মালদা, 24 জুন: "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনেক জোট, ঘোঁট করেছেন ৷ কোথাও পাত্তা পাচ্ছেন না। বরং বিরোধীরা বিজেপি-র সঙ্গে চলে আসুন ৷" শুক্রবার মালদায় এই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷
একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে এ দিন সকালে শিলিগুড়ি থেকে মালদায় আসেন বিজেপি-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ মালদা জেলা বিজেপি-র নেতা ও কর্মীদের সঙ্গে এ দিন দু'টি বৈঠক করবেন তিনি ৷ মালদা স্টেশনে পৌঁছেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ ৷
আরও পড়ুন: Dilip Ghosh: সিভিক ভলান্টিয়ারদের অগ্নিপথে যোগদানের আবেদন দিলীপের
প্রসঙ্গত, মহারাষ্ট্রের বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকেই বিজেপি-কে দুষছেন ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "সেখানে বিজেপি কোনও পিকচারেই নেই ৷ ওঁরা নিজেরাই নিজেদের পার্টি ভাঙছেন ৷ ওঁরা কংগ্রেস আর এনসিপি-র সঙ্গে জোট করে রয়েছেন ৷ এখানে আমাদের কোনও ভূমিকা নেই ৷ তবে ওঁরা আমাদের পুরনো বন্ধু ৷ তাই আমাদের চিন্তা হচ্ছে ৷ এক্ষেত্রে কেউ আমাদের সহযোগিতা চাইলে আমরা তা করব ৷"
এছাড়া, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিলীপের মন্তব্য হল, "রাষ্ট্রপতি নির্বাচনে এখনই বিজেপি-র হাতে সাত লাখ অঙ্কের ভোট রয়েছে ৷ ওই নির্বাচনে আমাদের প্রার্থীর প্রস্তাবক উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু ৷ এ বার আমরা পূর্ব ভারত থেকে একজন যোগ্য আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছি ৷ তিনি নিশ্চিতভাবেই পূর্ব ভারতের ভোট পাবেন ৷ বিবেকের টানে অন্য দলের অনেক সাংসদ ও বিধায়করাও তাঁকে ভোট দেবেন ৷ তাই আমাদের জয় নিয়ে কোনও চিন্তা নেই ৷ বিরোধী প্রার্থীকে নিয়েও আমাদের কোনও চিন্তা নেই ৷ আমরা শুধু নিজেদের প্রার্থীর জয় নিয়ে ভাবছি ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও অনেক জোট, ঘোঁট করেছেন ৷ কিছু হয়নি। তিনি এখন গুরুত্ব পেতে চাইছেন ৷ কিন্তু তাঁকে কেউ পাত্তাই দিচ্ছেন না ৷ তাই তিনি বৈঠকে যাবেন না বলে ঠিক করেছেন ৷ এই মুহূর্তে বিরোধীরা ভেঙে খান খান হয়ে যাচ্ছেন ৷ ওঁদের একটাই যাওয়ার জায়গা রয়েছে ৷ ওঁরা বরং বিজেপি-র সঙ্গে চলে আসুন ৷"
সম্প্রতি রাজ্যে বেআইনিভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক বিজেপি জনপ্রতিনিধির মেয়েরও নাম উঠেছে ৷ এই প্রসঙ্গে বিজেপি-র জাতীয় সহ-সভাপতির বক্তব্য, "যদি কেউ অনৈতিকভাবে চাকরি পেয়ে থাকেন, তাঁকে সাজা পেতেই হবে ৷"