ETV Bharat / state

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ , মৃত এক - মালদা জমি বিবাদ

পরিবার সূত্রে জানা গেছে , আজ সকালে ইলিয়াস জমি চাষ করতে গিয়েছিলেন । সেইসময় তাঁর চাচা সেরাজুল ও তার ছেলেরা জমি চাষ করতে বাধা দেয় । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা । অভিযোগ, সেই সময় সেরাজুল ও তার ছেলেরা হাঁসুয়া নিয়ে ইলিয়াসকে আক্রমণ করে৷ হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন ইলিয়াস৷ পরে তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

Mohammad Ilias
মৃত ব্যক্তি মহম্মদ ইলিয়াস
author img

By

Published : Feb 5, 2020, 11:00 PM IST

Updated : Feb 6, 2020, 12:46 AM IST

মালদা , 5 ফেব্রুয়ারি : জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির । উভয় পরিবারের জখম হয়েছেন পাঁচজন। মৃতের নাম মহম্মদ ইলিয়াস (৩১) । হরিশ্চন্দ্রপুরের মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের লোটরা গ্রামের ঘটনা ।

পরিবার সূত্রে জানা গেছে , আজ সকালে ইলিয়াস চাষ করতে গিয়েছিলেন । সেইসময় তাঁর চাচা সেরাজুল ও তার ছেলেরা জমি চাষ করতে বাধা দেয় । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা । অভিযোগ, সেই সময় সেরাজুল ও তার ছেলেরা হাঁসুয়া নিয়ে ইলিয়াসকে আক্রমণ করে৷ হাঁসুয়ার কোপে জখম হন ইলিয়াস৷ এরপরেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ সংঘর্ষে দু'পক্ষের বেশ কয়েকজন জখম হয়৷ তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ইলিয়াসকে মৃত বলে ঘোষণা করেন৷

এপ্রসঙ্গে ইলিয়াসের দাদা সাদেকুল ইসলাম বলেন, "আব্বাদের 4 বিঘা পৈত্রিক জমি আছে৷ আমরা যেখানেই জমি চাষ করতে যাচ্ছি সেখানেই চাচারা বাধা দিচ্ছে৷ আজ সকালে ভাইয়েরা জমিতে চাষ করছিল৷ হঠাৎ চাচা ৪-৫ জনের সঙ্গে হাঁসুয়া নিয়ে এসে ভাইকে কোপ মারে ৷ এরপরে চাচারা ভাইকে কোপ মারে৷ সেই সময় আমি সেখানে যাই৷ বাধা দিতে গেলে আমার হাতেও হাঁসুয়ার আঘাত লাগে৷ "

মৃতের দাদা সাদেকুল ইসলামের বক্তব্য

হরিশচন্দ্রপুর থানর পুলিশ জানিয়েছে , এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি ৷ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷

মালদা , 5 ফেব্রুয়ারি : জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির । উভয় পরিবারের জখম হয়েছেন পাঁচজন। মৃতের নাম মহম্মদ ইলিয়াস (৩১) । হরিশ্চন্দ্রপুরের মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের লোটরা গ্রামের ঘটনা ।

পরিবার সূত্রে জানা গেছে , আজ সকালে ইলিয়াস চাষ করতে গিয়েছিলেন । সেইসময় তাঁর চাচা সেরাজুল ও তার ছেলেরা জমি চাষ করতে বাধা দেয় । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা । অভিযোগ, সেই সময় সেরাজুল ও তার ছেলেরা হাঁসুয়া নিয়ে ইলিয়াসকে আক্রমণ করে৷ হাঁসুয়ার কোপে জখম হন ইলিয়াস৷ এরপরেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ সংঘর্ষে দু'পক্ষের বেশ কয়েকজন জখম হয়৷ তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ইলিয়াসকে মৃত বলে ঘোষণা করেন৷

এপ্রসঙ্গে ইলিয়াসের দাদা সাদেকুল ইসলাম বলেন, "আব্বাদের 4 বিঘা পৈত্রিক জমি আছে৷ আমরা যেখানেই জমি চাষ করতে যাচ্ছি সেখানেই চাচারা বাধা দিচ্ছে৷ আজ সকালে ভাইয়েরা জমিতে চাষ করছিল৷ হঠাৎ চাচা ৪-৫ জনের সঙ্গে হাঁসুয়া নিয়ে এসে ভাইকে কোপ মারে ৷ এরপরে চাচারা ভাইকে কোপ মারে৷ সেই সময় আমি সেখানে যাই৷ বাধা দিতে গেলে আমার হাতেও হাঁসুয়ার আঘাত লাগে৷ "

মৃতের দাদা সাদেকুল ইসলামের বক্তব্য

হরিশচন্দ্রপুর থানর পুলিশ জানিয়েছে , এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি ৷ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷

Intro:মালদা, ৫ ফেব্রুয়ারিঃ জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন দুই পরিবারের আরও পাঁচজন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের লোটরা গ্রামে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ৷Body:মৃত ব্যক্তির নাম মহম্মদ ইলিয়াস (৩১)। সংঘর্ষে আহত হয়েছেন দুই পরিবারের আরও পাঁচজন৷ পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে ইলিয়াসের চাচা সেরাজুল ও তার ছেলেরা তাদের জমি চাষ করতে বাধা দেয়। দুপক্ষের মধ্যে বিবাদ বাধে৷ অভিযোগ, সেই সময় সেরাজুল ও তার ছেলেরা হাঁসুয়া নিয়ে আক্রমণ করে৷ হাঁসুয়ার কোপে গুরুতর আহত হন ইলিয়াস৷ এরপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন৷ আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ইলিয়াসকে মৃত বলে ঘোষণা করেন৷
ইলিয়াসের দাদা সাদেকুল ইসলাম জানান, “বাবাদের ৪ বিঘা পৈত্রিক জমি আছে৷ আমরা যেখানেই জমি চাষ করতে যাচ্ছি সেখানেই চাচারা বাধা দিচ্ছে৷ আজ সকালে ভাইয়েরা জমিতে চাষ করছিল৷ হঠাৎ চাচা ৪-৫ জনের সঙ্গে হাঁসুয়া নিয়ে এসে ভাইকে কোপ মারে৷ সঙ্গে সঙ্গে ভাই মাটিতে লুটিয়ে পড়ে৷ এরপরে চাচারা ভাইয়ের ছেলেকে কোপ মারে৷ চাচারা এলোপাতারিভাবে হাঁসুয়া চালাতে থাকে৷ সেই সময় আমি সেখানে যায়৷ আমি চাচাদের বাধা দিতে গেলে আমার হাতেও হাঁসুয়ার আঘাত লাগে৷ ভাই কখন মারা গেছে তা বুঝতে পারিনি৷ হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা ভাইকে মৃত বলে ঘোষণা করে৷”
সেরাজুলের মেয়ে জেলেখা বিবি জানান, “আমার মায়ের নামে ১৫ কাঠা জমি আছে৷ কিন্তু ওরা জমি আমাদের দিতে রাজি হয়নি৷ ভাই বড়ো হয়েছে৷ আমাদের জমিতে ভাই চাষাবাদ করতে চাই৷ গত এক বছর ধরে এনিয়ে থানা-পুলিশ চলছে৷ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে৷ থানা থেকেও জমি আমাদের নিতে বলেছে৷ কিন্তু চাচাত ভাইরা সেই জমি দিতে চাইছে না৷ আমার বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলা হয়েছে৷ সে বিষয়ে আমার কিছুই জানা নেই৷ ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না৷”
Conclusion:হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি৷ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷
Last Updated : Feb 6, 2020, 12:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.