চাঁচল, 28 অক্টোবর : ধানজমি থেকে উদ্ধার হল এক ব্যক্তির নলিকাটা দেহ ৷ মৃতের নাম কুদ্দুস আলি (50) ৷ সেরবাবরপুর গ্রামের বাসিন্দা ৷ আজ সকালে চাঁচলের ভগবানপুর গ্রামপঞ্চায়েতের গৌরীপুর গ্রামের একটি জমি মৃতদেহটি উদ্ধার হয় ৷ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ ৷ ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
কুদ্দুসসাহেব পেশায় দিনমজুর ছিলেন ৷ আজ সকালে স্থানীয়রা ওই জমিতে তাঁর গলার নলিকাটা মৃতদেহ দেখতে পান ৷ পুলিশ ও পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় ৷ কুদ্দুস সাহেবের ভাই খাদিমুল হক বলেন, "গতকাল রাত 10টা নাগাদ দাদাকে দু'জন অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গেছিল ৷ তারপর থেকে দাদার খোঁজ পাওয়া যাচ্ছিল না । আজ সকালে স্থানীয়রা জমিতে দাদার মৃতদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয় ৷ আমাদের অনুমান, দাদাকে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে ৷"
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে ৷ পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ৷