ETV Bharat / state

Bomb Recover: নির্বাচনী আবহে উদ্ধার 40টি কৌটো বোমা, রতুয়ায় চাঞ্চল্য

তৃণমূলের প্রার্থীর বাড়ির পিছন থেকে 40টি তাজা বোমা উদ্ধার ৷ বাজেয়াপ্ত বোমা তৈরির সামগ্রীও ৷ বোম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেছে ৷ মালদার রতুয়া এক নম্বর ব্লকের চাঁদমনি দু’ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুপুর গ্রামের ঘটনা ৷

author img

By

Published : Jun 22, 2023, 5:50 PM IST

Etv Bharat
উদ্ধার 40টি কৌটো বোমা
পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় উদ্ধার 40টি কৌটো বোমা

মালদা, 22 জুন: তৃণমূল নেতার বাড়ির পিছনের ধানখেতের মধ্যে বাঁধা হচ্ছিল বোমা ৷ জড়ো হয়েছিল বেশ কিছু দুষ্কৃতী ৷ তা দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের একাংশের ৷ তাঁরা পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশবাহিনী ৷ রাতভর ঘটনাস্থলে পাহারা দেয় পুলিশ ৷ পুলিশ দেখেই পলাতক দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থল থেকে 40টি কৌটা ও বোমা তৈরির মশলা-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বম্ব স্কোয়াড ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রতুয়া ব্লকের চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুপুর গ্রামে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বুধবার রাতে কিছু গ্রামবাসীর নজরে আসে, রাতের অন্ধকারে ইব্রাহিমের বাড়ির 80 মিটার পিছনে ধানখেতে আলো জ্বলছে ৷ রাতে কে বা কারা সেখানে আলো জ্বালিয়ে রেখেছে, তা নিয়ে কৌতূহল ছড়ায় ৷ তখনই কয়েকজন গ্রামবাসীর নজরে আসে বোমা তৈরির বিষয়টি ৷ তারাই খবর দেন স্থানীয় সামসি পুলিশ ফাঁড়ি ও রতুয়া থানায় ৷ পুলিশ দেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ রাতভর সেখানে পাহারা দেন পুলিশকর্মীরা ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে বম্ব স্কোয়াড কর্মীরা এসে 40টি তাজা কৌটো বোমা উদ্ধার করে ৷ এর মধ্যে আটটি তৈরি হয়ে গিয়েছিল, বাকি 32টি বোমার কৌটো মোড়ার কাজ বাকি ছিল ৷ বম্ব স্কোয়াডের তরফে সেখানেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় ৷

ভোটের মরশুমে এলাকার বাতাসে মিশে থাকে বারুদের গন্ধ ৷ তা অস্বীকার করেন না এলাকার মানুষজনও ৷ এবারের নির্বাচনেও এই এলাকার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ৷ সেই উদ্বেগের প্রমাণ মিলেছে গতকাল রাতে ৷ এবার চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছেন শেখ ইব্রাহিম ৷ বোমা উদ্ধারের পর শেখ ইব্রাহিমের পুত্রবধূ শিউলি খাতুন বলেন, "জোট প্রার্থীর লোকজন এখন এলাকায় ঘোরাঘুরি করছে, ভোট চাইছে ৷ সেটা ওরা করতেই পারে ৷ আমরা বুঝতে পারিনি ওদের মনে অন্য কিছু আছে ৷ আমাদের ফাঁসাতে ওরাই খেতের মধ্যে বোমা রেখে পুলিশে খবর দেয় ৷ রাতে আমরা ঘুমিয়ে ছিলাম ৷ হঠাৎ পুলিশ আমাদের বাড়িতে এসে তল্লাশি চালাতে শুরু করে ৷ গোটা ঘরবাড়ির সঙ্গে রান্নার বাসনপত্র ও আধার কার্ড পরীক্ষা করে ৷ এরপর দীর্ঘক্ষণ তারা বাড়ির সামনের গলিতে দাঁড়িয়েছিল ৷ আসলে এবার আমার শ্বশুর শেখ ইব্রাহিম তৃণমূলের প্রার্থী হয়েছেন ৷ তাই তাঁকে বদনাম করতে, তাঁর জয় আটকাতে এসব করা হয়েছে ৷ তবে এখানে প্রতি পঞ্চায়েত ভোটেই গোলমাল হয় ৷"

এই এলাকার জেলা পরিষদ আসনের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মহম্মদ হেসামুদ্দিন ৷ তাঁর বক্তব্য, "পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই শাসকদলের লোকজন চাঁদমনির দুটি পঞ্চায়েত এলাকাকে সমাজবিরোধীদের আখড়া করে তুলেছে ৷ তার নমুনা আজ পাওয়া গেল ৷ এর পিছনে শাসকদলের উঁচু স্তরের নেতারা রয়েছেন ৷ এই এলাকার মানুষ গোলাবারুদের ভোট চায় না ৷ আর ওরা যদি অনেক উন্নয়নই করে থাকে, তাহলে ভোটে বোমা-বারুদের প্রয়োজন কী! এখানে বড় গুণ্ডারা ছোটদের প্রশিক্ষণও দিচ্ছে ৷ তবে এলাকার মানুষ এসব মেনে নেবে না ৷"

আরও পড়ুন: পঞ্চায়েতে বিকৃত মনোনয়ন নথি জমা নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

ওই এলাকার জেলা পরিষদ আসনের তৃণমূল প্রার্থী ফজলুল হক অবশ্য হেসামুদ্দিনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ ফোনে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের সঙ্গে চাঁদমনি এলাকাতেও যা উন্নয়ন করেছেন ৷ তাতে নির্বাচনে জিততে বোমা-গুলির প্রয়োজন পড়ে না ৷ মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে তৃণমূলকে ভোট দেবে বলে দাবি করেন তিনি ৷ আসলে বিরোধীদের পায়ের তলায় মাটিই নেই ৷ তাই তারা সন্ত্রাসের আবহ তৈরি করে নির্বাচনি বৈতরণী পেরোতে চাইছে ৷

পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় উদ্ধার 40টি কৌটো বোমা

মালদা, 22 জুন: তৃণমূল নেতার বাড়ির পিছনের ধানখেতের মধ্যে বাঁধা হচ্ছিল বোমা ৷ জড়ো হয়েছিল বেশ কিছু দুষ্কৃতী ৷ তা দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের একাংশের ৷ তাঁরা পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশবাহিনী ৷ রাতভর ঘটনাস্থলে পাহারা দেয় পুলিশ ৷ পুলিশ দেখেই পলাতক দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থল থেকে 40টি কৌটা ও বোমা তৈরির মশলা-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বম্ব স্কোয়াড ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রতুয়া ব্লকের চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালুপুর গ্রামে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বুধবার রাতে কিছু গ্রামবাসীর নজরে আসে, রাতের অন্ধকারে ইব্রাহিমের বাড়ির 80 মিটার পিছনে ধানখেতে আলো জ্বলছে ৷ রাতে কে বা কারা সেখানে আলো জ্বালিয়ে রেখেছে, তা নিয়ে কৌতূহল ছড়ায় ৷ তখনই কয়েকজন গ্রামবাসীর নজরে আসে বোমা তৈরির বিষয়টি ৷ তারাই খবর দেন স্থানীয় সামসি পুলিশ ফাঁড়ি ও রতুয়া থানায় ৷ পুলিশ দেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ রাতভর সেখানে পাহারা দেন পুলিশকর্মীরা ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে বম্ব স্কোয়াড কর্মীরা এসে 40টি তাজা কৌটো বোমা উদ্ধার করে ৷ এর মধ্যে আটটি তৈরি হয়ে গিয়েছিল, বাকি 32টি বোমার কৌটো মোড়ার কাজ বাকি ছিল ৷ বম্ব স্কোয়াডের তরফে সেখানেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় ৷

ভোটের মরশুমে এলাকার বাতাসে মিশে থাকে বারুদের গন্ধ ৷ তা অস্বীকার করেন না এলাকার মানুষজনও ৷ এবারের নির্বাচনেও এই এলাকার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ৷ সেই উদ্বেগের প্রমাণ মিলেছে গতকাল রাতে ৷ এবার চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী হয়েছেন শেখ ইব্রাহিম ৷ বোমা উদ্ধারের পর শেখ ইব্রাহিমের পুত্রবধূ শিউলি খাতুন বলেন, "জোট প্রার্থীর লোকজন এখন এলাকায় ঘোরাঘুরি করছে, ভোট চাইছে ৷ সেটা ওরা করতেই পারে ৷ আমরা বুঝতে পারিনি ওদের মনে অন্য কিছু আছে ৷ আমাদের ফাঁসাতে ওরাই খেতের মধ্যে বোমা রেখে পুলিশে খবর দেয় ৷ রাতে আমরা ঘুমিয়ে ছিলাম ৷ হঠাৎ পুলিশ আমাদের বাড়িতে এসে তল্লাশি চালাতে শুরু করে ৷ গোটা ঘরবাড়ির সঙ্গে রান্নার বাসনপত্র ও আধার কার্ড পরীক্ষা করে ৷ এরপর দীর্ঘক্ষণ তারা বাড়ির সামনের গলিতে দাঁড়িয়েছিল ৷ আসলে এবার আমার শ্বশুর শেখ ইব্রাহিম তৃণমূলের প্রার্থী হয়েছেন ৷ তাই তাঁকে বদনাম করতে, তাঁর জয় আটকাতে এসব করা হয়েছে ৷ তবে এখানে প্রতি পঞ্চায়েত ভোটেই গোলমাল হয় ৷"

এই এলাকার জেলা পরিষদ আসনের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মহম্মদ হেসামুদ্দিন ৷ তাঁর বক্তব্য, "পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই শাসকদলের লোকজন চাঁদমনির দুটি পঞ্চায়েত এলাকাকে সমাজবিরোধীদের আখড়া করে তুলেছে ৷ তার নমুনা আজ পাওয়া গেল ৷ এর পিছনে শাসকদলের উঁচু স্তরের নেতারা রয়েছেন ৷ এই এলাকার মানুষ গোলাবারুদের ভোট চায় না ৷ আর ওরা যদি অনেক উন্নয়নই করে থাকে, তাহলে ভোটে বোমা-বারুদের প্রয়োজন কী! এখানে বড় গুণ্ডারা ছোটদের প্রশিক্ষণও দিচ্ছে ৷ তবে এলাকার মানুষ এসব মেনে নেবে না ৷"

আরও পড়ুন: পঞ্চায়েতে বিকৃত মনোনয়ন নথি জমা নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

ওই এলাকার জেলা পরিষদ আসনের তৃণমূল প্রার্থী ফজলুল হক অবশ্য হেসামুদ্দিনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ ফোনে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের সঙ্গে চাঁদমনি এলাকাতেও যা উন্নয়ন করেছেন ৷ তাতে নির্বাচনে জিততে বোমা-গুলির প্রয়োজন পড়ে না ৷ মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে তৃণমূলকে ভোট দেবে বলে দাবি করেন তিনি ৷ আসলে বিরোধীদের পায়ের তলায় মাটিই নেই ৷ তাই তারা সন্ত্রাসের আবহ তৈরি করে নির্বাচনি বৈতরণী পেরোতে চাইছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.