ETV Bharat / state

Student Dies in Hornet Attack: খেলার সময় চাকে ঢিল, বোলতার কামড়ে মৃত সপ্তম শ্রেণির ছাত্র - বোলতার কামড়ে মৃত সপ্তম শ্রেণির ছাত্র

বোলতার কামড়ে মালদায় মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রের (Student Dies in Hornet Attack) ৷ মৃত কিশোরের নাম সৌরভ দাস ৷

Class Seven student dies in attack of hornet
Class Seven student dies in attack of hornet
author img

By

Published : Sep 22, 2022, 6:07 PM IST

মালদা, 22 সেপ্টেম্বর: বোলতার আক্রমণে (Hornet Attack) মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া গ্রামে ৷ মৃত কিশোরের নাম সৌরভ দাস (Saurav Das) ৷ বয়স 12 বছর ৷ গতকাল মাঝরাতে মারা যায় সে ৷

ঘটনাটি ঘটেছিল বুধবার বিকেলে ৷ আইহো হাইস্কুলের ছাত্র সৌরভ ৷ গতকাল স্কুল থেকে ফিরে পাড়ারই আরেকটি ছেলের সঙ্গে বাড়ির পিছনে পুকুরপাড়ে খেলতে গিয়েছিল সে ৷ সেখানে রয়েছে বোলতার চাক ৷ খেলাচ্ছলে সৌরভ ওই চাকে ঢিল ছোড়ে ৷ সঙ্গে সঙ্গে বোলতার দল তাদের পিছনে তাড়া করে ৷ দুই কিশোরই সেখান থেকে দৌড় লাগায় ৷ এক কিশোর জঙ্গলে লুকিয়েও যায় ৷ দুর্ভাগ্যবশত পালাতে গিয়ে পড়ে যায় সৌরভ ৷

তার শরীরে 50-60টি বোলতা হুল ফোটায় ৷ যন্ত্রণায় চিৎকার শুরু করে সে ৷ সেই অবস্থাতেই বাড়িতে গিয়ে সারা শরীরে জল ঢালতে শুরু করে ৷ ছেলের চিৎকার শুনে ছুটে আসেন মা ৷ সব শুনে তিনি পাড়ার লোকজনকে ডাকেন ৷ শরীরে কেরোসিন তেল ঢেলে প্রথমে বোলতার হুলের বিষের প্রভাব নষ্ট করার চেষ্টা করা হয় ৷ কাজ না হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরিস্থিতির অবনতি হওয়ায় রাত একটা নাগাদ সৌরভকে মালদা মেডিক্যালে রেফার করে দেন সেখানকার চিকিৎসকরা ৷ কিন্তু তাকে বাঁচানো যায়নি (Class Seven student dies in attack of hornet) ৷

সৌরভের বাবা শঙ্কর দাস পেশায় রাজমিস্ত্রি ৷ মা পপি গৃহবধূ ৷ এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই তাঁরা ৷ তাঁদের এক প্রতিবেশী সুইটি দাস বলেন, "গতকাল চারটের সময় স্কুল থেকে বাড়ি ফিরে, ছাদ থেকে জামাকাপড় তুলে পাড়ারই একটি বাচ্চাকে নিয়ে পুকুরপাড়ে খেলতে গিয়েছিল সৌরভ ৷ খেলার সময়ই বোলতার চাকে ঢিল মারে সে ৷ কোনওরকমে বাড়িতে ফিরে গায়ে জল ঢালতে থাকে ৷ কিন্তু যন্ত্রণা কমেনি ৷ চিৎকার শুরু করে ও ৷ তখন ওর মা ছেলেকে দেখতে যায় ৷ সেই সময়ই বিষয়টি নজরে আসে ৷ বোলতার দল ওকে একেবারে ছেঁকে ধরেছিল ৷ তখনই ওকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ রাত দেড়টা নাগাদ খবর পাই, বাচ্চা মারা গিয়েছে ৷"

বোলতার কামড়ে মালদায় মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রের

ঘটনার সময় সৌরভের সঙ্গে ছিল অনুকূল ৷ সে বলে, "ওই চাকে ঢিল ছুড়েছিল ৷ আমাকে সেখান থেকে চলে যেতে বলেছিল ৷ জঙ্গলে লুকিয়ে গিয়েছিলাম ৷ চাকে ঢিল পড়তেই অনেক বোলতা ওকে তাড়া করে, কামড়েও দেয় ৷ প্রথমে ও গায়ে জল ঢেলেছিল ৷ পরে ওর গায়ে কেরোসিন তেল ঢালা হয় ৷ কিন্তু ওর যন্ত্রণা কমেনি ৷"

আরও পড়ুন: প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে আত্মঘাতী যুবক

হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

মালদা, 22 সেপ্টেম্বর: বোলতার আক্রমণে (Hornet Attack) মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া গ্রামে ৷ মৃত কিশোরের নাম সৌরভ দাস (Saurav Das) ৷ বয়স 12 বছর ৷ গতকাল মাঝরাতে মারা যায় সে ৷

ঘটনাটি ঘটেছিল বুধবার বিকেলে ৷ আইহো হাইস্কুলের ছাত্র সৌরভ ৷ গতকাল স্কুল থেকে ফিরে পাড়ারই আরেকটি ছেলের সঙ্গে বাড়ির পিছনে পুকুরপাড়ে খেলতে গিয়েছিল সে ৷ সেখানে রয়েছে বোলতার চাক ৷ খেলাচ্ছলে সৌরভ ওই চাকে ঢিল ছোড়ে ৷ সঙ্গে সঙ্গে বোলতার দল তাদের পিছনে তাড়া করে ৷ দুই কিশোরই সেখান থেকে দৌড় লাগায় ৷ এক কিশোর জঙ্গলে লুকিয়েও যায় ৷ দুর্ভাগ্যবশত পালাতে গিয়ে পড়ে যায় সৌরভ ৷

তার শরীরে 50-60টি বোলতা হুল ফোটায় ৷ যন্ত্রণায় চিৎকার শুরু করে সে ৷ সেই অবস্থাতেই বাড়িতে গিয়ে সারা শরীরে জল ঢালতে শুরু করে ৷ ছেলের চিৎকার শুনে ছুটে আসেন মা ৷ সব শুনে তিনি পাড়ার লোকজনকে ডাকেন ৷ শরীরে কেরোসিন তেল ঢেলে প্রথমে বোলতার হুলের বিষের প্রভাব নষ্ট করার চেষ্টা করা হয় ৷ কাজ না হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরিস্থিতির অবনতি হওয়ায় রাত একটা নাগাদ সৌরভকে মালদা মেডিক্যালে রেফার করে দেন সেখানকার চিকিৎসকরা ৷ কিন্তু তাকে বাঁচানো যায়নি (Class Seven student dies in attack of hornet) ৷

সৌরভের বাবা শঙ্কর দাস পেশায় রাজমিস্ত্রি ৷ মা পপি গৃহবধূ ৷ এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই তাঁরা ৷ তাঁদের এক প্রতিবেশী সুইটি দাস বলেন, "গতকাল চারটের সময় স্কুল থেকে বাড়ি ফিরে, ছাদ থেকে জামাকাপড় তুলে পাড়ারই একটি বাচ্চাকে নিয়ে পুকুরপাড়ে খেলতে গিয়েছিল সৌরভ ৷ খেলার সময়ই বোলতার চাকে ঢিল মারে সে ৷ কোনওরকমে বাড়িতে ফিরে গায়ে জল ঢালতে থাকে ৷ কিন্তু যন্ত্রণা কমেনি ৷ চিৎকার শুরু করে ও ৷ তখন ওর মা ছেলেকে দেখতে যায় ৷ সেই সময়ই বিষয়টি নজরে আসে ৷ বোলতার দল ওকে একেবারে ছেঁকে ধরেছিল ৷ তখনই ওকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ রাত দেড়টা নাগাদ খবর পাই, বাচ্চা মারা গিয়েছে ৷"

বোলতার কামড়ে মালদায় মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রের

ঘটনার সময় সৌরভের সঙ্গে ছিল অনুকূল ৷ সে বলে, "ওই চাকে ঢিল ছুড়েছিল ৷ আমাকে সেখান থেকে চলে যেতে বলেছিল ৷ জঙ্গলে লুকিয়ে গিয়েছিলাম ৷ চাকে ঢিল পড়তেই অনেক বোলতা ওকে তাড়া করে, কামড়েও দেয় ৷ প্রথমে ও গায়ে জল ঢেলেছিল ৷ পরে ওর গায়ে কেরোসিন তেল ঢালা হয় ৷ কিন্তু ওর যন্ত্রণা কমেনি ৷"

আরও পড়ুন: প্রেমিকার অন্যত্র বিয়ের খবর শুনে আত্মঘাতী যুবক

হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.