ETV Bharat / state

High Madrasah Election: হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা চাঁচলে

author img

By

Published : Sep 18, 2022, 9:50 PM IST

আজ চাঁচল নয়াটুলির মহানন্দাপুর হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন (High Madrasah Election) । যাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় ৷

Conflict over High Madrasah election in Malda
Conflict over High Madrasah election in Malda

মালদা, 18 সেপ্টেম্বর: হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন (High Madrasah Election) ঘিরে উত্তেজনা চাঁচলে । নির্বাচন চলাকালীন তৃণমূল কর্মীদের জমায়েতে বাধা দিলে পালটা তারা পুলিশের গায়ে হাত তোলে বলে অভিযোগ । পুলিশ নিরাপদ না-থাকলে বিরোধী প্রার্থীদের কী হতে পারে, তা নিয়ে চিন্তায় বিরোধী শিবির । সুষ্ঠভাবে নির্বাচন হচ্ছে বলেই বিরোধীরা ভোটে দাঁড়াতে পারছে, দাবি জেলা তৃণমূল সভাপতির ।

রবিবার চাঁচল নয়াটুলির মহানন্দাপুর হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে মাদ্রাসা চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছিল । অভিযোগ, নির্বাচন চলাকালীন বুথের 100 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকলেও তৃণমূলকর্মীরা সেখানে জমায়েত শুরু করে । পুলিশ তৃণমূলকর্মীদের সরাতে গেলে বচসা সৃষ্টি হয় । পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে তৃণমূলের কর্মীরা বলেও অভিযোগ উঠেছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু ও জেলা পরিষদের সভাধিপতি। নামানো হয় ব়্যাপিড অ্যাকশন ফোর্স (ব়্যাফ) । তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও এলাকায় উত্তেজনা রয়েছে (Conflict over High Madrasah election in Malda) ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী । কংগ্রেসের চাঁচল-1 ব্লক সভাপতি আনজারুল হক বলেন, "তৃণমূলের আশ্রিত কিছু দুষ্কৃতী স্কুলের সামনে জমায়েত করে । এলাকায় 144 ধারা জারি থাকায় পুলিশ তাদের সরাতে যায় । সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের ওপর চড়াও হয় । যেখানে তৃণমূলের লোকজন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছে, পুলিশের গায়ে হাত দিচ্ছে সেখানে বিরোধী প্রতিদ্বন্দ্বীরা কীভাবে নিরাপদ থাকবে? আমরা প্রতিবাদের জন্য এখনও দাঁড়িয়ে রয়েছি ।"

হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের ধস্তাধস্তি

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে রহস্য, কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের আর্জি স্ত্রী'র

ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, "বিষয়টি আমার জানা নেই । এমন ঘটনা হওয়া উচিত নয় । বিষয়টি খোঁজ নিয়ে দেখছি । সবজায়গায় সুষ্ঠভাবে নির্বাচন হচ্ছে বলেই বিরোধীরা ভোটে দাঁড়াতে পারছে ।"

মালদা, 18 সেপ্টেম্বর: হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন (High Madrasah Election) ঘিরে উত্তেজনা চাঁচলে । নির্বাচন চলাকালীন তৃণমূল কর্মীদের জমায়েতে বাধা দিলে পালটা তারা পুলিশের গায়ে হাত তোলে বলে অভিযোগ । পুলিশ নিরাপদ না-থাকলে বিরোধী প্রার্থীদের কী হতে পারে, তা নিয়ে চিন্তায় বিরোধী শিবির । সুষ্ঠভাবে নির্বাচন হচ্ছে বলেই বিরোধীরা ভোটে দাঁড়াতে পারছে, দাবি জেলা তৃণমূল সভাপতির ।

রবিবার চাঁচল নয়াটুলির মহানন্দাপুর হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে মাদ্রাসা চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছিল । অভিযোগ, নির্বাচন চলাকালীন বুথের 100 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকলেও তৃণমূলকর্মীরা সেখানে জমায়েত শুরু করে । পুলিশ তৃণমূলকর্মীদের সরাতে গেলে বচসা সৃষ্টি হয় । পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে তৃণমূলের কর্মীরা বলেও অভিযোগ উঠেছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু ও জেলা পরিষদের সভাধিপতি। নামানো হয় ব়্যাপিড অ্যাকশন ফোর্স (ব়্যাফ) । তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও এলাকায় উত্তেজনা রয়েছে (Conflict over High Madrasah election in Malda) ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী । কংগ্রেসের চাঁচল-1 ব্লক সভাপতি আনজারুল হক বলেন, "তৃণমূলের আশ্রিত কিছু দুষ্কৃতী স্কুলের সামনে জমায়েত করে । এলাকায় 144 ধারা জারি থাকায় পুলিশ তাদের সরাতে যায় । সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের ওপর চড়াও হয় । যেখানে তৃণমূলের লোকজন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছে, পুলিশের গায়ে হাত দিচ্ছে সেখানে বিরোধী প্রতিদ্বন্দ্বীরা কীভাবে নিরাপদ থাকবে? আমরা প্রতিবাদের জন্য এখনও দাঁড়িয়ে রয়েছি ।"

হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের ধস্তাধস্তি

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে রহস্য, কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের আর্জি স্ত্রী'র

ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, "বিষয়টি আমার জানা নেই । এমন ঘটনা হওয়া উচিত নয় । বিষয়টি খোঁজ নিয়ে দেখছি । সবজায়গায় সুষ্ঠভাবে নির্বাচন হচ্ছে বলেই বিরোধীরা ভোটে দাঁড়াতে পারছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.