ETV Bharat / state

Heroin Recovered From Malda : 12 কোটি টাকার হেরোইন-সহ মালদায় ধৃত লালগোলার দম্পতি - Heroin Recovered From Malda

ধৃত দম্পতি মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা বলে খবর ৷ তদন্ত শুরু করেছে পুলিশ (Police investigation has started)

Heroin Recovery in malda
১২ কোটি টাকার হেরোইন-সহ মালদায় ধৃত দম্পতি
author img

By

Published : Apr 7, 2022, 9:24 AM IST

Updated : Apr 7, 2022, 10:19 AM IST

মালদা, 7 এপ্রিল : আড়াই কিলো হেরোইন-সহ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে এক দম্পতি (Heroin Recovered From Malda) ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা টাউন স্টেশন থেকে এই দম্পতিকে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য প্রায় 12 কোটি টাকা বলে জানিয়েছে এসটিএফ । ধৃতদের নাম, গোলাম মোস্তাফা (27) এবং রিয়া শাফিন (20) । ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইংরেজবাজার থানায় ৷

দীর্ঘদিন ধরেই মালদা মাদক পাচারের করিডর হিসাবে কুখ্যাত । জেলার ভৌগলিক অবস্থানের জন্যই মালদা মাদক পাচারকারীদের নজরে থাকে । উত্তর-পূর্ব ভারত থেকে নিয়ে আসা মাদক এই জেলা দিয়েই দেশের বিভিন্ন জায়গা, এমনকি বাংলাদেশেও সরবরাহ করা হয় । শুধু তাই নয়, এর আগে একাধিক সময় এই জেলায় মাদক তৈরির কারখানার হদিশ মিলেছে । তবে পুলিশি নজরদারিতে সাম্প্রতিক সময়ে মাদক কারবারীরা নিজেদের গুটিয়ে নিয়েছিল । এরই মধ্যে বুধবার রাতে ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধারের এই ঘটনা নিশ্চিতভাবে পুলিশের চিন্তা বাড়বে।

আরও পড়ুন : গ্রুপ ডি মামলায় এসএসসি'র আধিকারিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মুর্শিদাবাদের লালগোলার এই দম্পতি উত্তর-পূর্ব ভারত থেকে আড়াই কিলো হেরোইন নিয়ে মালদা স্টেশনে ট্রেন থেকে নামে । এই খবর আগে থেকেই ছিল এসটিএফের কাছে । সেই মতো আগে থেকেই স্টেশনে জাল পাতা ছিল পুলিশের । ওই দম্পতি ট্রেন থেকে নামতেই তাদের আটক করা হয় । তাদের সঙ্গে থাকা একটি মিউজিক সিস্টেমের মধ্যে প্লাস্টিকের প্যাকেটে হেরোইন লুকানো ছিল । এরপরেই ওই দম্পতিকে গ্রেফতার করা হয় ।

মালদা, 7 এপ্রিল : আড়াই কিলো হেরোইন-সহ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে এক দম্পতি (Heroin Recovered From Malda) ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদা টাউন স্টেশন থেকে এই দম্পতিকে গ্রেফতার করা হয় ৷ উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য প্রায় 12 কোটি টাকা বলে জানিয়েছে এসটিএফ । ধৃতদের নাম, গোলাম মোস্তাফা (27) এবং রিয়া শাফিন (20) । ধৃতদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইংরেজবাজার থানায় ৷

দীর্ঘদিন ধরেই মালদা মাদক পাচারের করিডর হিসাবে কুখ্যাত । জেলার ভৌগলিক অবস্থানের জন্যই মালদা মাদক পাচারকারীদের নজরে থাকে । উত্তর-পূর্ব ভারত থেকে নিয়ে আসা মাদক এই জেলা দিয়েই দেশের বিভিন্ন জায়গা, এমনকি বাংলাদেশেও সরবরাহ করা হয় । শুধু তাই নয়, এর আগে একাধিক সময় এই জেলায় মাদক তৈরির কারখানার হদিশ মিলেছে । তবে পুলিশি নজরদারিতে সাম্প্রতিক সময়ে মাদক কারবারীরা নিজেদের গুটিয়ে নিয়েছিল । এরই মধ্যে বুধবার রাতে ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধারের এই ঘটনা নিশ্চিতভাবে পুলিশের চিন্তা বাড়বে।

আরও পড়ুন : গ্রুপ ডি মামলায় এসএসসি'র আধিকারিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মুর্শিদাবাদের লালগোলার এই দম্পতি উত্তর-পূর্ব ভারত থেকে আড়াই কিলো হেরোইন নিয়ে মালদা স্টেশনে ট্রেন থেকে নামে । এই খবর আগে থেকেই ছিল এসটিএফের কাছে । সেই মতো আগে থেকেই স্টেশনে জাল পাতা ছিল পুলিশের । ওই দম্পতি ট্রেন থেকে নামতেই তাদের আটক করা হয় । তাদের সঙ্গে থাকা একটি মিউজিক সিস্টেমের মধ্যে প্লাস্টিকের প্যাকেটে হেরোইন লুকানো ছিল । এরপরেই ওই দম্পতিকে গ্রেফতার করা হয় ।

Last Updated : Apr 7, 2022, 10:19 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.