ETV Bharat / state

Covid Norms Violation : মা কিচেনে খাবার কেনার লাইনে শিকেয় করোনাবিধি, অসহায় পৌরকর্মীরা - মা কিচেন

মালদার মঙ্গলবাড়িতে পৌরসভা পরিচালিত মা কিচেনে শিকেয় করোনাবিধি (Covid Norms Violation in Ma Kitchen) ৷ খাবার কেনার লাইনে মানা হচ্ছে না দূরত্ববিধি ৷ ক্রেতাদের অধিকাংশেরই মুখে থাকছে না মাস্ক ৷ পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে, তা মেনে নিয়েছেন মা কিচেনের দায়িত্বপ্রাপ্ত পৌরকর্মীরাও ৷

covid norms violation in ma kitchen of malda
Covid Norms Violation : মা কিচেনে খাবার কেনার লাইনে শিকেয় করোনাবিধি, অসহায় পৌরকর্মীরা
author img

By

Published : Jan 13, 2022, 6:33 PM IST

মালদা, 13 জানুয়ারি : মালদা জেলায় করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে (Covid surge in Malda) ৷ প্রায় প্রতিদিনই সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড ! বর্তমানে দৈনিক সংক্রমণ প্রায় 600 ৷ তবু হুঁশ নেই বহু মানুষের ৷ রাস্তাঘাট কিংবা বাজারহাট তো দূরের কথা, করোনাবিধি মানা হচ্ছে না খোদ পৌরসভা পরিচালিত মা কিচেনেও (Covid Norms Violation in Ma Kitchen) ! অথচ সেই পৌরসভার তরফেই করোনা মোকাবিলায় সরকারি সমস্ত নিয়মবিধি মেনে চলার জন্য প্রতিদিন প্রচার করা হচ্ছে ! বৃহস্পতিবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় মা কিচেনের নিয়মভঙ্গের ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷ পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে, তা মেনে নিয়েছেন মা কিচেনের দায়িত্বপ্রাপ্ত পৌরকর্মীরাও ৷

আরও পড়ুন : হেমতাবাদে শিশুদের জন্য শিক্ষাশিবির, শিকেয় করোনাবিধি

করোনাকালে গরিব মানুষের স্বার্থে জেলায় জেলায় মা কিচেন চালু করেছে রাজ্য সরকার ৷ এই কিচেনগুলিতে মাত্র 5 টাকাতেই পাওয়া যায় পেট ভরা খাবার ৷ গত 23 ডিসেম্বর পুরাতন মালদা পৌরসভার তরফেও এমন একটি মা কিচেন চালু করা হয় মঙ্গলবাড়ি এলাকায় ৷ প্রতিদিন সেখান থেকে বহু মানুষ খাবার কেনেন ৷ তাঁরা মূলত শ্রমিক শ্রেণির ৷ এদিনও এই কিচেনে পাঁচ টাকায় পেট ভরা ডিম-ভাত আর তরকারির ব্যবস্থা ছিল ৷ খাবার নিতে লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ ৷ কিন্তু সেই লাইন দেখে বোঝার উপায় নেই যে জেলায় করোনার এত বাড়বাড়ন্ত ! শারীরিক দূরত্ববিধি যেমন সেখানে ছিল না, তেমনই অধিকাংশ ক্রেতাই ছিলেন মাস্কহীন ৷ তবে, এনিয়ে প্রশ্ন করতেই অনেককে পকেট থেকে মাস্ক বের করে মুখে পরতে দেখা যায় ৷

আরও পড়ুন : Election Campaign at Bidhannagar : করোনাবিধি মেনে বিধাননগরে প্রচার সব্যসাচী-কৃষ্ণার

এদিন এই মা কিচেনের দায়িত্বে ছিলেন পুরাতন মালদা পৌরসভার কর্মী প্রেমতোষ ঘোষ ৷ তিনি সাফ জানিয়ে দেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ৷ ওই পৌরকর্মী বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে ও পুরাতন মালদা পৌরসভার পরিচালনায় এখানে মা কিচেন চলছে ৷ গরিব মানুষ মাত্র 5 টাকায় দুপুরে পেট ভরে ডিম-ভাত-তরকারি খেতে পাচ্ছেন ৷ করোনা আবহে আমরা বারবার সবাইকে বলছি, তাঁরা যেন মুখে মাস্ক পরেন এবং শারীরিক দূরত্ববিধি মেনে খাবার সংগ্রহের লাইনে দাঁড়ান ৷ কিন্তু কেউই আমাদের কথা শুনছে না ৷ কী করব, ভেবে পাচ্ছি না। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে ৷’’

মালদা, 13 জানুয়ারি : মালদা জেলায় করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে (Covid surge in Malda) ৷ প্রায় প্রতিদিনই সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড ! বর্তমানে দৈনিক সংক্রমণ প্রায় 600 ৷ তবু হুঁশ নেই বহু মানুষের ৷ রাস্তাঘাট কিংবা বাজারহাট তো দূরের কথা, করোনাবিধি মানা হচ্ছে না খোদ পৌরসভা পরিচালিত মা কিচেনেও (Covid Norms Violation in Ma Kitchen) ! অথচ সেই পৌরসভার তরফেই করোনা মোকাবিলায় সরকারি সমস্ত নিয়মবিধি মেনে চলার জন্য প্রতিদিন প্রচার করা হচ্ছে ! বৃহস্পতিবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় মা কিচেনের নিয়মভঙ্গের ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷ পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে, তা মেনে নিয়েছেন মা কিচেনের দায়িত্বপ্রাপ্ত পৌরকর্মীরাও ৷

আরও পড়ুন : হেমতাবাদে শিশুদের জন্য শিক্ষাশিবির, শিকেয় করোনাবিধি

করোনাকালে গরিব মানুষের স্বার্থে জেলায় জেলায় মা কিচেন চালু করেছে রাজ্য সরকার ৷ এই কিচেনগুলিতে মাত্র 5 টাকাতেই পাওয়া যায় পেট ভরা খাবার ৷ গত 23 ডিসেম্বর পুরাতন মালদা পৌরসভার তরফেও এমন একটি মা কিচেন চালু করা হয় মঙ্গলবাড়ি এলাকায় ৷ প্রতিদিন সেখান থেকে বহু মানুষ খাবার কেনেন ৷ তাঁরা মূলত শ্রমিক শ্রেণির ৷ এদিনও এই কিচেনে পাঁচ টাকায় পেট ভরা ডিম-ভাত আর তরকারির ব্যবস্থা ছিল ৷ খাবার নিতে লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ ৷ কিন্তু সেই লাইন দেখে বোঝার উপায় নেই যে জেলায় করোনার এত বাড়বাড়ন্ত ! শারীরিক দূরত্ববিধি যেমন সেখানে ছিল না, তেমনই অধিকাংশ ক্রেতাই ছিলেন মাস্কহীন ৷ তবে, এনিয়ে প্রশ্ন করতেই অনেককে পকেট থেকে মাস্ক বের করে মুখে পরতে দেখা যায় ৷

আরও পড়ুন : Election Campaign at Bidhannagar : করোনাবিধি মেনে বিধাননগরে প্রচার সব্যসাচী-কৃষ্ণার

এদিন এই মা কিচেনের দায়িত্বে ছিলেন পুরাতন মালদা পৌরসভার কর্মী প্রেমতোষ ঘোষ ৷ তিনি সাফ জানিয়ে দেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ৷ ওই পৌরকর্মী বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে ও পুরাতন মালদা পৌরসভার পরিচালনায় এখানে মা কিচেন চলছে ৷ গরিব মানুষ মাত্র 5 টাকায় দুপুরে পেট ভরে ডিম-ভাত-তরকারি খেতে পাচ্ছেন ৷ করোনা আবহে আমরা বারবার সবাইকে বলছি, তাঁরা যেন মুখে মাস্ক পরেন এবং শারীরিক দূরত্ববিধি মেনে খাবার সংগ্রহের লাইনে দাঁড়ান ৷ কিন্তু কেউই আমাদের কথা শুনছে না ৷ কী করব, ভেবে পাচ্ছি না। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.