ETV Bharat / state

দুর্যোগে মহানন্দা ক্যানেলের বাঁধে ভাঙন, আশঙ্কায় 400 পরিবার - মহানন্দা ক্যানেল

নতুনটোলা গ্রামের অদূরে মহানন্দা ৷ সেখান থেকে একটি ক্যানেল এই গ্রামের ভিতর দিয়ে গিয়েছে ৷ কোনও কারণে মহানন্দায় জল বাড়লে অতিরিক্ত জল এই ক্যানেল দিয়ে বের হয় ৷

Cyclone Yaas breaks dam of Mahananda Canal in old malda
Cyclone Yaas breaks dam of Mahananda Canal in old malda
author img

By

Published : May 29, 2021, 9:28 PM IST

মালদা, 29 মে : এক দুর্যোগ গিয়েছে ৷ আরও এক দুর্যোগের দিন গুনছেন পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের নতুনটোলার বাসিন্দারা ৷ গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মহানন্দার ক্যানেলের বাঁধে দেখা দিয়েছে ভাঙন ৷ যে কোনও মুহূর্তে ক্যানেলে তলিয়ে যেতে পারে শ’চারেক বাড়ি ৷ আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন এলাকার মানুষজন ৷

নতুনটোলা গ্রামের অদূরে মহানন্দা ৷ সেখান থেকে একটি ক্যানেল এই গ্রামের ভিতর দিয়ে গিয়েছে ৷ কোনও কারণে মহানন্দায় জল বাড়লে অতিরিক্ত জল এই ক্যানেল দিয়ে বের হয় ৷ স্থানীয়রা ক্যানেলের নাম দিয়েছেন দাহুলা দাঁড়া ৷ যশের প্রভাবে একদিনের অতিভারী বৃষ্টিতে মহানন্দার জলস্তর প্রায় তিন মিটার বেড়ে গিয়েছে ৷ ফলে প্রবল বেগে এই ক্যানেল দিয়ে জল প্রবাহ শুরু হয়েছে ৷ তাতেই গতকাল ধসে গিয়েছে বাঁধের প্রায় 300 মিটার অংশ ৷ এতে ঘুম উড়েছে গ্রামবাসীদের ৷ কারণ ওই বাঁধের পাশে রয়েছে প্রায় 400টি বাড়ি ৷ ওয়াহেদুল ইসলাম নামে এক গ্রামবাসী বলেন, "বাঁধের ধারেই আমার বাড়ি ৷ বাড়ি থেকে পাঁচ মিটার দূরে ধস নেমেছে ৷ এখনও পাঁচ থেকে ছ’দিন এই দাঁড়া দিয়ে জল নামবে ৷ দাঁড়ার পাড় আগে বাঁধাই করা ছিল ৷ জলের তোড়ে সেসব কবেই ধুয়ে গিয়েছে ৷ এখন বাড়ি ধসে যাওয়ার আশঙ্কায় রাত জেগে কাটাচ্ছি ৷"

দুর্যোগে মহানন্দা ক্যানেলের বাঁধে ভাঙন

আরও পড়ুন : বিকল কোভিড চুল্লি, কোভিড দেহ সৎকারে কাঠই ভরসা বাঁকুড়ার

আজ ওই এলাকায় যান বিডিও ইরফান হাবিব ৷ পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, "প্রাকৃতিক দুর্যোগে মহানন্দার এই ক্যানেলটির একাংশে ধস নেমেছে ৷ আজ আমি বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেছি ৷ বিষয়টি আজই জেলাস্তরে জানাচ্ছি ৷ দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা করা হবে ৷"

মালদা, 29 মে : এক দুর্যোগ গিয়েছে ৷ আরও এক দুর্যোগের দিন গুনছেন পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের নতুনটোলার বাসিন্দারা ৷ গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মহানন্দার ক্যানেলের বাঁধে দেখা দিয়েছে ভাঙন ৷ যে কোনও মুহূর্তে ক্যানেলে তলিয়ে যেতে পারে শ’চারেক বাড়ি ৷ আতঙ্কে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন এলাকার মানুষজন ৷

নতুনটোলা গ্রামের অদূরে মহানন্দা ৷ সেখান থেকে একটি ক্যানেল এই গ্রামের ভিতর দিয়ে গিয়েছে ৷ কোনও কারণে মহানন্দায় জল বাড়লে অতিরিক্ত জল এই ক্যানেল দিয়ে বের হয় ৷ স্থানীয়রা ক্যানেলের নাম দিয়েছেন দাহুলা দাঁড়া ৷ যশের প্রভাবে একদিনের অতিভারী বৃষ্টিতে মহানন্দার জলস্তর প্রায় তিন মিটার বেড়ে গিয়েছে ৷ ফলে প্রবল বেগে এই ক্যানেল দিয়ে জল প্রবাহ শুরু হয়েছে ৷ তাতেই গতকাল ধসে গিয়েছে বাঁধের প্রায় 300 মিটার অংশ ৷ এতে ঘুম উড়েছে গ্রামবাসীদের ৷ কারণ ওই বাঁধের পাশে রয়েছে প্রায় 400টি বাড়ি ৷ ওয়াহেদুল ইসলাম নামে এক গ্রামবাসী বলেন, "বাঁধের ধারেই আমার বাড়ি ৷ বাড়ি থেকে পাঁচ মিটার দূরে ধস নেমেছে ৷ এখনও পাঁচ থেকে ছ’দিন এই দাঁড়া দিয়ে জল নামবে ৷ দাঁড়ার পাড় আগে বাঁধাই করা ছিল ৷ জলের তোড়ে সেসব কবেই ধুয়ে গিয়েছে ৷ এখন বাড়ি ধসে যাওয়ার আশঙ্কায় রাত জেগে কাটাচ্ছি ৷"

দুর্যোগে মহানন্দা ক্যানেলের বাঁধে ভাঙন

আরও পড়ুন : বিকল কোভিড চুল্লি, কোভিড দেহ সৎকারে কাঠই ভরসা বাঁকুড়ার

আজ ওই এলাকায় যান বিডিও ইরফান হাবিব ৷ পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, "প্রাকৃতিক দুর্যোগে মহানন্দার এই ক্যানেলটির একাংশে ধস নেমেছে ৷ আজ আমি বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেছি ৷ বিষয়টি আজই জেলাস্তরে জানাচ্ছি ৷ দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.