ETV Bharat / state

পুকুরের পাশে বিপজ্জনক রাস্তাই চলাচলের ভরসা, 10 বছরেও হয়নি সংস্কার - Dangerous road beside pond

পুকুরের পাশে হাত খানেক চওড়া হাঁটার রাস্তা ৷ সেই রাস্তাই চলাচলের ভরসা এলাকাবাসীর ৷ ফলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা ৷ বিপদ থেকে বাঁচতে পড়ুয়াদের ওই পথ পার করিয়ে দেন স্কুলের শিক্ষকরা ৷ সমস্যার কথা মেনে নিয়েছে সকলেই ৷ কিন্তু কেন সেই রাস্তা ঠিকভাবে তৈরি করা হচ্ছে না, তা কারোর জানা নেই ৷ যদিও রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন বিডিও ৷

রাস্তা সংস্কারের দাবি
author img

By

Published : Nov 21, 2019, 1:15 PM IST

মালদা, 21 নভেম্বর : পুকুরের পাশে হাত খানেক চওড়া হাঁটার রাস্তা ৷ সেই রাস্তাই চলাচলের ভরসা এলাকাবাসীর ৷ পুকুরের একদিকে রয়েছে গ্রামের প্রাথমিক স্কুল ৷ খুদে পড়ুয়াদেরও এই পথ ধরেই স্কুল যেতে হয় ৷ শুধু তাই নয়, এই পথ ধরেই ওই স্কুলে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় খুদের দল ৷ ফলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা ৷ বিপদ থেকে বাঁচতে পড়ুয়াদের ওই পথ পার করিয়ে দেন স্কুলের শিক্ষকরা ৷ সমস্যার কথা মেনে নিয়েছে সকলেই ৷ কিন্তু কেন সেই রাস্তা ঠিকভাবে তৈরি করা হচ্ছে না, তা কারোর জানা নেই ৷ যদিও রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন বিডিও ৷

রাস্তা সংস্কারের দাবি জানালেন শিক্ষক । দেখুন ভিডিয়ো...
ঘটনাটি চাঁচল 1 ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর গ্রামের ৷ এই গ্রামে রয়েছে ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয় ৷ স্কুলে যেতে গেলে ওই পুকুরপাড় ধরেই যেতে হবে ৷ তাই স্কুলের শ'দেড়েক পড়ুয়া সেই পথ দিয়েই যায় স্কুলে ৷ ওই পথ ধরে পুষ্টি অন্বেষণে যায় শিশু ও প্রসূতিরাও ৷ বর্ষার সময় সেই রাস্তা হয়ে ওঠে আরও বিপজ্জনক ৷ এর আগে বেশ কয়েকজন পড়ুয়া পা হড়কে পুকুরে পড়েও গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ চলতি বর্ষায় পুকুরপাড়ের বেশ কিছু অংশ আবার ধসে গিয়েছে ৷ তাই এখন স্কুলের শিক্ষকরাই পড়ুয়াদের হাত ধরে পুকুরের ধার পার করিয়ে দেন ৷ স্কুলের শিক্ষক বামনদেব রায় বলেন, "স্কুলে সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে ৷ 3 বছরের বাচ্চারাও সেখানে আসে ৷ 2009 সাল থেকে পুকুর পাড়ের রাস্তাটি সংস্কার করার জন্য প্রশাসনের সব মহলে আবেদন জানিয়েছি ৷ কিন্তু রাস্তাটি ঠিক করার জন্য প্রশাসনের কোনও হেলদোল দেখতে পাইনি ৷ আমরা চাই, প্রশাসন দ্রুত রাস্তাটি ব্যবহারের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করুক ৷ রাস্তাটি ঢালাই করা হোক ৷ স্কুলে আসার বিকল্প পথও তেমন নেই ৷ তাই স্কুলে যাতায়াতের জন্য রাস্তাটি গুরুত্বপূর্ণ ৷"
demand of repairing dangerous road
বিপজ্জনক রাস্তা, নেই সংস্কার
স্কুল যাতায়াতে পড়ুয়াদের সমস্যার কথা মেনে নিয়েছেন খরবা 1 প্রাথমিক স্কুল পরিদর্শক মাসুদ করিম আনসারি ৷ তিনি বলেন, সমস্যাটি দীর্ঘদিনের ৷ সমস্যা মেটাতে পঞ্চায়েত প্রশাসনকেই উদ্যোগী হতে হবে ৷ চাঁচল 1-এর বিডিও সমীরণ ভট্টাচার্য জানান, তিনি শুনেছেন, ওই পুকুরটি সরকারি ৷ পড়ুয়া এবং শিশু-প্রসূতিদের যাতায়াতের সমস্যার কথাও তাঁর কানে এসেছে ৷ তিনি এনিয়ে কলিগ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলবেন ৷ এই সমস্যা যাতে দ্রুত মেটানো যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

মালদা, 21 নভেম্বর : পুকুরের পাশে হাত খানেক চওড়া হাঁটার রাস্তা ৷ সেই রাস্তাই চলাচলের ভরসা এলাকাবাসীর ৷ পুকুরের একদিকে রয়েছে গ্রামের প্রাথমিক স্কুল ৷ খুদে পড়ুয়াদেরও এই পথ ধরেই স্কুল যেতে হয় ৷ শুধু তাই নয়, এই পথ ধরেই ওই স্কুলে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় খুদের দল ৷ ফলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা ৷ বিপদ থেকে বাঁচতে পড়ুয়াদের ওই পথ পার করিয়ে দেন স্কুলের শিক্ষকরা ৷ সমস্যার কথা মেনে নিয়েছে সকলেই ৷ কিন্তু কেন সেই রাস্তা ঠিকভাবে তৈরি করা হচ্ছে না, তা কারোর জানা নেই ৷ যদিও রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন বিডিও ৷

রাস্তা সংস্কারের দাবি জানালেন শিক্ষক । দেখুন ভিডিয়ো...
ঘটনাটি চাঁচল 1 ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর গ্রামের ৷ এই গ্রামে রয়েছে ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয় ৷ স্কুলে যেতে গেলে ওই পুকুরপাড় ধরেই যেতে হবে ৷ তাই স্কুলের শ'দেড়েক পড়ুয়া সেই পথ দিয়েই যায় স্কুলে ৷ ওই পথ ধরে পুষ্টি অন্বেষণে যায় শিশু ও প্রসূতিরাও ৷ বর্ষার সময় সেই রাস্তা হয়ে ওঠে আরও বিপজ্জনক ৷ এর আগে বেশ কয়েকজন পড়ুয়া পা হড়কে পুকুরে পড়েও গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ চলতি বর্ষায় পুকুরপাড়ের বেশ কিছু অংশ আবার ধসে গিয়েছে ৷ তাই এখন স্কুলের শিক্ষকরাই পড়ুয়াদের হাত ধরে পুকুরের ধার পার করিয়ে দেন ৷ স্কুলের শিক্ষক বামনদেব রায় বলেন, "স্কুলে সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে ৷ 3 বছরের বাচ্চারাও সেখানে আসে ৷ 2009 সাল থেকে পুকুর পাড়ের রাস্তাটি সংস্কার করার জন্য প্রশাসনের সব মহলে আবেদন জানিয়েছি ৷ কিন্তু রাস্তাটি ঠিক করার জন্য প্রশাসনের কোনও হেলদোল দেখতে পাইনি ৷ আমরা চাই, প্রশাসন দ্রুত রাস্তাটি ব্যবহারের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করুক ৷ রাস্তাটি ঢালাই করা হোক ৷ স্কুলে আসার বিকল্প পথও তেমন নেই ৷ তাই স্কুলে যাতায়াতের জন্য রাস্তাটি গুরুত্বপূর্ণ ৷"
demand of repairing dangerous road
বিপজ্জনক রাস্তা, নেই সংস্কার
স্কুল যাতায়াতে পড়ুয়াদের সমস্যার কথা মেনে নিয়েছেন খরবা 1 প্রাথমিক স্কুল পরিদর্শক মাসুদ করিম আনসারি ৷ তিনি বলেন, সমস্যাটি দীর্ঘদিনের ৷ সমস্যা মেটাতে পঞ্চায়েত প্রশাসনকেই উদ্যোগী হতে হবে ৷ চাঁচল 1-এর বিডিও সমীরণ ভট্টাচার্য জানান, তিনি শুনেছেন, ওই পুকুরটি সরকারি ৷ পড়ুয়া এবং শিশু-প্রসূতিদের যাতায়াতের সমস্যার কথাও তাঁর কানে এসেছে ৷ তিনি এনিয়ে কলিগ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলবেন ৷ এই সমস্যা যাতে দ্রুত মেটানো যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷
Intro:মালদা, ২০ নভেম্বর : সরকারি পুকুরের পাশে হাত খানেক চওড়া হাঁটার রাস্তা৷ সেই রাস্তাই চলাচলের ভরসা এলাকাবাসীর৷ পুকুরের একদিকে রয়েছে গ্রামের প্রাথমিক স্কুল৷ খুদে পড়ুয়াদেরও এই পথ ধরেই স্কুল যেতে হয়৷ শুধু তাই নয়, এই পথ ধরেই ওই স্কুলে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় খুদের দল৷ ফলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা৷ বিপদ থেকে বাঁচতে পড়ুয়াদের ওই পথ পার করিয়ে দেন স্কুলের শিক্ষকরা৷ সমস্যার কথা মেনে নিয়েছে সকলেই৷ কিন্তু কেন সেই রাস্তা ঠিকভাবে তৈরি করা হচ্ছে না, তা কারোর জানা নেই৷ যদিও রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন বিডিও৷Body:         ঘটনাটি চাঁচল ১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর গ্রামের৷ এই গ্রামে রয়েছে একটি প্রাথমিক স্কুল, ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয়৷ স্কুলে যেতে গেলে একটি সরকারি পুকুরপাড় ধরেই যেতে হবে৷ তাই স্কুলের শ'দেড়েক পড়ুয়া সেই পথ দিয়েই শিক্ষা নিতে যায়৷ ওই পথ ধরে পুষ্টি অণ্বেষণে যায় শিশু ও প্রসূতিরাও৷ বর্ষার সময় সেই রাস্তা হয়ে ওঠে বিপজ্জনক৷ এর আগে বেশ কয়েকজন পড়ুয়া পা হড়কে পুকুরে পড়ে গিয়েছে বলে জানাচ্ছে স্থানীয়রা৷ চলতি বর্ষায় পুকুরপাড়ের বেশ কিছু অংশ আবার ধসে গিয়েছে৷ তাই এখন স্কুলের শিক্ষকরাই পড়ুয়াদের হাত ধরে পুকুরের ধার পার করিয়ে দেন৷ স্কুলের শিক্ষক বামনদেব রায় বলেন, "স্কুলে সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে৷ ৩ বছরের বাচ্চারাও সেখানে আসে৷ ২০০৯ সাল থেকে পুকুর পাড়ের রাস্তাটি সংস্কার করার জন্য প্রশাসনের সব মহলে আবেদন জানিয়েছি৷ কিন্তু রাস্তাটি ঠিক করার জন্য প্রশাসনের কোনও হেলদোল দেখতে পাইনি৷ আমরা চাই, প্রশাসন দ্রুত রাস্তাটি ব্যবহারের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করুক৷ রাস্তাটি ঢালাই করা হোক৷ স্কুলে আসার বিকল্প পথও তেমন নেই৷ তাই স্কুলে যাতায়াতের জন্য রাস্তাটি গুরুত্বপূর্ণ৷"Conclusion:         স্কুল যাতায়াতে পড়ুয়াদের সমস্যার কথা মেনে নিয়েছেন খরবা ১ প্রাথমিক স্কুল পরিদর্শক মাসুদ করিম আনসারি৷ তিনি বলেন, সমস্যাটি দীর্ঘদিনের৷ সমস্যা মেটাতে পঞ্চায়েত প্রশাসনকেই উদ্যোগী হতে হবে৷ চাঁচল ১-এর বিডিও সমীরণ ভট্টাচার্য জানান, তিনি শুনেছেন, ওই পুকুরটি সরকারি৷ পড়ুয়া এবং শিশু-প্রসূতিদের যাতায়াতের সমস্যার কথাও তাঁর কানে এসেছে৷ তিনি এনিয়ে কলিগ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলবেন৷ এই সমস্যা যাতে দ্রুত মেটানো যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.