ETV Bharat / state

শৌচালয় নির্মাণকে কেন্দ্র করে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন - clash in Malda for made Toilet

শৌচালয় তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ ৷ এর জেরে মৃত্যু বাবলু শেখ নামে এক যুবকের ৷ খুনের অভিযোগে স্থানীয় বাসিন্দা ফরজুল শেখ, লালচাঁদ শেখ সহ 6 জনের বিরুদ্ধে FIR করেন বাবলুর পরিবারের সদস্যরা ৷ ঘটনায় মূল অভিযুক্ত ফরজুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ গ্রামে নিয়ে আসা হয় বাবুলের মৃতদেহ ৷ এরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা ফরজুলের বাড়িতে ভাঙচুর চালান ৷ পাশাপাশি তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷

অভিযুক্তের বাড়িতে আগুন
author img

By

Published : Aug 25, 2019, 2:06 PM IST

Updated : Aug 25, 2019, 2:36 PM IST

মালদা, 25 অগাস্ট : শৌচালয় তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ ৷ মৃত্যু হল যুবকের ৷ কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের মেহেরাপুর গ্রামের ঘটনা ৷ মৃতের নাম বাবলু শেখ (35) ৷ বাবুলকে খুনের অভিযোগে স্থানীয় বাসিন্দা ফরজুল শেখ, লালচাঁদ শেখ সহ 6 জনের বিরুদ্ধে FIR দায়ের করেন তাঁর পরিবারের সদস্যরা ৷ ঘটনার মূল অভিযুক্ত ফরজুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ গ্রামে নিয়ে আসা হয় বাবুলের মৃতদেহ ৷ এরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা ফরজুলের বাড়িতে ভাঙচুর চালান ৷ পাশাপাশি তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের একটি ইঞ্জিন ৷ পাশাপাশি ঘটনাস্থানে যায় মোথাবাড়ি থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷

Toilet
অভিযুক্তের বাড়িতে আগুন

মোথাবাড়ির মেহেরাপুরের নতুনপাড়ার বাসিন্দা বাবলু শেখ ৷ 18 অগাস্ট রাজ্য সরকারের নির্মল বাংলা প্রকল্পের অধীনে তাঁর বাড়িতে শৌচাগার তৈরির কাজ শুরু হয়েছিল৷ অভিযোগ, সেইসময় শৌচাগার তৈরিতে বাধা দেয় প্রতিবেশী ফরজুল শেখ, লালচাঁদ শেখ সহ 6 জন ৷ তারা শৌচাগার নির্মাণকারী রাজমিস্ত্রিকে মারধর করে তাড়িয়ে দেয় ৷ বাধ্য হয়ে বাবলু শেখ নিজেই শৌচাগার নির্মাণের কাজে হাত লাগান৷ অভিযোগ, সেই সময় ফরজুলরা ইট, লাঠি, হাঁসুয়া, বন্দুক নিয়ে বাবলুর ওপর হামলা চালায় ৷ ইট ও বন্দুকের বাঁট দিয়ে বাবলু শেখের মাথায় আঘাত করে ৷ স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেন৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে PG-তে রেফার করেন সেখানকার চিকিৎসকরা ৷ গতকাল সেখানে মারা যান বাবলু ৷

Toilet
বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

আজ সকালে তাঁর মৃতদেহ গ্রামে আনা হয় ৷ এরপরই বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ফরজুল শেখের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়৷ বাবলুর দাদা মহম্মদ রওসাদ আলি বলেন, "জমিতে শৌচালয় নির্মাণ হচ্ছিল ৷ নির্মাণে বাধা দেয় ফরজুল৷ নির্মাণকারী রাজমিস্ত্রিকে গালিগালাজ করে তাড়িয়ে দেয় ওরা ৷ রাজমিস্ত্রি ও লেবার চলে গেলে ভাই নিজেই বালি-সিমেন্ট দিয়ে ইট গাঁথতে শুরু করে । এরপর ফরজুলরা ওকে মারধর করতে শুরু করে৷ শুক্রবার কলকাতায় ভাইয়ের মৃত্যু হয়৷ আমরা সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছি৷ এই ঘটনার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে৷"

Toilet
ঘটনাস্থানে যায় দমকলের একটি ইঞ্জিন

গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনুল ইসলাম বলেন, "বাবলু এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল ৷ ফরজুলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে ৷ ও কুখ্যাত সমাজবিরোধী ৷ দু'জনের বাড়ি পাশাপাশি৷ আজ বাবলুর মৃতদেহ গ্রামে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা৷ তাঁরা ফরজুলের বাড়িতে হামলা চালান ৷ অনেক চেষ্টা করেও আমি আটকাতে পারিনি৷"

ভিডিয়োয় শুনুন আমিনুল ইসলামের বক্তব্য

মোথাবাড়ি থানার OC সৌম্যজিৎ মল্লিক বলেন, "এই ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত ফরজুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনার তদন্তও শুরু হয়েছে ৷"

মালদা, 25 অগাস্ট : শৌচালয় তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ ৷ মৃত্যু হল যুবকের ৷ কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের মেহেরাপুর গ্রামের ঘটনা ৷ মৃতের নাম বাবলু শেখ (35) ৷ বাবুলকে খুনের অভিযোগে স্থানীয় বাসিন্দা ফরজুল শেখ, লালচাঁদ শেখ সহ 6 জনের বিরুদ্ধে FIR দায়ের করেন তাঁর পরিবারের সদস্যরা ৷ ঘটনার মূল অভিযুক্ত ফরজুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ গ্রামে নিয়ে আসা হয় বাবুলের মৃতদেহ ৷ এরপরই বিক্ষুব্ধ স্থানীয়রা ফরজুলের বাড়িতে ভাঙচুর চালান ৷ পাশাপাশি তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকলের একটি ইঞ্জিন ৷ পাশাপাশি ঘটনাস্থানে যায় মোথাবাড়ি থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷

Toilet
অভিযুক্তের বাড়িতে আগুন

মোথাবাড়ির মেহেরাপুরের নতুনপাড়ার বাসিন্দা বাবলু শেখ ৷ 18 অগাস্ট রাজ্য সরকারের নির্মল বাংলা প্রকল্পের অধীনে তাঁর বাড়িতে শৌচাগার তৈরির কাজ শুরু হয়েছিল৷ অভিযোগ, সেইসময় শৌচাগার তৈরিতে বাধা দেয় প্রতিবেশী ফরজুল শেখ, লালচাঁদ শেখ সহ 6 জন ৷ তারা শৌচাগার নির্মাণকারী রাজমিস্ত্রিকে মারধর করে তাড়িয়ে দেয় ৷ বাধ্য হয়ে বাবলু শেখ নিজেই শৌচাগার নির্মাণের কাজে হাত লাগান৷ অভিযোগ, সেই সময় ফরজুলরা ইট, লাঠি, হাঁসুয়া, বন্দুক নিয়ে বাবলুর ওপর হামলা চালায় ৷ ইট ও বন্দুকের বাঁট দিয়ে বাবলু শেখের মাথায় আঘাত করে ৷ স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেন৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে PG-তে রেফার করেন সেখানকার চিকিৎসকরা ৷ গতকাল সেখানে মারা যান বাবলু ৷

Toilet
বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

আজ সকালে তাঁর মৃতদেহ গ্রামে আনা হয় ৷ এরপরই বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ফরজুল শেখের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়৷ বাবলুর দাদা মহম্মদ রওসাদ আলি বলেন, "জমিতে শৌচালয় নির্মাণ হচ্ছিল ৷ নির্মাণে বাধা দেয় ফরজুল৷ নির্মাণকারী রাজমিস্ত্রিকে গালিগালাজ করে তাড়িয়ে দেয় ওরা ৷ রাজমিস্ত্রি ও লেবার চলে গেলে ভাই নিজেই বালি-সিমেন্ট দিয়ে ইট গাঁথতে শুরু করে । এরপর ফরজুলরা ওকে মারধর করতে শুরু করে৷ শুক্রবার কলকাতায় ভাইয়ের মৃত্যু হয়৷ আমরা সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছি৷ এই ঘটনার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে৷"

Toilet
ঘটনাস্থানে যায় দমকলের একটি ইঞ্জিন

গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনুল ইসলাম বলেন, "বাবলু এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল ৷ ফরজুলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে ৷ ও কুখ্যাত সমাজবিরোধী ৷ দু'জনের বাড়ি পাশাপাশি৷ আজ বাবলুর মৃতদেহ গ্রামে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা৷ তাঁরা ফরজুলের বাড়িতে হামলা চালান ৷ অনেক চেষ্টা করেও আমি আটকাতে পারিনি৷"

ভিডিয়োয় শুনুন আমিনুল ইসলামের বক্তব্য

মোথাবাড়ি থানার OC সৌম্যজিৎ মল্লিক বলেন, "এই ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত ফরজুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনার তদন্তও শুরু হয়েছে ৷"

Intro:মালদা, ২৫ অগাস্টঃ কেন্দ্র ও রাজ্য দুই সরকারই স্বচ্ছ দেশ নির্মাণে প্রকল্প গ্রহণ করেছে৷ দুই সরকারেরই সিদ্ধান্ত, কোথাও শৌচালয়বিহীন কোনও বাড়ি থাকবে না৷ কিন্তু সেই শৌচালয় তৈরিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল কালিয়াচক ২ ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের মেহেরাপুর গ্রামে৷ গত ১৮ অগাস্ট সেই কাণ্ডের জেরে মৃত্যু হয় এক ব্যক্তির৷ আজ তাঁর মৃতদেহ এলাকায় ফিরতেই ক্ষিপ্ত গ্রামবাসীরা অভিযুক্ত একজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশ৷ ছুটে যায় দমকলের একটি ইঞ্জিনও৷ যদিও এই ঘটনায় আগেই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷Body:মৃত ব্যক্তির নাম বাবলু শেখ৷ বয়স ৩৫৷ বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত মেহেরাপুরের নতুনপাড়ায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্মল বাংলা প্রকল্পের অধীনে বাবলু শেখের বাড়িতে শৌচাগার তৈরির কাজ শুরু হয়েছিল৷ অভিযোগ, গত ১৮ অগাস্ট প্রতিবেশী ফরজুল শেখ, লালচাঁদ শেখ সহ ৬ জন শৌচাগার তৈরিতে বাধা দেয়৷ শৌচাগার নির্মাণকারী রাজমিস্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেয় অভিযুক্তরা৷ বাধ্য হয়ে বাবলু শেখ নিজেই শৌচাগার নির্মাণের কাজে হাত লাগান৷ সেই সময় অভিযুক্তরা ইট, লাঠি, হাঁসুয়া, বন্দুক নিয়ে বাবলু শেখের ওপর হামলা চালায়৷ ইট ও বন্দুকের বাট দিয়ে বাবলু শেখের মাথায় আঘাত করে অভিযুক্তরা৷ স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় বাবলু শেখকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করেন৷ মালদা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা বাবলু শেখকে পিজিতে রেফার করে দেন৷ বাবলু সাহেবের পরিবারের পক্ষ থেকে ৬ জনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে পুলিশ৷ গত শুক্রবার পিজিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু সাহেব৷ আজ সকালে তাঁর মৃতদেহ গ্রামে ফিরতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা৷ অভিযুক্ত ফরজুল শেখের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা৷ বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও মোথাবাড়ি থানার পুলিশ৷ ঘণ্টা খানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

বাবলু শেখের দাদা মহঃ রওসাদ আলি জানান, "আমাদের নিজেদের জমিতেই বিপিএলের শৌচালয় নির্মাণ হচ্ছিল৷ শৌচালয় নির্মাণে বাধা দেয় ফরজুল৷ নির্মাণকারী রাজমিস্ত্রীকে গালিগালাজ করে তাড়িয়ে দেয় ফরজুলরা৷ রাজমিস্ত্রী ও লেবার চলে গেলে ভাই নিজেই বালি-সিমেন্ট মিশ্রিত মশলা দিয়ে ইট গাঁথতে গেলে ফরজুলরা মারধর করতে শুরু করে৷ ইট, লাঠি, হাঁসুয়া ও বন্দুকের বাট দিয়ে ভাইকে মারধর করে ফরজুলরা৷ গত শুক্রবার কলকাতায় ভাইয়ের মৃত্যু হয়৷ আমরা সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছি৷ জানানো হয়েছে সমাজকেও৷ এই ঘটনার পুলিশ একজনকে গ্রেফতার করেছে৷"
Conclusion:এপ্রসঙ্গে গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনূল ইসলাম জানান, মৃত বাবলু শেখ এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল৷ অন্যদিকে, ফরজুল শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে৷ সে কুখ্যাত সমাজবিরোধী হিসেবে এলাকায় পরিচিত৷ তাদের দুজনের বাড়ি পাশাপাশি৷ গত ১৮ অগাস্ট শৌচালয় তৈরিকে কেন্দ্র করে বাবলু শেখের সঙ্গে ঝামেলা শুরু করে ফরজুল৷ বচসা চলাচালীন সে বাবলু শেখের ওপর হামলা চালায়৷ গুরুতর আহত বাবলুকে প্রথমে মালদা পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়৷ গত শুক্রবার মারা যায় সে৷ আজ বাবলুর মৃতদেহ গ্রামে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা৷ তারা ফরজুলের বাড়িতে হামলা চালায়৷ অনেক চেষ্টা করেও তিনি তাদের আটকাতে পারিনি৷ অন্যদিকে, মোথাবাড়ি থানার ওসি সৌম্যজিত মল্লিক জানান, এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত ফরজুল শেখকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার তদন্তও শুরু করা হয়েছে৷ তারপরেও আজ গ্রামবাসীরা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে৷ তাঁরা আজকের ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখছেন৷
Last Updated : Aug 25, 2019, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.