ETV Bharat / state

চারটি ব্যাগে লুকনো প্রায় একশো কচ্ছপ, মালদা স্টেশনে গ্রেফতার ভিনরাজ্যের কিশোর - Turtles Recovered

Turtles Recovered in Malda: মালদায় ট্রেন থেকে উদ্ধার হল 99টি কচ্ছপ ৷ ঘটনায় আরপিএফ হাতে গ্রেফতার উত্তরপ্রদেশের দশম শ্রেণির ছাত্র ৷ কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

Turtles smuggling
কচ্ছপ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 4:11 PM IST

মালদায় ট্রেন থেকে 99টি কচ্ছপ উদ্ধার

মালদা, 8 জানুয়ারি: পাচারের আগেই প্রায় একশো কচ্ছপ-সহ উত্তরপ্রদেশের এক পড়ুয়াকে গ্রেফতার করল মালদা টাউন স্টেশনের আরপিএফ । উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ ধৃত কিশোরের বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায় বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ তাকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, 13430 আনন্দবিহার-মালদা টাউন এক্সপ্রেসের এস-5 কামরায় ওই তরুণের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায়। সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেয় । তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয় 99টি কচ্ছপ । গ্রেফতার করা হয় অভিযুক্ত কিশোরকে।

উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলিকে পরে বনদফতরের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরপিএফ ও বন দফতর জানতে পেরেছে, সে বেনারস থেকে কচ্ছপগুলিকে মালদায় নিয়ে আসছিল ৷ এখানে এক ব্যক্তির হাতে কচ্ছপগুলিকে তুলে দেওয়ার কথা ছিল তার ৷ এই কাজের জন্য তাঁকে 2 হাজার টাকা দেওয়ার কথা হয়েছিল ৷ দশম শ্রেণির পড়ুয়া কীভাবে এই পাচার চক্রের মধ্যে জড়িয়ে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷

মালদা ফরেস্ট রেঞ্জের আধিকারিক সুজিত চট্টোপাধ্যায় বলেন, "13430 আনন্দ বিহার–মালদা টাউন এক্সপ্রেসে কচ্ছপ চোরাচালান হচ্ছিল ৷ আরপিএফ ট্রেনের এস-5 কোচ থেকে কচ্ছপগুলি উদ্ধার করে এক কিশোরকে গ্রেফতার করেছে ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ আপাতত জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে কচ্ছপগুলি নিয়ে আসা হচ্ছিল ৷ উদ্ধার হওয়া কচ্ছপগুলি মালদাতেই কাউকে দেওয়ার কথা ছিল ৷ আগে আরও বেশি পরিমাণে কচ্ছপ পাচার হত ৷ এখন তা কমেছে ৷ তবে পাচারকারীরা এখন লুকিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে ৷ কিন্তু তাও কচ্ছপ পাচার অনেকাংশে রোখা সম্ভব হয়েছে ৷ ধৃতের বিরুদ্ধে ওয়াল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ৷ উদ্ধার হওয়া কচ্ছপগুলি আদালতের নির্দেশে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে ৷"

আরও পড়ুন:

  1. পাচারের আগেই ফরাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার 5টি কচ্ছপ, গ্রেফতার বিহারের 2 মহিলা
  2. বিপন্ন প্রজাতির 296টি কচ্ছপ-সহ গ্রেফতার এক বাংলাদেশি
  3. বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার 140টি কচ্ছপ

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.