ETV Bharat / state

Manikchak Blast: মানিকচক বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 4

সোমবার এক আহতের মৃত্যুতে মানিকচকে(Manikchak Blast)17 জুলাই বোমা বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার ৷

Manikchak Blast
মানিকচক বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 4
author img

By

Published : Jul 25, 2022, 10:56 PM IST

মালদা, 25 জুলাই: মানিকচক বিস্ফোরণকাণ্ডে মৃত্যু হল আরও এক ব্যক্তির । এই নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার (Death toll rises to 4 in Manikchak blast)৷ মৃত ব্যক্তির নাম সেলিম শেখ । বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায় ।

উল্লেখ্য, 17 জুলাই, রবিবার রাত আড়াইটে নাগাদ মানিকচকের বালুটোলা এলাকায় দুটি বিস্ফোরণ হয় । আহত হন বেশ কয়েকজন । আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদায় নিয়ে আসা হয় । মালদা মেডিক্যালে নিয়ে আসার পর চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন । সেদিন রাতেই মৃত্যু হয় আরও একজনের । পাশাপাশি মালদা শহরের নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন আরও তিনজন । ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে । বোমা তৈরি করতে গিয়েই সেই বিস্ফোরণ হয় বলে পুলিশি তদন্তে অনুমান । সোমবার মানিকচক ও ইংরেজবাজারের গোপন ডেরা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ ।

এদিকে, শনিবার নার্সিংহোম থেকে এক ব্যক্তি ছাড়া পেলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে । এরপর রবিবার রাতে নার্সিংহোমে চিকিৎসাধীন সেলিম শেখের শারীরিক অবস্থার অবনতি হয় । রাতেই তাকে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয় । সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সেলিমের । এখনও আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে চিকিৎসাধীন আরও এক আহত ।

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত 2, আহত 4

মালদা, 25 জুলাই: মানিকচক বিস্ফোরণকাণ্ডে মৃত্যু হল আরও এক ব্যক্তির । এই নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার (Death toll rises to 4 in Manikchak blast)৷ মৃত ব্যক্তির নাম সেলিম শেখ । বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায় ।

উল্লেখ্য, 17 জুলাই, রবিবার রাত আড়াইটে নাগাদ মানিকচকের বালুটোলা এলাকায় দুটি বিস্ফোরণ হয় । আহত হন বেশ কয়েকজন । আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরে মালদায় নিয়ে আসা হয় । মালদা মেডিক্যালে নিয়ে আসার পর চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন । সেদিন রাতেই মৃত্যু হয় আরও একজনের । পাশাপাশি মালদা শহরের নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন আরও তিনজন । ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে । বোমা তৈরি করতে গিয়েই সেই বিস্ফোরণ হয় বলে পুলিশি তদন্তে অনুমান । সোমবার মানিকচক ও ইংরেজবাজারের গোপন ডেরা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ ।

এদিকে, শনিবার নার্সিংহোম থেকে এক ব্যক্তি ছাড়া পেলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে । এরপর রবিবার রাতে নার্সিংহোমে চিকিৎসাধীন সেলিম শেখের শারীরিক অবস্থার অবনতি হয় । রাতেই তাকে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয় । সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সেলিমের । এখনও আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে চিকিৎসাধীন আরও এক আহত ।

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত 2, আহত 4

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.