ETV Bharat / state

Delegation of NITI Aayog in Malda : রেশম চাষ নিয়ে তথ্য সংগ্রহ নীতি আয়োগের প্রতিনিধি দলের

রেশম চাষের সমীক্ষা করতে মালদা জেলায় কেন্দ্রীয় নীতি আয়োগের প্রতিনিধিদল (Delegation of NITI Aayog in Malda to Gets Information About Silk Cultivation) ৷ তারা চাষীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন ৷ কী কী অসুবিধা তাঁদের রয়েছে, তা জানতে চান প্রতিনিধিরা ৷ সেই সঙ্গে রেশম চাষ এবং তার থেকে সুতো উৎপাদন পুরো প্রক্রিয়া সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করেন নীতি আয়োগের প্রতিনিধিরা ৷

Delegation of NITI Aayog in Malda to Gets Information About Silk Cultivation
Delegation of NITI Aayog in Malda to Gets Information About Silk Cultivation
author img

By

Published : May 4, 2022, 7:00 PM IST

মালদা, 4 মে : মালদা জেলার রেশম চাষে আরও একবার আশার আলো দেখাল কেন্দ্রীয় সরকার ৷ ভারত সরকারের নীতি আয়োগের একটি প্রতিনিধিদল (Delegation of NITI Aayog in Malda) আজ কালিয়াচকের রেশম চাষ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে ৷ দলের প্রতিনিধিরা রেশম চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন ৷ যদিও এ নিয়ে সংবাদমাধ্যমে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তাঁরা ৷ তবে, তাঁদের এই পরিদর্শনে এলাকার রেশম চাষিদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে ৷

আজ দুপুরে ভারত সরকারের নীতি আয়োগের তরফে চারজনের একটি প্রতিনিধি দল কালিয়াচকের রেশম চাষ খতিয়ে দেখার জন্য আসেন (Delegation of NITI Aayog in Malda to Gets Information About Silk Cultivation) ৷ দলের নেতৃত্বে ছিলেন নীতি আয়োগের প্রতিনিধি মধুমিতা শর্মা ৷ ছিলেন মালদা জেলার সেরিকালচার দফতরের ডেপুটি ডিরেক্টর অভিজিৎ গোস্বামী এবং কেন্দ্রীয় রেশম পর্ষদের দুই বিজ্ঞানী ড. জি শ্রীনিবাস ও ড. বিভি নাইডু ৷ তাঁরা তুঁতচাষ থেকে শুরু করে রেশম সুতো উৎপাদন পর্যন্ত প্রতিটি পর্যায় খতিয়ে দেখেন ৷

এ নিয়ে মধুমিতা শর্মা জানান, “পশ্চিমবঙ্গের মালদা জেলা রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ৷ এখানে কীভাবে রেশম উৎপাদিত হয় ? তার মান কেমন ? রেশমচাষিরা কীভাবে কাজ করছেন ? সে সব আজ আমরা খতিয়ে দেখলাম ৷ এখানকার চাষীরা সরকারি সহায়তা সত্ত্বেও, কিছু সমস্যার মধ্যে রেশম উৎপাদন করেন ৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশ জুড়ে রেশমের উপর আমাদের একটি সমীক্ষা চলছে ৷ বিষয়টি গোপনীয় হওয়ায় তা নিয়ে সংবাদমাধ্যমে আমি বেশি কিছু জানাতে পারছি না ৷ দেশের বিভিন্ন রাজ্যে রেশম উৎপাদনের ক্ষেত্রে চাষীদের কী সমস্যা রয়েছে ? তাঁদের কী কী প্রয়োজন ? এই চাষে নতুন কী প্রকল্প নেওয়া যেতে পারে ? চাষীরা কী সুবিধে পাচ্ছেন ? তাঁদের আর কী সুবিধে প্রয়োজন ? সেসব নিয়েই এই সমীক্ষা বলে জানান ৷ আমরা চাষীদের কাছ থেকেই এ সব জানার চেষ্টা করছি ৷ এ নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গেও কথা বলা হচ্ছে ৷ আমরা মালদায় বিভিন্ন ধরনের রেশম দেখতে পেলাম ৷ সব মিলিয়ে আমরা একটি রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেব ৷’’

রেশম চাষের সমীক্ষা করতে মালদা জেলায় কেন্দ্রীয় নীতি আয়োগের প্রতিনিধিদল

আরও পড়ুন : পলুপোকার ডিমে বরাদ্দ বন্ধ রাজ্যের, সংকটে মালদার রেশম শিল্প

উল্লেখ্য, মালদা জেলায় প্রায় 21 হাজার একর জমিতে তুঁতের চাষ করা হয় ৷ জেলার প্রায় প্রতিটি ব্লকে চাষ হলেও সবচেয়ে বেশি রেশম উৎপাদন হয় কালিয়াচকের তিনটি ব্লকে ৷ গোটা জেলায় এই চাষের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন অন্তত পাঁচ লক্ষ মানুষ ৷ প্রায় 61 হাজার পরিবারের এই চাষ থেকেই সংসার চলে ৷ প্রায় সারা বছরই রেশম চাষ করেন তাঁরা ৷ বছরে গড়ে প্রায় দেড় হাজার মেট্রিক টন রেশম সুতো উৎপাদন হয় মালদায় ৷ এই রেশম সুতো মূলত উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রফতানি করেন ব্যবসায়ীরা ৷ কালিয়াচকে পাইকারি রেশম বাজার রয়েছে ৷ তবে চাষিদের দীর্ঘদিনের দাবি, এই জেলাতেই রেশম সুতো থেকে বস্ত্র তৈরির কারখানা করা হোক ৷ এর ফলে জেলার রেশমচাষের পরিধি আরও বাড়বে ৷ পাশাপাশি বিকল্প উপার্জন বাড়বে ৷ আরও বেশি কর্মসংস্থান হবে ৷ আজও কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে সেই দাবি জানিয়েছেন তাঁরা ৷

মালদা, 4 মে : মালদা জেলার রেশম চাষে আরও একবার আশার আলো দেখাল কেন্দ্রীয় সরকার ৷ ভারত সরকারের নীতি আয়োগের একটি প্রতিনিধিদল (Delegation of NITI Aayog in Malda) আজ কালিয়াচকের রেশম চাষ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে ৷ দলের প্রতিনিধিরা রেশম চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন ৷ যদিও এ নিয়ে সংবাদমাধ্যমে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তাঁরা ৷ তবে, তাঁদের এই পরিদর্শনে এলাকার রেশম চাষিদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে ৷

আজ দুপুরে ভারত সরকারের নীতি আয়োগের তরফে চারজনের একটি প্রতিনিধি দল কালিয়াচকের রেশম চাষ খতিয়ে দেখার জন্য আসেন (Delegation of NITI Aayog in Malda to Gets Information About Silk Cultivation) ৷ দলের নেতৃত্বে ছিলেন নীতি আয়োগের প্রতিনিধি মধুমিতা শর্মা ৷ ছিলেন মালদা জেলার সেরিকালচার দফতরের ডেপুটি ডিরেক্টর অভিজিৎ গোস্বামী এবং কেন্দ্রীয় রেশম পর্ষদের দুই বিজ্ঞানী ড. জি শ্রীনিবাস ও ড. বিভি নাইডু ৷ তাঁরা তুঁতচাষ থেকে শুরু করে রেশম সুতো উৎপাদন পর্যন্ত প্রতিটি পর্যায় খতিয়ে দেখেন ৷

এ নিয়ে মধুমিতা শর্মা জানান, “পশ্চিমবঙ্গের মালদা জেলা রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ৷ এখানে কীভাবে রেশম উৎপাদিত হয় ? তার মান কেমন ? রেশমচাষিরা কীভাবে কাজ করছেন ? সে সব আজ আমরা খতিয়ে দেখলাম ৷ এখানকার চাষীরা সরকারি সহায়তা সত্ত্বেও, কিছু সমস্যার মধ্যে রেশম উৎপাদন করেন ৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশ জুড়ে রেশমের উপর আমাদের একটি সমীক্ষা চলছে ৷ বিষয়টি গোপনীয় হওয়ায় তা নিয়ে সংবাদমাধ্যমে আমি বেশি কিছু জানাতে পারছি না ৷ দেশের বিভিন্ন রাজ্যে রেশম উৎপাদনের ক্ষেত্রে চাষীদের কী সমস্যা রয়েছে ? তাঁদের কী কী প্রয়োজন ? এই চাষে নতুন কী প্রকল্প নেওয়া যেতে পারে ? চাষীরা কী সুবিধে পাচ্ছেন ? তাঁদের আর কী সুবিধে প্রয়োজন ? সেসব নিয়েই এই সমীক্ষা বলে জানান ৷ আমরা চাষীদের কাছ থেকেই এ সব জানার চেষ্টা করছি ৷ এ নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গেও কথা বলা হচ্ছে ৷ আমরা মালদায় বিভিন্ন ধরনের রেশম দেখতে পেলাম ৷ সব মিলিয়ে আমরা একটি রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেব ৷’’

রেশম চাষের সমীক্ষা করতে মালদা জেলায় কেন্দ্রীয় নীতি আয়োগের প্রতিনিধিদল

আরও পড়ুন : পলুপোকার ডিমে বরাদ্দ বন্ধ রাজ্যের, সংকটে মালদার রেশম শিল্প

উল্লেখ্য, মালদা জেলায় প্রায় 21 হাজার একর জমিতে তুঁতের চাষ করা হয় ৷ জেলার প্রায় প্রতিটি ব্লকে চাষ হলেও সবচেয়ে বেশি রেশম উৎপাদন হয় কালিয়াচকের তিনটি ব্লকে ৷ গোটা জেলায় এই চাষের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন অন্তত পাঁচ লক্ষ মানুষ ৷ প্রায় 61 হাজার পরিবারের এই চাষ থেকেই সংসার চলে ৷ প্রায় সারা বছরই রেশম চাষ করেন তাঁরা ৷ বছরে গড়ে প্রায় দেড় হাজার মেট্রিক টন রেশম সুতো উৎপাদন হয় মালদায় ৷ এই রেশম সুতো মূলত উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রফতানি করেন ব্যবসায়ীরা ৷ কালিয়াচকে পাইকারি রেশম বাজার রয়েছে ৷ তবে চাষিদের দীর্ঘদিনের দাবি, এই জেলাতেই রেশম সুতো থেকে বস্ত্র তৈরির কারখানা করা হোক ৷ এর ফলে জেলার রেশমচাষের পরিধি আরও বাড়বে ৷ পাশাপাশি বিকল্প উপার্জন বাড়বে ৷ আরও বেশি কর্মসংস্থান হবে ৷ আজও কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে সেই দাবি জানিয়েছেন তাঁরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.