘটনায় তদন্তে আনা যায় না । এই সংস্থাগুলিকে এখন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে । রাজ্য সরকার এদিনের ঘটনায় যথেষ্ট চিন্তিত । নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে । কীভাবে এই ঘটনা ঘটল, তা দ্রুত সামনে আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.