মালদা, 27 জুন: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে আরও একটি মামলা দায়ের হতে যাচ্ছে ৷ হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে কংগ্রেসকে সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷ মঙ্গলবারই সেই মামলা দায়ের করা হবে বলে জেলা কংগ্রেস সূত্রে খবর ৷ তবে কংগ্রেসের এই মামলাকে কটাক্ষ করলেও শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে আদালতের রায়কে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল ৷
কংগ্রেসের অভিযোগ, মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতে তাদের প্রার্থীদের হুমকি, শাসানি দিচ্ছে তৃণমূল ৷ এর আগে 17 জুন মাঝরাতে পুলিশি মদতে ওই গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামের বাসিন্দা, দুই প্রার্থী তাবজুল শেখ ও সালমা জাহানকে অপহরণের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ যদিও এলাকাবাসীর বাধায় তাদের সেই চেষ্টা সফল হয়নি ৷ প্রার্থীদের অপহরণ করতে না পেরে দুষ্কৃতীরা সেদিন রাতে বালুটোলা গ্রামের সাতটি বাড়িতে ভাঙচুর চালায় ৷ সবকিছু হয় পুলিশের সামনেই বলে অভিযোগ ৷ পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং দলীয় প্রার্থীদের নিরাপত্তার দাবিতে 19 জুন মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা ৷ প্রার্থীদের নিরাপত্তার দাবিতে সেদিন মানিকচক থানার পুলিশকে ডেপুটেশনও দেওয়া হয় ৷
জেলা কংগ্রেসের সহ-সভাপতি ইশা খান চৌধুরী জানান, গোপালপুর গ্রাম পঞ্চায়েতে এখন তৃণমূল বলে আর কিছু নে ই৷ ওই এলাকার তৃণমূলের নেতা-কর্মীদের সিংহভাগই কংগ্রেসে যোগ দিয়েছেন ৷ এতেই তীব্র গাত্রদাহ শাসকদলের ৷ ওরা এখন কংগ্রেসের প্রার্থীদের গৃহবন্দি করে রাখার চেষ্টা করছে ৷ প্রতি মুহূর্তে প্রাণনাশের হুমকি আসছে ৷ প্রচারে বেরোলে পরিবার-সহ প্রার্থীকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে ৷ তিনি বলেন, "এর আগেই কংগ্রেসের প্রার্থীদের নিরাপত্তার দাবিতে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয়েছিলাম ৷ কিন্তু দলদাস পুলিশ তৃণমূলের কথা ছাড়া কারও কথা শোনে না ৷ তাই প্রার্থীদের নিরাপত্তায় আমরা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলাম ৷ বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ আমাদের আর্জি মঞ্জুর করেছে ৷ আমাদের 17 জন প্রার্থীর নিরাপত্তার দাবিতে এই মামলা ৷"
আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে প্রার্থীদের অপহরণের চেষ্টার অভিযোগ, মানিকচক থানা ঘেরাও কংগ্রেসের
এ প্রসঙ্গে মানিকচকের বিধায়ক তথা তৃণমূলের জেলা নেত্রী সাবিত্রী মিত্রের বক্তব্য, "একসময় যারা আমাদের দলে থেকে দুষ্কর্মে জড়িয়েছিল, তাদের আমরা দল থেকে বহিষ্কার করেছি ৷ ওরাই এখন কংগ্রেসে যোগ দিয়েছে ৷ কংগ্রেস ভাবছে, এই দুষ্কৃতীদের কাজে লাগিয়ে তারা ভোটে জিতবে ৷ কিন্তু মানুষ তৃণমূলের পাশে রয়েছে ৷ ওই দুষ্কৃতীরাই গোপালপুরে নিজেদের মধ্যে ঝামেলায় ব্যস্ত ৷ ভোটে ফায়দা তুলতে কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এসব ঘটনায় তৃণমূলের নাম জড়াচ্ছে ৷ আমিও চাই, সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হোক ৷ মানুষ নির্বিঘ্নে তাদের অধিকার প্রয়োগ করুক ৷ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে হাইকোর্ট যা রায় দেবে, আমরা তাকে স্বাগত জানাব ৷"