ETV Bharat / state

বিয়ে মেনে নেয়নি পরিবার, আত্মহত্যা দম্পতির

মাস ছয়েক আগে প্রেম করে বাড়ির অমতে বিয়ে করেছিল । কিন্তু কোনও বাড়ির লোকই এই বিয়ে মেনে নেয়নি । তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ওরা । এরপরই দু'জনে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 11, 2019, 7:15 AM IST

মালদা, 11 মে : ভালোবেসে বিয়ে করেছিল । সেই বিয়ে মেনে নিতে পারেনি পরিবারের লোকজন । এনিয়ে বাড়ির লোকজনের সঙ্গে বিবাদ চলছিল নবদম্পতির । অশান্তি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত দুজনেই গায়ে আগুন লাগিয়ে দেয় । আশঙ্কাজনক অবস্থায় যুবককে মালদা শহরের একটি নার্সিংহোমে ও তার স্ত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । মঙ্গলবার মৃত্যু হয় যুবকের । গতকাল মারা যায় তার স্ত্রী । ঘটনাটি বামনগোলা থানার মোদিপুকুর গ্রামের ।

মৃত যুবতির নাম জয়া মাহালি (19) । তার স্বামী ছবি মাহাত (24) । দু'জনেরই বাড়ি বামনগোলা থানার ডাকাতপুকুর গ্রামে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছবি ও জয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল । তবে তাদের ভালোবাসা মেনে নিতে পারেনি দুই বাড়ির লোকজন । মাস ছয়েক আগে পরিবারের অমতেই বিয়ে করেন তারা । যদিও জয়াকে বাড়িতে উঠতে দেয়নি ছবির বাড়ির লোকজন । তাই স্ত্রীকে নিয়ে ছবি মোদিপুকুর গ্রামে ভাড়া বাড়িতে বসবাস শুরু করে । এরপরও দুই পরিবার তাদের বিভিন্নভাবে উত্যক্ত করত বলে অভিযোগ । অবশেষে মানসিক অবসাদে গত সোমবার তাঁরা দু'জনেই একসঙ্গে গায়ে আগুন দেয় । এলাকার লোকজন আশঙ্কাজনক অবস্থায় ছবিকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করে । জয়াকে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । গত মঙ্গলবার মৃত্যু হয় ছবির । গতকাল মারা যায় জয়াও ।

জয়ার এক আত্মীয় সুফিয়া মাহালি বলেন, "মাস ছয়েক আগে ওরা প্রেম করে বাড়ির অমতে বিয়ে করেছিল । কিন্তু কোনও বাড়ির লোকজনই তাদের বিয়ে মেনে নেয়নি । তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ওরা । এরপরই দু'জনে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ।" বামনগোলা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি । তবে মোদিপুকুর গ্রামে দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে । দুটি ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।

মালদা, 11 মে : ভালোবেসে বিয়ে করেছিল । সেই বিয়ে মেনে নিতে পারেনি পরিবারের লোকজন । এনিয়ে বাড়ির লোকজনের সঙ্গে বিবাদ চলছিল নবদম্পতির । অশান্তি সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত দুজনেই গায়ে আগুন লাগিয়ে দেয় । আশঙ্কাজনক অবস্থায় যুবককে মালদা শহরের একটি নার্সিংহোমে ও তার স্ত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । মঙ্গলবার মৃত্যু হয় যুবকের । গতকাল মারা যায় তার স্ত্রী । ঘটনাটি বামনগোলা থানার মোদিপুকুর গ্রামের ।

মৃত যুবতির নাম জয়া মাহালি (19) । তার স্বামী ছবি মাহাত (24) । দু'জনেরই বাড়ি বামনগোলা থানার ডাকাতপুকুর গ্রামে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছবি ও জয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল । তবে তাদের ভালোবাসা মেনে নিতে পারেনি দুই বাড়ির লোকজন । মাস ছয়েক আগে পরিবারের অমতেই বিয়ে করেন তারা । যদিও জয়াকে বাড়িতে উঠতে দেয়নি ছবির বাড়ির লোকজন । তাই স্ত্রীকে নিয়ে ছবি মোদিপুকুর গ্রামে ভাড়া বাড়িতে বসবাস শুরু করে । এরপরও দুই পরিবার তাদের বিভিন্নভাবে উত্যক্ত করত বলে অভিযোগ । অবশেষে মানসিক অবসাদে গত সোমবার তাঁরা দু'জনেই একসঙ্গে গায়ে আগুন দেয় । এলাকার লোকজন আশঙ্কাজনক অবস্থায় ছবিকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করে । জয়াকে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । গত মঙ্গলবার মৃত্যু হয় ছবির । গতকাল মারা যায় জয়াও ।

জয়ার এক আত্মীয় সুফিয়া মাহালি বলেন, "মাস ছয়েক আগে ওরা প্রেম করে বাড়ির অমতে বিয়ে করেছিল । কিন্তু কোনও বাড়ির লোকজনই তাদের বিয়ে মেনে নেয়নি । তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ওরা । এরপরই দু'জনে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ।" বামনগোলা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি । তবে মোদিপুকুর গ্রামে দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে । দুটি ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ।

Intro:মালদা, ৭ মেঃ গোপনসূত্রে খবর পেয়ে চার পাচারকারী সহ ২৪৯টি বিদেশি মদের বোতল আটক করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷ ধৃতদের এদিন ৫ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা হয়েছে৷Body:গোপনসূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বারদুয়ারি এলাকায় হানা দেয়৷ সন্দেনজনক চার আরোহীকে তিনটি মোটরবাইক সহ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালানো হয়৷ তাদের হেপাজত থেকে ২৪৯টি বিদেশি মদের বোতল উদ্ধার হয়৷ সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হয়৷ ধৃতদের নাম হংসরাজ মণ্ডল (৩৬), দিপু মহলদার (৩১), বিকাশ মাঝি (১৯) ও সুন্দর মাঝি৷ হংসরাজ মণ্ডলের বাড়ি রতুয়ার মহানন্দাটোলায়৷ বাকি তিন ধৃতের বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলতনগরে৷ পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছে, বিহারে মদ নিষিদ্ধ৷ তারা মদের বোতলগুলি বিহারে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল৷Conclusion:ধৃত চারজনকে ৫ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.