ETV Bharat / state

Corruption in Civic Volunteer Recruitment : টাকার বিনিময়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগে প্রতারণা, গ্রেফতার 1 - undefined

সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ (Corruption in Civic Volunteer Recruitment in Malda) ৷ গ্রেফতার এক যুবক ৷ মালদার ঘটনায় সুমন গুপ্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷

Corruption in Civic Volunteer Recruitment in Malda
Corruption in Civic Volunteer Recruitment in Malda
author img

By

Published : Apr 5, 2022, 5:39 PM IST

মালদা, 5 এপ্রিল : এবার সিভিক ভলান্টিয়ার নিয়োগেও জালিয়াত চক্রের হদিস পাওয়া গেল ৷ টাকার বিনিময়ে সিভিকের চাকরি করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মালদা থানার পুলিশ (Corruption in Civic Volunteer Recruitment in Malda) ৷ ধৃতের নাম সুমন গুপ্ত। বয়স 31 বছর ৷ পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিয়ো নিয়েই যাবতীয় ঘটনার সূত্রপাত ৷ সেই অডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি ইটিভি ভারত ৷

জানা গিয়েছে, অডিয়োটি মালদা থানার পুলিশের হাতে পৌঁছলে তদন্ত শুরু হয় ৷ সেখানে শোনা যায়, কেউ একজন টাকার বিনিময়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগের কথা বলছেন ৷ এর পরেই সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ ৷ গতকাল রাতে এলাকার মঙ্গলবাড়ি সংলগ্ন শিবরাম পল্লি এলাকা থেকে সুমন গুপ্তকে গ্রেফতার করা হয় ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ যদিও সুমনের দাবি, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন ৷ শিলিগুড়ির জয়ন্ত প্রামাণিক নামে একজনের পোস্ট করা তথ্য তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷

আরও পড়ুন : SSC Group D Recruitment Case : আজ দুপুরেই সিবিআই দফতরে শান্তিপ্রসাদ সিনহাকে জেরার নির্দেশ হাইকোর্টের

পুরাতন মালদার সাহাপুর এলাকায় সুমন গুপ্তর একটি এডুকেশন ইন্সটিটিউট রয়েছে ৷ অভিযোগ, সেখান থেকে তিনি বিভিন্ন ধরনের কাজের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছিলেন ৷ সম্প্রতি সুমন গুপ্ত রাজ্যের বিভিন্ন জেলায় সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিষয়ে প্রচার করেন ৷ তার ভিত্তিতে সুমনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করেছে পুলিশ ৷ তাঁকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ ৷ মালদা থানার আইসি হীরক বিশ্বাস বলেন, “সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রতারণাচক্রে জড়িত থাকার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷”

মালদা, 5 এপ্রিল : এবার সিভিক ভলান্টিয়ার নিয়োগেও জালিয়াত চক্রের হদিস পাওয়া গেল ৷ টাকার বিনিময়ে সিভিকের চাকরি করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মালদা থানার পুলিশ (Corruption in Civic Volunteer Recruitment in Malda) ৷ ধৃতের নাম সুমন গুপ্ত। বয়স 31 বছর ৷ পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিয়ো নিয়েই যাবতীয় ঘটনার সূত্রপাত ৷ সেই অডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি ইটিভি ভারত ৷

জানা গিয়েছে, অডিয়োটি মালদা থানার পুলিশের হাতে পৌঁছলে তদন্ত শুরু হয় ৷ সেখানে শোনা যায়, কেউ একজন টাকার বিনিময়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগের কথা বলছেন ৷ এর পরেই সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ ৷ গতকাল রাতে এলাকার মঙ্গলবাড়ি সংলগ্ন শিবরাম পল্লি এলাকা থেকে সুমন গুপ্তকে গ্রেফতার করা হয় ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ যদিও সুমনের দাবি, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন ৷ শিলিগুড়ির জয়ন্ত প্রামাণিক নামে একজনের পোস্ট করা তথ্য তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷

আরও পড়ুন : SSC Group D Recruitment Case : আজ দুপুরেই সিবিআই দফতরে শান্তিপ্রসাদ সিনহাকে জেরার নির্দেশ হাইকোর্টের

পুরাতন মালদার সাহাপুর এলাকায় সুমন গুপ্তর একটি এডুকেশন ইন্সটিটিউট রয়েছে ৷ অভিযোগ, সেখান থেকে তিনি বিভিন্ন ধরনের কাজের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছিলেন ৷ সম্প্রতি সুমন গুপ্ত রাজ্যের বিভিন্ন জেলায় সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিষয়ে প্রচার করেন ৷ তার ভিত্তিতে সুমনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করেছে পুলিশ ৷ তাঁকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ ৷ মালদা থানার আইসি হীরক বিশ্বাস বলেন, “সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রতারণাচক্রে জড়িত থাকার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে ৷”

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.