ETV Bharat / state

Two Dies in Lightning : মালদায় বজ্রাঘাতে জোড়া মৃত্যু - Lighting Death

মালদায় বজ্রাঘাতে মৃত্যু হল বাবা ও ছেলের ৷ বৃহস্পতিবার ভোরে ঝড়-বৃষ্টি সময়ে বাজ পড়ে মৃত্যু হয় তাঁদের (Two Dies in Lightning) ৷

Lightning Death
মালদায় বজ্রাঘাতে জোড়া মৃত্যু
author img

By

Published : Jun 10, 2022, 11:19 AM IST

মালদা, 10 জুন : বাজ পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভূতনি থানা এলাকার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের আলাদিয়ায় ৷ মৃতের নাম দুলাল ঘোষ (53) ও অনুপ ঘোষ (16) ৷

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় দুলাল ঘোষ ও তাঁর ছেলে অনুপ ঘোষ গোয়াল ঘরে গরু বাঁধছিলেন ৷ সেই সময়েই বাজ পড়ে গুরুতর আহত হন দু’জনেই ৷ দ্রুত তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা এবং ছেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত অনুপ এই বছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল ৷ তার প্রাপ্ত নম্বর ছিল 591 ৷

আগামী দিনে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত অনুপ ৷ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ফর্ম- ফিলাপও করেছিল ৷ তবে আকষ্মিক দুর্ঘটনা সব কিছুই ওলট-পালট করে দিল (death due to lightning in malda) ৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়েছে ভূতনি থানার পুলিশ ৷

আরও পড়ুন : Chilika Lake Boat Capsize : ওড়িশার চিলকা হ্রদে কালবৈশাখীতে নৌকাডুবি, মৃত 1

মালদা, 10 জুন : বাজ পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভূতনি থানা এলাকার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের আলাদিয়ায় ৷ মৃতের নাম দুলাল ঘোষ (53) ও অনুপ ঘোষ (16) ৷

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় দুলাল ঘোষ ও তাঁর ছেলে অনুপ ঘোষ গোয়াল ঘরে গরু বাঁধছিলেন ৷ সেই সময়েই বাজ পড়ে গুরুতর আহত হন দু’জনেই ৷ দ্রুত তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা এবং ছেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত অনুপ এই বছর মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল ৷ তার প্রাপ্ত নম্বর ছিল 591 ৷

আগামী দিনে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত অনুপ ৷ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ফর্ম- ফিলাপও করেছিল ৷ তবে আকষ্মিক দুর্ঘটনা সব কিছুই ওলট-পালট করে দিল (death due to lightning in malda) ৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়েছে ভূতনি থানার পুলিশ ৷

আরও পড়ুন : Chilika Lake Boat Capsize : ওড়িশার চিলকা হ্রদে কালবৈশাখীতে নৌকাডুবি, মৃত 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.