ETV Bharat / state

মালদায় যুবক-যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার , তদন্তে পুলিশ - Couple deadbody recovered in Malda

মৃত যুবকের নাম বিষ্ণু সিংহ ৷ বাড়ি বিহারের আজমনগর থানা এলাকায় ৷ যুবতির নাম শ্যামলি সিংহ ৷ সে নসরপুর গ্রামের বাসিন্দা ৷

Couple deadbody recovered in Malda
মালদায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার , তদন্তে পুলিশ
author img

By

Published : Dec 18, 2020, 2:45 PM IST

Updated : Dec 18, 2020, 2:55 PM IST

মালদা, 18 ডিসেম্বর : 15 দিনের ব্যবধানে ফের হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবক-যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার ৷ ওই গ্রাম পঞ্চায়েতের নসরপুরের পর এবার গৌরিপুর গ্রামে ভুট্টার খেতের ধারে একটি গাছ থেকে গতকাল ঝুলন্ত দুটি দেহ উদ্ধার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷

মৃত যুবকের নাম বিষ্ণু সিংহ ৷ বাড়ি বিহারের আজমনগর থানা এলাকায় ৷ যুবতির নাম শ্যামলি সিংহ ৷ সে নসরপুর গ্রামের বাসিন্দা ৷ আজ সকালে এলাকার মানুষজন একটি ভুট্টা খেতের ধারে থাকা গাছে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ মৃত দু’জন সম্পর্কে আত্মীয় ৷ খবর পেয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশের প্রাথমিকভাবে অনুমান, প্রেমঘটিত কারণেই এই আত্মহত্যা ৷

জানা গেছে, দিদির বাড়িতে পুজো উপলক্ষ্যে দিন দশেক আগে শ্যামলি গৌরিপুর গ্রামে আসে ৷ গতকাল সন্ধেয় শৌচাগারে গিয়ে সে আর ফেরেনি ৷ দিদি গীতা সিংহ বলেন, " গ্রামপুজোর অনুষ্ঠানে 10 দিন আগে বোন আমার বাড়িতে এসেছিল ৷ গতকাল সন্ধে 7 টা নাগাদ সে শৌচাগারে যায় ৷ 10 মিনিট পেরিয়ে গেলেও বাথরুম থেকে না আসায় আমি সেখানে যাই ৷ দেখি, বাথরুম খোলা ৷ তা দেখেই বাবা আর দাদাকে ডেকে আনি ৷ রাতভর তার খোঁজাখুঁজি চলে ৷ কিন্তু তার সন্ধান মেলেনি ৷ যে ছেলেটির সঙ্গে তার দেহ পাওয়া গিয়েছে, তাকে আমি ঠিক চিনি না ৷ তবে জানি, সে আমাদের আত্মীয় হয় ৷ তার বাড়ি বিহারের আজমনগরে ৷ বোনের সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল কি না তাও আমার জানা নেই ৷ "

আরও পড়ুন : শুভেন্দুকে জেড ক্যাটেগরির নিরাপত্তা কেন্দ্রের

অন্যদিকে বিষ্ণুর জামাইবাবু সুন্দর সিংহ বলেন, " মৃত যুবক আমার শ্যালক ৷ যুবতি সম্পর্কে আমার বোন ৷ ওদের মধ্যে প্রেমঘটিত কোনও সম্পর্ক ছিল না ৷ কেন তারা এভাবে আত্মহত্যা করল, তাও জানি না ৷ বিষ্ণু আগে একটি গ্যারেজে কাজ করত ৷ সম্প্রতি বাইরে কাজ করছিল ৷ ক’দিন আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিল৷ খবর পেয়ে আজ আমি এখানে এসেছি ৷" হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ এখনও পর্যন্ত এনিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি ৷ দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থল থেকে কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে ৷ সব কিছু খতিয়ে দেখা হচ্ছে ৷

মালদা, 18 ডিসেম্বর : 15 দিনের ব্যবধানে ফের হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবক-যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার ৷ ওই গ্রাম পঞ্চায়েতের নসরপুরের পর এবার গৌরিপুর গ্রামে ভুট্টার খেতের ধারে একটি গাছ থেকে গতকাল ঝুলন্ত দুটি দেহ উদ্ধার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷

মৃত যুবকের নাম বিষ্ণু সিংহ ৷ বাড়ি বিহারের আজমনগর থানা এলাকায় ৷ যুবতির নাম শ্যামলি সিংহ ৷ সে নসরপুর গ্রামের বাসিন্দা ৷ আজ সকালে এলাকার মানুষজন একটি ভুট্টা খেতের ধারে থাকা গাছে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ মৃত দু’জন সম্পর্কে আত্মীয় ৷ খবর পেয়ে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ পুলিশের প্রাথমিকভাবে অনুমান, প্রেমঘটিত কারণেই এই আত্মহত্যা ৷

জানা গেছে, দিদির বাড়িতে পুজো উপলক্ষ্যে দিন দশেক আগে শ্যামলি গৌরিপুর গ্রামে আসে ৷ গতকাল সন্ধেয় শৌচাগারে গিয়ে সে আর ফেরেনি ৷ দিদি গীতা সিংহ বলেন, " গ্রামপুজোর অনুষ্ঠানে 10 দিন আগে বোন আমার বাড়িতে এসেছিল ৷ গতকাল সন্ধে 7 টা নাগাদ সে শৌচাগারে যায় ৷ 10 মিনিট পেরিয়ে গেলেও বাথরুম থেকে না আসায় আমি সেখানে যাই ৷ দেখি, বাথরুম খোলা ৷ তা দেখেই বাবা আর দাদাকে ডেকে আনি ৷ রাতভর তার খোঁজাখুঁজি চলে ৷ কিন্তু তার সন্ধান মেলেনি ৷ যে ছেলেটির সঙ্গে তার দেহ পাওয়া গিয়েছে, তাকে আমি ঠিক চিনি না ৷ তবে জানি, সে আমাদের আত্মীয় হয় ৷ তার বাড়ি বিহারের আজমনগরে ৷ বোনের সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল কি না তাও আমার জানা নেই ৷ "

আরও পড়ুন : শুভেন্দুকে জেড ক্যাটেগরির নিরাপত্তা কেন্দ্রের

অন্যদিকে বিষ্ণুর জামাইবাবু সুন্দর সিংহ বলেন, " মৃত যুবক আমার শ্যালক ৷ যুবতি সম্পর্কে আমার বোন ৷ ওদের মধ্যে প্রেমঘটিত কোনও সম্পর্ক ছিল না ৷ কেন তারা এভাবে আত্মহত্যা করল, তাও জানি না ৷ বিষ্ণু আগে একটি গ্যারেজে কাজ করত ৷ সম্প্রতি বাইরে কাজ করছিল ৷ ক’দিন আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছিল৷ খবর পেয়ে আজ আমি এখানে এসেছি ৷" হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ এখনও পর্যন্ত এনিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি ৷ দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থল থেকে কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে ৷ সব কিছু খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Dec 18, 2020, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.