ETV Bharat / state

এবার অন্যায়ের প্রতিশোধ নেওয়া শুরু হবে : দিলীপ ঘোষ - police

সন্দেশখালিতে BJP-তৃণমূল সংঘর্ষে শনিবার সন্ধ্যায় চারজনের মৃত্যু হয়েছে । ওইদিনই গঙ্গারামপুরে মিছিলকে কেন্দ্র করে পুলিশ-BJP সংঘর্ষ হয় । এই দুই ঘটনার প্রেক্ষিতে প্রতিশোধ নেওয়ার নিদান দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 9, 2019, 10:13 AM IST

মালদা, 9 জুন : রাজ্যে তৃণমূল কংগ্রেস ও পুলিশের সঙ্গে BJP-র কর্মী সমর্থকদের সংঘর্ষের মধ্যেই প্রতিশোধ নেওয়ার নিদান দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সন্দেশখালিতে BJP-তৃণমূল সংঘর্ষে শনিবার সন্ধ্যায় চারজনের মৃত্যু হয়েছে । ওইদিনই গঙ্গারামপুরে মিছিলকে কেন্দ্র করে পুলিশ-BJP সংঘর্ষ হয় । এই দুই ঘটনার প্রেক্ষিতে মালদায় সাংবাদিকদের দিলীপবাবু বলেন, "তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি মনে করেন পুলিশ দিয়ে আমাদের পেটাবেন, তবে রোজ গঙ্গারামপুরের মতো পরিস্থিতি হবে ।" তিনি আরও বলেন, "ওনার দলের লোকজনই ওনার কথা শোনেন না । তাহলে আমরা কেন শুনব ?"

গঙ্গারামপুরে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পর কলকাতা যাওয়ার পথে মালদা স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপবাবু । সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও হারছেন না । গণতন্ত্রে মানুষের রায় শেষ কথা । মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে রাজি নন । মানুষের আশীর্বাদে BJP জিতেছে । রাজনৈতিকভাবে BJP-কে আটকাতে না পেরে স্বৈরতান্ত্রিক অত্যাচার চালানোর চেষ্টা হচ্ছে । ওনার শান্তি মিছিল চলবে। কিন্তু আমাদের মিছিল করা যাবে না । মিছিল করলেই 144 ধারা জারি করা হবে। কোন অধিকারে তিনি এসব করছেন ? কে তাঁকে এসব করার অধিকার দিয়েছে ? সেই কারণে আমরা তাঁর কোনও নিয়ম মানব না ।"

পাশপাশি দিলীপবাবুর আরও অভিযোগ, "পুলিশকে বলির পাঁঠা করে BJP-র সামনে ঠেলে দেওয়া হচ্ছে । বেচারা পুলিশকর্মীরা সরকারের কথামতো কাজ করতে বাধ্য হচ্ছেন । BJP-র মিছিল বন্ধ করা হচ্ছে, কিন্তু বীরভূমে DJ বাজিয়ে মিছিল হচ্ছে । পুলিশ অফিসাররা রাস্তায় অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে থাকছেন । তা দেখে আমার নিজের কষ্ট হচ্ছে । পুলিশের যদি মানসম্মান না থাকে, মনোবল ভেঙে পড়ে, তবে দেশে আইনশৃঙ্খলা কীভাবে থাকবে ? আজ সমাজবিরোধীদের গায়ে হাত পড়লেই পুলিশের বদলি হয়ে যাচ্ছে ।"

দিলীপবাবু এরপর হুমকির সুরে বলেন, "পাপীদের বাঁচাতে গিয়ে পুলিশ নিজেদের শহিদ করে দিচ্ছে । দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হচ্ছে । আমাদের প্রতিষ্ঠাতা বলেছেন, অন্যায়ের প্রতিবাদ কর, প্রতিরোধ কর, প্রয়োজন হলে প্রতিশোধ নাও । এতদিন প্রথম দুটো হয়েছে । তৃতীয়টা শুরু হবে এবার ।"

মালদা, 9 জুন : রাজ্যে তৃণমূল কংগ্রেস ও পুলিশের সঙ্গে BJP-র কর্মী সমর্থকদের সংঘর্ষের মধ্যেই প্রতিশোধ নেওয়ার নিদান দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সন্দেশখালিতে BJP-তৃণমূল সংঘর্ষে শনিবার সন্ধ্যায় চারজনের মৃত্যু হয়েছে । ওইদিনই গঙ্গারামপুরে মিছিলকে কেন্দ্র করে পুলিশ-BJP সংঘর্ষ হয় । এই দুই ঘটনার প্রেক্ষিতে মালদায় সাংবাদিকদের দিলীপবাবু বলেন, "তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি মনে করেন পুলিশ দিয়ে আমাদের পেটাবেন, তবে রোজ গঙ্গারামপুরের মতো পরিস্থিতি হবে ।" তিনি আরও বলেন, "ওনার দলের লোকজনই ওনার কথা শোনেন না । তাহলে আমরা কেন শুনব ?"

গঙ্গারামপুরে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার পর কলকাতা যাওয়ার পথে মালদা স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপবাবু । সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও হারছেন না । গণতন্ত্রে মানুষের রায় শেষ কথা । মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে রাজি নন । মানুষের আশীর্বাদে BJP জিতেছে । রাজনৈতিকভাবে BJP-কে আটকাতে না পেরে স্বৈরতান্ত্রিক অত্যাচার চালানোর চেষ্টা হচ্ছে । ওনার শান্তি মিছিল চলবে। কিন্তু আমাদের মিছিল করা যাবে না । মিছিল করলেই 144 ধারা জারি করা হবে। কোন অধিকারে তিনি এসব করছেন ? কে তাঁকে এসব করার অধিকার দিয়েছে ? সেই কারণে আমরা তাঁর কোনও নিয়ম মানব না ।"

পাশপাশি দিলীপবাবুর আরও অভিযোগ, "পুলিশকে বলির পাঁঠা করে BJP-র সামনে ঠেলে দেওয়া হচ্ছে । বেচারা পুলিশকর্মীরা সরকারের কথামতো কাজ করতে বাধ্য হচ্ছেন । BJP-র মিছিল বন্ধ করা হচ্ছে, কিন্তু বীরভূমে DJ বাজিয়ে মিছিল হচ্ছে । পুলিশ অফিসাররা রাস্তায় অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে থাকছেন । তা দেখে আমার নিজের কষ্ট হচ্ছে । পুলিশের যদি মানসম্মান না থাকে, মনোবল ভেঙে পড়ে, তবে দেশে আইনশৃঙ্খলা কীভাবে থাকবে ? আজ সমাজবিরোধীদের গায়ে হাত পড়লেই পুলিশের বদলি হয়ে যাচ্ছে ।"

দিলীপবাবু এরপর হুমকির সুরে বলেন, "পাপীদের বাঁচাতে গিয়ে পুলিশ নিজেদের শহিদ করে দিচ্ছে । দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হচ্ছে । আমাদের প্রতিষ্ঠাতা বলেছেন, অন্যায়ের প্রতিবাদ কর, প্রতিরোধ কর, প্রয়োজন হলে প্রতিশোধ নাও । এতদিন প্রথম দুটো হয়েছে । তৃতীয়টা শুরু হবে এবার ।"

Intro:মালদা, ৯ জুনঃ সন্দেশখালিতে যখন বিজেপি-তৃণমূলের সংঘর্ষে ৪ মৃত্যু কিংবা গঙ্গারামপুরে অভিনন্দন মিছিলকে কেন্দ্র করে পুলিশ-বিজেপির সংঘর্ষ যখন রাজ্যকে তাতিয়ে তুলেছে, তখন প্রয়োজনে প্রতিশোধ নেওয়ার নিদান দিয়ে জ্বলন্ত আগুনে যেন ঘৃতাহুতি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ একই সঙ্গে তিনি এই রাজ্যে পুলিশের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন৷ গঙ্গারামপুরে দলীয় কর্মসূচি শেষে কলকাতা যাওয়ার পথে মালদা স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রয়োজনে প্রতিশোধ নেওয়ার নিদান দেন দিলীপবাবু৷Body:বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হেরেও হারছেন না। গণতন্ত্রে মানুষের রায় শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে রাজি নন। মানুষের আর্শীবাদে বিজেপি জিতেছে। রাজনৈতিকভাবে বিজেপিকে আটকাতে না পেরে স্বৈরাতান্ত্রিক অত্যাচার আমাদের ওপর চালানোর চেষ্টা হচ্ছে। ওনার শান্তি মিছিল চলবে। কিন্তু আমাদের মিছিল করা যাবে না। মিছিল করলেই ১৪৪ ধারা জারি করা হবে। কোন অধিকারে তিনি এসব করছেন? কে তাঁকে এসব করার অধিকার দিয়েছে? সেই কারণে আমরা তাঁর কোনও নিয়ম মানব না। তিনি যদি মনে করেন পুলিশ দিয়ে আমাদের পেটাবেন, তবে রোজ গঙ্গারামপুরের মতো পরিস্থিতি হবে। রাজ্য সরকার এখন পুলিশকে ঝাড়ুর মতো ব্যবহার করছে৷ পুলিশকে বলির পাঁঠা করে বিজেপির সামনে ঠেলে দেওয়া হচ্ছে। বেচারা পুলিশকর্মীরা সরকারের কথামতো কাজ করতে বাধ্য হচ্ছেন। বিজেপির মিছিল বন্ধ করা হচ্ছে, কিন্তু বীরভূমে ডিজে বাজিয়ে মিছিল হচ্ছে। ওনার দলের লোকজনই ওনার কথা শোনেন না৷ তাহলে আমরা কেন শুনব? পুলিশ অফিসাররা রাস্তায় অপরাধীর মতো মুখ দাঁড়িয়ে থাকছেন। তা দেখে আমার নিজের কষ্ট হচ্ছে। পুলিশের যদি মানসম্মান না থাকে, মনোবল ভেঙে পড়ে, তবে দেশের আইনশৃঙ্খলা কীভাবে থাকবে? আজ সমাজে ডাকাত, গুণ্ডা, বদমাশ, মাফিয়া, সমাজবিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু পুলিশের ক্ষমতা নেই এদের গায়ে হাত দেওয়ার। গায়ে হাত পড়লেই পুলিশের বদলি হয়ে যাবে।”Conclusion:দিলীপবাবু আরও বলেন, “আমরা জিতেছি। মানুষের আমাদের ভোট দিয়েছে, আমরা তাদের অভিনন্দন জানাতে যাচ্ছি। আমাদের অভিনন্দন যাত্রা চলবেই। যারা জিততে পারেনি তারা মিছিল করবে না। কিন্তু আমাদের আটকানোর অধিকার তাদের কে দিয়েছে। পুলিশ বাধা দিতে এসে কী পরিস্থিতি হয়েছে, তার নমুনা সকলেই দেখেছেন। পুলিশের উপর মানুষের রাগ বেড়ে যাচ্ছে। পাপীদের বাঁচাতে গিয়ে পুলিশ নিজেদের শহিদ করে দিচ্ছে। দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের প্রতিষ্ঠাতা বলেছেন, অন্যায়ের প্রতিবাদ কর। প্রতিরোধ কর। প্রয়োজন হলে প্রতিশোধ নাও। এতদিন প্রথম দুটো হয়েছে। তৃতীয়টা শুরু হবে এবার।”
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.