ETV Bharat / state

Kamtapur People's Party : পৃথক রাজ্যের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কামতাপুর পিপলস পার্টির - Kamtapur Peoples Party

কামতাপুর পিপলস পার্টির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ (Kamtapur People's Party) ৷ গ্রেফতার দলের সাধারণ সম্পাদক-সহ একাধিক নেতা ও কর্মী ৷

malda
কামতাপুর পিপলস পার্টির বিক্ষোভ
author img

By

Published : May 12, 2022, 10:07 PM IST

মালদা, 12 মে : পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে আন্দোলনে নেমে পুলিশি লাঠিচার্জে ছত্রভঙ্গ হলেন কামতাপুর পিপলস পার্টির নেতা-কর্মীরা (Demonstrations of Kamtapur Peoples Party for Demanding a Separate State) ৷ বৃহস্পতিবার কেপিপির সদস্যরা গাজোলের ঘাকশোল মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিশ ৷

কিন্তু পুলিশকর্মীদের আবেদনে সাড়া না-দিয়ে নিজেদের দাবিতে পথ অবরোধ চালিয়ে যেতে থাকেন কেপিপি (Kamtapur Peoples Party) সদস্যরা । শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে জাতীয় সড়ক অবরোধমুক্ত করে । গ্রেফতার করা হয় একাধিক কেপিপি নেতা-কর্মীকে । ধৃতদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মনও ।

আরও পড়ুন : Schools in Kamatpuri Language : উত্তরবঙ্গে কামতপুরী ভাষায় 100টি স্কুল স্থাপনের দাবি

কেপিপির এক সদস্য নির্মল রায় বলেন, "পৃথক রাজ্যের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে পথ অবরোধ করছিলাম । দীর্ঘদিন ধরেই আমরা এই দাবি জানিয়ে আসছি । কিন্তু কেন্দ্র কিংবা রাজ্য সরকার আমাদের দাবিকে মান্যতা দিচ্ছে না । তাই আমরা ঘাকশোল মোড়ে পথ অবরোধ করতে বাধ্য হই । কিন্তু অবরোধ শুরু করতে না করতেই পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে । আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা সুভাষ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ । কিন্তু এভাবে আমাদের দমানো যাবে না । পৃথক রাজ্যের দাবিতে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামব । অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলাঙ্গানা, বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য যদি গঠিত হতে পারে, তবে এখানে উত্তরবঙ্গ রাজ্য গঠন করা যাবে না কেন ?"

কামতাপুর পিপলস পার্টির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

আরও পড়ুন : আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে জোট বাঁধতে গোপন বৈঠক

অন্যদিকে থানায় নিয়ে যাওয়ার পথে ধৃত সুভাষ বর্মন বলেন, "গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ ও আন্দোলন করার অধিকার রয়েছে । আমরা জাতীয় সড়কে প্রতীকী অবরোধ করার কর্মসূচি নিয়েছিলাম । কিন্তু পুলিশ বেআইনিভাবে আমাদের উপর লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করেছে ও গ্রেফতার করেছে ।"

যদিও এই ঘটনা নিয়ে অবশ্য পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাই না, জানিয়ে দিল কেপিপি

মালদা, 12 মে : পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে আন্দোলনে নেমে পুলিশি লাঠিচার্জে ছত্রভঙ্গ হলেন কামতাপুর পিপলস পার্টির নেতা-কর্মীরা (Demonstrations of Kamtapur Peoples Party for Demanding a Separate State) ৷ বৃহস্পতিবার কেপিপির সদস্যরা গাজোলের ঘাকশোল মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার পুলিশ ৷

কিন্তু পুলিশকর্মীদের আবেদনে সাড়া না-দিয়ে নিজেদের দাবিতে পথ অবরোধ চালিয়ে যেতে থাকেন কেপিপি (Kamtapur Peoples Party) সদস্যরা । শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে জাতীয় সড়ক অবরোধমুক্ত করে । গ্রেফতার করা হয় একাধিক কেপিপি নেতা-কর্মীকে । ধৃতদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মনও ।

আরও পড়ুন : Schools in Kamatpuri Language : উত্তরবঙ্গে কামতপুরী ভাষায় 100টি স্কুল স্থাপনের দাবি

কেপিপির এক সদস্য নির্মল রায় বলেন, "পৃথক রাজ্যের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে পথ অবরোধ করছিলাম । দীর্ঘদিন ধরেই আমরা এই দাবি জানিয়ে আসছি । কিন্তু কেন্দ্র কিংবা রাজ্য সরকার আমাদের দাবিকে মান্যতা দিচ্ছে না । তাই আমরা ঘাকশোল মোড়ে পথ অবরোধ করতে বাধ্য হই । কিন্তু অবরোধ শুরু করতে না করতেই পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে । আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা সুভাষ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ । কিন্তু এভাবে আমাদের দমানো যাবে না । পৃথক রাজ্যের দাবিতে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামব । অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলাঙ্গানা, বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য যদি গঠিত হতে পারে, তবে এখানে উত্তরবঙ্গ রাজ্য গঠন করা যাবে না কেন ?"

কামতাপুর পিপলস পার্টির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

আরও পড়ুন : আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে জোট বাঁধতে গোপন বৈঠক

অন্যদিকে থানায় নিয়ে যাওয়ার পথে ধৃত সুভাষ বর্মন বলেন, "গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ ও আন্দোলন করার অধিকার রয়েছে । আমরা জাতীয় সড়কে প্রতীকী অবরোধ করার কর্মসূচি নিয়েছিলাম । কিন্তু পুলিশ বেআইনিভাবে আমাদের উপর লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করেছে ও গ্রেফতার করেছে ।"

যদিও এই ঘটনা নিয়ে অবশ্য পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাই না, জানিয়ে দিল কেপিপি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.