ETV Bharat / state

আবহওয়া আলু চাষের উপযোগী, ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় আলুচাষিরা

Potato Farmers in Trouble: মালদা জেলার 15টি ব্লকের মধ্যে সবচেয়ে বেশি আলুর চাষ হয় পুরাতন মালদায় ৷ গাজোল, রতুয়া এবং চাঁচলেও অল্পবিস্তর আলুর চাষ হয়ে থাকে ৷ জেলায় পর্যাপ্ত সংখ্যায় আলু রাখার হিমঘরও রয়েছে ৷ তবু আশঙ্কায় দিন কাটাচ্ছেন আলুচাষিরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 8:27 PM IST

দাম নিয়ে শঙ্কায় আলুচাষিরা

মালদা, 10 জানুয়ারি: শীতের কাঁপুনি না-ধরলেও কুয়াশার দাপট আছে ৷ মাঝেমধ্যে কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত দৃশ্য়মানতা কম থাকছে ৷ এই পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদার আলুচাষিরা ৷ তবে আশার আলো প্রতিদিন অল্প হলেও রোদের দেখা মেলায় আলুতে ধসা রোগের আক্রমণ হয়নি এখনও পর্যন্ত ৷ তবে সমস্যা সৃষ্টি হতে কতক্ষণ ৷ বিশেষ করে ফলন ওঠার সময় হয়ে এসেছে ৷ আলুর কুইন্টাল প্রতি দাম নিয়ে শঙ্কায় তাঁরা ৷ তাই ধানের মতো সরকারও তাঁদের কাছ থেকে নায্যমূল্যে আলুও কিনে নিক ৷ তাতে আলুচাষিরা কিছুটা হলেও হয়ত বেঁচে যাবেন ৷ এমনই দাবি আলু চাষিদের ৷

পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের আলুচাষি রাজকুমার রাজবংশী ৷ এই বছর তিনি 12 বিঘা জমিতে আলুর চাষ করেছেন ৷ তিনি বলেন, "আবহাওয়া এখনও পর্যন্ত ভালোই আছে ৷ তবে ফলন কেমন হবে ৷ কিন্তু গত কয়েক বছর ধরে আলুচাষ করে আমাদের শুধু লোকসানই হচ্ছে ৷ দাম খুব কম পাওয়া যাচ্ছে ৷ একদিকে যেমন সারের দাম হু হু করে বেড়ে চলেছে, তেমনই বীজের দাম বাড়ছে ৷" তিনি আরও জানান, আলু বিক্রি করে কিলো প্রতি 4-5 টাকার বেশি দাম পাওয়া যায় না ৷ কিন্তু যখন বীজ কিনতে গেলে, 50 কিলো বীজ 1700 টাকা দামে কিনতে হয় ৷ ফলে চাষের পর লাভ খুব বেশি হয় না ৷ যাদের জমি আছে, তারা মূলত বিভিন্ন জায়গায় ঋণ নিয়ে আলুর চাষ করে ৷ এক বিঘা আলুর চাষ করতে 24-25 হাজার টাকা ৷ আর শ্রমিক নিয়োগ করে চাষ করলে সেই খরচ 30-32 হাজার টাকা হয়ে যায় ৷ এই পরিস্থিতিতে সরকার যদি সহায়ক মূল্যে আলু কেনে তবে চাষিরা উপকৃত হবে ৷

আরও এক আলু চাষি ভিরাসু রাজবংশী বলেন, "এবার 10বিঘা জমিতে আলু চাষ করেছি ৷ চাষ করতে একটু দেরি হয়ে গিয়েছে ৷ তবে আলুচাষ করে তেমন দাম পাচ্ছি না ৷ আমাদের 3-5 টাকা কিলো দরে বিক্রি করতে হচ্ছে ৷ আমরা আলু কম দামে বিক্রি করতে বাধ্য হলেও বীজ কেনার সময় অনেক বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে ৷ আলুচাষিদের সমস্যা মেটাতে সরকারও কিছু করছে না ৷"

আরও পড়ুন:

  1. কনকনে শীতের দোসর ঘন কুয়াশা, আম গাছে মুকুল ধরতে দেরি; সমস্যায় কৃষকরা
  2. চাহিদা মেটাতে খরিফ মরশুমে একাধিক জেলায় পেঁয়াজ চাষ করবে হর্টিকালচার দফতর, জানালেন মন্ত্রী
  3. ওজন এক কিলোরও বেশি, কিন্তু বাজারে দাম না পেয়ে হতাশ পালিয়া প্রজাতির বেগুনের চাষিরা

দাম নিয়ে শঙ্কায় আলুচাষিরা

মালদা, 10 জানুয়ারি: শীতের কাঁপুনি না-ধরলেও কুয়াশার দাপট আছে ৷ মাঝেমধ্যে কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত দৃশ্য়মানতা কম থাকছে ৷ এই পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদার আলুচাষিরা ৷ তবে আশার আলো প্রতিদিন অল্প হলেও রোদের দেখা মেলায় আলুতে ধসা রোগের আক্রমণ হয়নি এখনও পর্যন্ত ৷ তবে সমস্যা সৃষ্টি হতে কতক্ষণ ৷ বিশেষ করে ফলন ওঠার সময় হয়ে এসেছে ৷ আলুর কুইন্টাল প্রতি দাম নিয়ে শঙ্কায় তাঁরা ৷ তাই ধানের মতো সরকারও তাঁদের কাছ থেকে নায্যমূল্যে আলুও কিনে নিক ৷ তাতে আলুচাষিরা কিছুটা হলেও হয়ত বেঁচে যাবেন ৷ এমনই দাবি আলু চাষিদের ৷

পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের আলুচাষি রাজকুমার রাজবংশী ৷ এই বছর তিনি 12 বিঘা জমিতে আলুর চাষ করেছেন ৷ তিনি বলেন, "আবহাওয়া এখনও পর্যন্ত ভালোই আছে ৷ তবে ফলন কেমন হবে ৷ কিন্তু গত কয়েক বছর ধরে আলুচাষ করে আমাদের শুধু লোকসানই হচ্ছে ৷ দাম খুব কম পাওয়া যাচ্ছে ৷ একদিকে যেমন সারের দাম হু হু করে বেড়ে চলেছে, তেমনই বীজের দাম বাড়ছে ৷" তিনি আরও জানান, আলু বিক্রি করে কিলো প্রতি 4-5 টাকার বেশি দাম পাওয়া যায় না ৷ কিন্তু যখন বীজ কিনতে গেলে, 50 কিলো বীজ 1700 টাকা দামে কিনতে হয় ৷ ফলে চাষের পর লাভ খুব বেশি হয় না ৷ যাদের জমি আছে, তারা মূলত বিভিন্ন জায়গায় ঋণ নিয়ে আলুর চাষ করে ৷ এক বিঘা আলুর চাষ করতে 24-25 হাজার টাকা ৷ আর শ্রমিক নিয়োগ করে চাষ করলে সেই খরচ 30-32 হাজার টাকা হয়ে যায় ৷ এই পরিস্থিতিতে সরকার যদি সহায়ক মূল্যে আলু কেনে তবে চাষিরা উপকৃত হবে ৷

আরও এক আলু চাষি ভিরাসু রাজবংশী বলেন, "এবার 10বিঘা জমিতে আলু চাষ করেছি ৷ চাষ করতে একটু দেরি হয়ে গিয়েছে ৷ তবে আলুচাষ করে তেমন দাম পাচ্ছি না ৷ আমাদের 3-5 টাকা কিলো দরে বিক্রি করতে হচ্ছে ৷ আমরা আলু কম দামে বিক্রি করতে বাধ্য হলেও বীজ কেনার সময় অনেক বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে ৷ আলুচাষিদের সমস্যা মেটাতে সরকারও কিছু করছে না ৷"

আরও পড়ুন:

  1. কনকনে শীতের দোসর ঘন কুয়াশা, আম গাছে মুকুল ধরতে দেরি; সমস্যায় কৃষকরা
  2. চাহিদা মেটাতে খরিফ মরশুমে একাধিক জেলায় পেঁয়াজ চাষ করবে হর্টিকালচার দফতর, জানালেন মন্ত্রী
  3. ওজন এক কিলোরও বেশি, কিন্তু বাজারে দাম না পেয়ে হতাশ পালিয়া প্রজাতির বেগুনের চাষিরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.