ETV Bharat / state

Adhir Ranjan Chowdhury: মালদায় সভা করতে গিয়ে হারানো জমি উদ্ধারের কথা অধীরের মুখে

author img

By

Published : Nov 5, 2022, 8:44 PM IST

মালদা-মুর্শিদাবাদের হারানো জমি আমরা উদ্ধার করবই ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে মন্তব্য অধীরের (Adhir Ranjan Chowdhury) ৷

Congress Adhir Ranjan Chowdhury for meeting in Malda
Congress Adhir Ranjan Chowdhury for meeting in Malda

মালদা, 5 নভেম্বর: "মালদা-মুর্শিদাবাদে হারিয়ে যাওয়া জমি আমরা উদ্ধার করবই ৷" পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় (Malda) প্রথম জনসভা (Meeting) করতে এসে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ তিনি আজ বলেন, "পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস মোকাবিলায় আমরা তৈরি ৷ যুদ্ধ করব রাজ্যজুড়েই ৷"

দীর্ঘদিন পর নির্বাচনকে কেন্দ্র করে আবারও জেগে উঠেছে কোতওয়ালির খান চৌধুরীদের বাসভবন ৷ একসময় এই ভবন থেকেই রাজ্যের কংগ্রেস রাজনীতি পরিচালিত হত ৷ সময় বদলের সঙ্গে সেই ছবিটা অবশ্য পালটে গিয়েছে ৷ তবে এখনও রাজ্য কিংবা জাতীয় কংগ্রেস নেতৃত্ব জেলা সফরে এলে এই ভবনে একবার অবশ্যই যান ৷

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ফের সেই ভবনে বসেছে বৈঠক ৷ চলছে নির্বাচনী কৌশল তৈরি ৷ আগেই সেখানে চলে এসেছিলেন দলের রাজ্য পর্যবেক্ষক ড. এ চেল্লাকুমার ৷ দুপুরে ঢুকলেন অধীর ৷ প্রস্তুত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী ও ইশা খান চৌধুরী ৷ চারজন কিছুক্ষণের জন্য রুদ্ধদ্বার বৈঠকও করলেন ৷ খানিকটা যেন অনেকদিনের পুরোনো কিছু ছবির কোলাজ ৷

পঞ্চায়েত নির্বাচন নিয়ে অধীর বলেন, "ভোট হবে কি না জানি না ৷ তবে ভোট হলে লড়ব ৷ আমাদের লোকরা লড়বে ৷ মানুষ প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে ৷ গতবার আমাদের ভোট করতে দেওয়া হয়নি ৷ মালদা, মুর্শিদাবাদ কংগ্রেসের দখলে ছিল ৷ দুই জেলারই জেলা পরিষদ কংগ্রেসের ছিল ৷ এসব জোর করে কেড়ে নেওয়া হয়েছে ৷

মালদায় সভা করতে গিয়ে হারানো জমি উদ্ধারের কথা অধীরের মুখে

আরও পড়ুন: গঙ্গা না-বাঁধলে ভোট নয়, মন্ত্রীর সামনেই জানিয়ে দিলেন ভাঙন দুর্গতরা

তিনি আরও বলেন, "আমরা মালদা আর মুর্শিদাবাদকে উদ্ধার করতে নেমেছি ৷ গত পরশু মুর্শিদাবাদে বিশাল সভা করেছি ৷ আজ মালদায় সভা হবে ৷ এরপর রায়গঞ্জে সভা করব ৷ মানুষের ভালো সাড়া পাচ্ছি ৷ আমরা কংগ্রেসের পুরোনো জমি পুনরুদ্ধার করব ৷ তবে সরকারিভাবে এবার বামেদের সঙ্গে আমাদের কোনও জোট নেই ৷ আর মালদায় সভা করার জন্য রতুয়াকে সমর মুখোপাধ্যায়ের জন্য বেছে নিইনি আমরা ৷ এসব করে দলছুটদের সম্মান দিতে চাই না ৷ তবে ভোটে সন্ত্রাসের আশঙ্কা আছেই ৷ আর বিরোধীদের সুযোগ না দিতে রাজ্য সরকার খসড়া তালিকা প্রকাশ করেছে ৷ আমরা এর বিরুদ্ধেও লড়ব ৷"

মালদা, 5 নভেম্বর: "মালদা-মুর্শিদাবাদে হারিয়ে যাওয়া জমি আমরা উদ্ধার করবই ৷" পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় (Malda) প্রথম জনসভা (Meeting) করতে এসে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ তিনি আজ বলেন, "পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস মোকাবিলায় আমরা তৈরি ৷ যুদ্ধ করব রাজ্যজুড়েই ৷"

দীর্ঘদিন পর নির্বাচনকে কেন্দ্র করে আবারও জেগে উঠেছে কোতওয়ালির খান চৌধুরীদের বাসভবন ৷ একসময় এই ভবন থেকেই রাজ্যের কংগ্রেস রাজনীতি পরিচালিত হত ৷ সময় বদলের সঙ্গে সেই ছবিটা অবশ্য পালটে গিয়েছে ৷ তবে এখনও রাজ্য কিংবা জাতীয় কংগ্রেস নেতৃত্ব জেলা সফরে এলে এই ভবনে একবার অবশ্যই যান ৷

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ফের সেই ভবনে বসেছে বৈঠক ৷ চলছে নির্বাচনী কৌশল তৈরি ৷ আগেই সেখানে চলে এসেছিলেন দলের রাজ্য পর্যবেক্ষক ড. এ চেল্লাকুমার ৷ দুপুরে ঢুকলেন অধীর ৷ প্রস্তুত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী ও ইশা খান চৌধুরী ৷ চারজন কিছুক্ষণের জন্য রুদ্ধদ্বার বৈঠকও করলেন ৷ খানিকটা যেন অনেকদিনের পুরোনো কিছু ছবির কোলাজ ৷

পঞ্চায়েত নির্বাচন নিয়ে অধীর বলেন, "ভোট হবে কি না জানি না ৷ তবে ভোট হলে লড়ব ৷ আমাদের লোকরা লড়বে ৷ মানুষ প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে ৷ গতবার আমাদের ভোট করতে দেওয়া হয়নি ৷ মালদা, মুর্শিদাবাদ কংগ্রেসের দখলে ছিল ৷ দুই জেলারই জেলা পরিষদ কংগ্রেসের ছিল ৷ এসব জোর করে কেড়ে নেওয়া হয়েছে ৷

মালদায় সভা করতে গিয়ে হারানো জমি উদ্ধারের কথা অধীরের মুখে

আরও পড়ুন: গঙ্গা না-বাঁধলে ভোট নয়, মন্ত্রীর সামনেই জানিয়ে দিলেন ভাঙন দুর্গতরা

তিনি আরও বলেন, "আমরা মালদা আর মুর্শিদাবাদকে উদ্ধার করতে নেমেছি ৷ গত পরশু মুর্শিদাবাদে বিশাল সভা করেছি ৷ আজ মালদায় সভা হবে ৷ এরপর রায়গঞ্জে সভা করব ৷ মানুষের ভালো সাড়া পাচ্ছি ৷ আমরা কংগ্রেসের পুরোনো জমি পুনরুদ্ধার করব ৷ তবে সরকারিভাবে এবার বামেদের সঙ্গে আমাদের কোনও জোট নেই ৷ আর মালদায় সভা করার জন্য রতুয়াকে সমর মুখোপাধ্যায়ের জন্য বেছে নিইনি আমরা ৷ এসব করে দলছুটদের সম্মান দিতে চাই না ৷ তবে ভোটে সন্ত্রাসের আশঙ্কা আছেই ৷ আর বিরোধীদের সুযোগ না দিতে রাজ্য সরকার খসড়া তালিকা প্রকাশ করেছে ৷ আমরা এর বিরুদ্ধেও লড়ব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.