চাঁচল (মালদা), 7 জুলাই : জমি থেকে উদ্ধার হল এক চাষির মৃতদেহ । চাঁচল 2 ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের হরিশপাড়া গ্রামের ঘটনা ৷ মৃতের নাম গৌরাঙ্গ দাস (55) ৷ পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । এই ঘটনায় মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ উঠেছে ।
গৌরাঙ্গবাবুর বাড়ি হরিশপুর সংলগ্ন আলাদিপুর গ্রামে ৷ বাড়িতে স্ত্রী ইতিদেবী ও দুই মেয়ে রয়েছে ৷ মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি ৷ বলে গিয়েছিলেন, মাঠে যাচ্ছেন ৷ এখন আমন চাষের মরশুম ৷ প্রতিদিনই তিনি সকালে বাড়ি থেকে বেরিয়ে সন্ধেয় ঘরে ফেরেন ৷ কিন্তু গতকাল সন্ধে হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন ৷ সোশাল মিডিয়াতেও তাঁর ছবি ছড়িয়ে দেওয়া হয় ৷ কিন্তু রাতেও তাঁর খোঁজ মেলেনি ৷
আজ সকালে হরিশপুর গ্রামের এক জমিতে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থানে আসে।
ইতিদেবী পুলিশকে জানান, তাঁর স্বামী সুস্থ ছিলেন ৷ তাঁর শারীরিক কোনও সমস্যাও ছিল না ৷ ফলে হঠাৎ তাঁর মৃত্যুর কথা কেউ বিশ্বাস করছেন না ৷ তাঁদের অনুমান, কেউ বা কারা তাঁর স্বামীকে শ্বাসরোধ করে খুন করেছে ৷
ঘটনা প্রসঙ্গে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাস বলেন, “আজ মালতীপুরের হরিশপাড়া গ্রামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷”