মালদা, ২৩ মার্চ : প্রায় তিন কেজি সোনা ও নগদ ২২ লক্ষ টাকা সহ চার জনকে গ্রেফতার করল ডিরেক্টর অফ রেভেনিউ ইনটেলিজেন্স(Gold Recovery In Malda ) । ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।
ডিআরআইয়ের কাছে বিশেষ সূত্রে খবর ছিল, সোনা পাচারে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কয়েকজন জড়িত হয়েছে । তথ্য অনুযায়ী তদন্তে নেমে দক্ষিণ দিনাজপুরের তিন পাণ্ডা দিলীপ দাস, পীযূসকান্তি ঘোষ ও অতুল দাস-কে আটক করে ডিআরআইয়ের আধিকারিকরা । জিজ্ঞাসাবাদে উঠে আসে মালদার একজনের নাম । সেই সূত্র ধরে গতকাল রাতে আধিকারিকরা ইংরেজবাজারের যদুপুরে মহম্মদ মালেকের বাড়িতে হানা দেয় । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ 21 লক্ষ 96 হাজার 500 টাকা । ধৃত চার ব্যক্তির হেপাজত থেকে মোট উদ্ধার হয় 3 কেজি সোনা ।
আরও পড়ুন : সোনাদানা নয়, বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ-সহ পাকড়াও 2 চোর
আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় বলেন, “শিলিগুড়ি, মালদা ও বহরমপুরের ডিরেক্টর অফ রেভেনিউ ইনটেলিজেন্সের টিম জয়েন্ট রেডে চারজনকে ধরে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের কাছে সোনা রয়েছে । তাদের হেপাজত থেকে প্রায় 3 কেজি সোনা ও নগদ 22 লক্ষ টাকা উদ্ধার হয় । ধৃতদের আজ আদালতে পেশ করা হয় । ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত । প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা বিদেশি সোনা নিয়ে মালদায় এসেছিল । হাওড়া থেকে তারা সেই সোনা বিভিন্ন জায়গায় পাচার করত।”