ETV Bharat / state

Farmers Killed in Road Accident: মালদায় সাতসকালে লরির ধাক্কায় নিহত চার কৃষক, জখম এক - পথ দুর্ঘটনা

মঙ্গলবার ভোরে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন কৃষকেরা ৷ টোটো করে যাচ্ছিলেন তাঁরা ৷ পথে লরি এসে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷ পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে ৷

ETV Bharat
টোটো ও লরির সংঘর্ষে প্রাণ হারালেন 4 কৃষক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 2:06 PM IST

মালদার গাজোলে লরির ধাক্কায় সাতসকালে প্রাণ হারালেন 4 কৃষক

মালদা, 12 সেপ্টেম্বর: সবজি বাজারে বিক্রি করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল চার কৃষকের ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন ৷ মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গাজোলের শ্যামনগর এলাকায় ৷ গাজোল থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন দু’জন ৷ ঘাতক লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত টোটোটি উদ্ধার করা হয়েছে ৷ তবে লরির চালক-খালাসি পলাতক ৷ তাদের খোঁজ চলছে৷ গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে ৷

গাজোল ও সংলগ্ন বোমকা, আহোড়া এলাক সবজি উৎপাদনের জন্য বিশেষ পরিচিত ৷ আজ সকালে আহোড়া সংলগ্ন গৌরাঙ্গপুর গ্রাম থেকে পাঁচ জন কৃষক নিজেদের জমিতে উৎপাদিত সবজি গাজোল বাজারে বিক্রি করতে আসছিলেন ৷ একটি টোটোতে সবজি চাপিয়ে তাঁরা 12 নম্বর জাতীয় সড়ক ধরেই গাজোলের দিকে যাচ্ছিলেন ৷ শ্যামনগর এলাকায় পিছন থেকে একটি মালবাহী ডাম্পার সেই টোটোটিকে তীব্র গতিতে ধাক্কা মারে ৷ দুমড়ে মুচড়ে যায় টোটোটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷ আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে তড়িঘড়ি গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷

চিকিৎসকরা তাঁদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন ৷ আরেকজনকে তখনই মালদা মেডিক্যালে পাঠিয়ে দেওয়া হয় ৷ বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ তবে সৌভাগ্যক্রমে টোটোচালকের আঘাত ততটা গুরুতর নয় ৷

গাজোল থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মারা গিয়েছেন গৌরাঙ্গপুরের দীপেন রায় (35), সুরঞ্জন বিশ্বাস (36), পরাণ বিশ্বাস (50) এবং পাশের কালীনগর গ্রামের ননীগোপাল বিশ্বাস (48) ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আহোড়ার সবজিচাষি কমল বিশ্বাস (50) ৷ আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন তিনি ৷ আহত টোটোচালকের নাম সুনীল মণ্ডল (49) ৷ তবে ঘটনার আকস্মিকতায় এই মুহূর্তে কোনও কথা বলতে পারছেন না তিনি ৷

আরও পড়ুন: দু‘টি বাসের রেষারেষি, মৃত্য়ু হল বাইক আরোহীর

আহোড়া এলাকার এক সবজিচাষি জমিশ বর্মন বলেন, "ভোর সাড়ে পাঁচটা নাগাদ সব চাষিরা একসঙ্গে টোটোতে সবজি চাপিয়ে গাজোল কিষান মান্ডিতে আসছিলেন ৷ টোটোতে পাঁচজন কৃষক ছিলেন ৷ শ্যামনগর এলাকায় পিছন থেকে একটি মালবোঝাই লরি টোটোটিকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷" গাজোল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে ৷ বাকি দু’জনকে মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তিনি আরও জানান, ভোরে লরির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল ৷ সেই জন্যে লরির নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি ৷

মালদার গাজোলে লরির ধাক্কায় সাতসকালে প্রাণ হারালেন 4 কৃষক

মালদা, 12 সেপ্টেম্বর: সবজি বাজারে বিক্রি করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল চার কৃষকের ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন ৷ মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গাজোলের শ্যামনগর এলাকায় ৷ গাজোল থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন দু’জন ৷ ঘাতক লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত টোটোটি উদ্ধার করা হয়েছে ৷ তবে লরির চালক-খালাসি পলাতক ৷ তাদের খোঁজ চলছে৷ গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে ৷

গাজোল ও সংলগ্ন বোমকা, আহোড়া এলাক সবজি উৎপাদনের জন্য বিশেষ পরিচিত ৷ আজ সকালে আহোড়া সংলগ্ন গৌরাঙ্গপুর গ্রাম থেকে পাঁচ জন কৃষক নিজেদের জমিতে উৎপাদিত সবজি গাজোল বাজারে বিক্রি করতে আসছিলেন ৷ একটি টোটোতে সবজি চাপিয়ে তাঁরা 12 নম্বর জাতীয় সড়ক ধরেই গাজোলের দিকে যাচ্ছিলেন ৷ শ্যামনগর এলাকায় পিছন থেকে একটি মালবাহী ডাম্পার সেই টোটোটিকে তীব্র গতিতে ধাক্কা মারে ৷ দুমড়ে মুচড়ে যায় টোটোটি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের ৷ আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে তড়িঘড়ি গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷

চিকিৎসকরা তাঁদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন ৷ আরেকজনকে তখনই মালদা মেডিক্যালে পাঠিয়ে দেওয়া হয় ৷ বর্তমানে তিনি সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ তবে সৌভাগ্যক্রমে টোটোচালকের আঘাত ততটা গুরুতর নয় ৷

গাজোল থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মারা গিয়েছেন গৌরাঙ্গপুরের দীপেন রায় (35), সুরঞ্জন বিশ্বাস (36), পরাণ বিশ্বাস (50) এবং পাশের কালীনগর গ্রামের ননীগোপাল বিশ্বাস (48) ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আহোড়ার সবজিচাষি কমল বিশ্বাস (50) ৷ আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন তিনি ৷ আহত টোটোচালকের নাম সুনীল মণ্ডল (49) ৷ তবে ঘটনার আকস্মিকতায় এই মুহূর্তে কোনও কথা বলতে পারছেন না তিনি ৷

আরও পড়ুন: দু‘টি বাসের রেষারেষি, মৃত্য়ু হল বাইক আরোহীর

আহোড়া এলাকার এক সবজিচাষি জমিশ বর্মন বলেন, "ভোর সাড়ে পাঁচটা নাগাদ সব চাষিরা একসঙ্গে টোটোতে সবজি চাপিয়ে গাজোল কিষান মান্ডিতে আসছিলেন ৷ টোটোতে পাঁচজন কৃষক ছিলেন ৷ শ্যামনগর এলাকায় পিছন থেকে একটি মালবোঝাই লরি টোটোটিকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ৷" গাজোল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে ৷ বাকি দু’জনকে মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ তিনি আরও জানান, ভোরে লরির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল ৷ সেই জন্যে লরির নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.