ETV Bharat / state

মানিকচকে গঙ্গায় ভেসে আসা মহিলার দেহ উদ্ধার - dead body

সোমবার বিকেলে মানিকচক শ্মশান সংলগ্ন গঙ্গায় মাঝবয়সী এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে দেহ উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ । কী ভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরেই তা নিশ্চিত হওয়া যাবে বলে জানাচ্ছে পুলিশ ।

MANIKCHAK
MANIKCHAK
author img

By

Published : Jun 28, 2021, 10:32 PM IST

মালদা, ২৮ জুন : ফের গঙ্গায় ভেসে আসল দেহ । সোমবার বিকেলে মানিকচক শ্মশানের সংলগ্ন গঙ্গায় মাঝবয়সী এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে দেহ উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ । কী ভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরেই তা নিশ্চিত হওয়া যাবে বলে জানাচ্ছে পুলিশ ।

সম্প্রতি উত্তরপ্রদেশ ও বিহারে সারি সারি দেহ গঙ্গায় ভাসতে দেখা যায় । অভিযোগ ওঠে করোনা সংক্রমিতদের দেহ গঙ্গায় ভায়িয়ে দেওয়া হয়েছে । এনিয়ে আলোড়ন পড়েছিল দেশজুড়ে । ভিন রাজ্য থেকে যাতে গঙ্গাবক্ষে দেহ ভেসে আসতে না পারে তার জন্য মালদা জেলা প্রশাসন ও পুলিশকে সতর্ক করেছিল নবান্ন । কয়েকদিন আগেও গঙ্গায় ভেসে যাওয়া দুটি প্লাস্টিক মোড়ানো মৃতদেহ উদ্ধার করেছিল ভূতনি থানার পুলিশ । সোমবার বিকেলে ফের গঙ্গা থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । দেহটি কলার ভেলায় ভাসতে থাকায় স্থানীয়দের অনুমান, সম্ভবত সাপের কামড়েই মৃত্যু হয়েছে ওই মহিলার । তবে এনিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ । পিপিই পরেই লাশটি উদ্ধার করা হয়েছে ।

মানিকচক ঘাটের বাসিন্দা লালু ভগত বলেন, "মানিকচক ঘাটের পাশে শ্মশান সংলগ্ন এলাকায় লাশটি নদীর পাড়ে আটকেছিল । দেহটির অর্ধেক কলার ভেলায় ছিল, বাকি অংশ জলে ডুবে ছিল । দেহটি একটি মহিলার । তবে স্থানীয় কারও দেহ নয় । আনুমানিক বয়স 30-35 বছর বয়স । সম্ভবত বিহারের কোনও জায়গা থেকে দেহটি ভেসে এসেছে । কারণ, এখন গঙ্গায় প্রবল স্রোত । দূর থেকেই লাশটি ভেসে এসেছে । মনে হচ্ছে, সাপের কামড়েই মহিলাটির মৃত্যু হয়েছে । "

আরও পড়ুন : উলটপূরাণ, হাতজোড় করে ক্ষমা চেয়ে তৃণমূল থেকে পদ্মে ফিরলেন বিজেপি নেতা

মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেছেন, " আজ মানিকচকে গঙ্গা থেকে এক মাঝবয়সী মহিলার দেহ উদ্ধার হয়েছে । দেহটি কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল । খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করেছে । কী কারণে মহিলার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে । দেহটি মালদা মেডিক্যালে পাঠান হয়েছে । "

মালদা, ২৮ জুন : ফের গঙ্গায় ভেসে আসল দেহ । সোমবার বিকেলে মানিকচক শ্মশানের সংলগ্ন গঙ্গায় মাঝবয়সী এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা । খবর পেয়ে দেহ উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ । কী ভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরেই তা নিশ্চিত হওয়া যাবে বলে জানাচ্ছে পুলিশ ।

সম্প্রতি উত্তরপ্রদেশ ও বিহারে সারি সারি দেহ গঙ্গায় ভাসতে দেখা যায় । অভিযোগ ওঠে করোনা সংক্রমিতদের দেহ গঙ্গায় ভায়িয়ে দেওয়া হয়েছে । এনিয়ে আলোড়ন পড়েছিল দেশজুড়ে । ভিন রাজ্য থেকে যাতে গঙ্গাবক্ষে দেহ ভেসে আসতে না পারে তার জন্য মালদা জেলা প্রশাসন ও পুলিশকে সতর্ক করেছিল নবান্ন । কয়েকদিন আগেও গঙ্গায় ভেসে যাওয়া দুটি প্লাস্টিক মোড়ানো মৃতদেহ উদ্ধার করেছিল ভূতনি থানার পুলিশ । সোমবার বিকেলে ফের গঙ্গা থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । দেহটি কলার ভেলায় ভাসতে থাকায় স্থানীয়দের অনুমান, সম্ভবত সাপের কামড়েই মৃত্যু হয়েছে ওই মহিলার । তবে এনিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ । পিপিই পরেই লাশটি উদ্ধার করা হয়েছে ।

মানিকচক ঘাটের বাসিন্দা লালু ভগত বলেন, "মানিকচক ঘাটের পাশে শ্মশান সংলগ্ন এলাকায় লাশটি নদীর পাড়ে আটকেছিল । দেহটির অর্ধেক কলার ভেলায় ছিল, বাকি অংশ জলে ডুবে ছিল । দেহটি একটি মহিলার । তবে স্থানীয় কারও দেহ নয় । আনুমানিক বয়স 30-35 বছর বয়স । সম্ভবত বিহারের কোনও জায়গা থেকে দেহটি ভেসে এসেছে । কারণ, এখন গঙ্গায় প্রবল স্রোত । দূর থেকেই লাশটি ভেসে এসেছে । মনে হচ্ছে, সাপের কামড়েই মহিলাটির মৃত্যু হয়েছে । "

আরও পড়ুন : উলটপূরাণ, হাতজোড় করে ক্ষমা চেয়ে তৃণমূল থেকে পদ্মে ফিরলেন বিজেপি নেতা

মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেছেন, " আজ মানিকচকে গঙ্গা থেকে এক মাঝবয়সী মহিলার দেহ উদ্ধার হয়েছে । দেহটি কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল । খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করেছে । কী কারণে মহিলার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে । দেহটি মালদা মেডিক্যালে পাঠান হয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.