মালদা, 14 জুন : তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিতে শুরু করল মালদা মেডিকেল হাসপাতালের কর্তৃপক্ষ ৷ আসন্ন পরিস্থিতির কথা মাথায় রেখে মেডিকেলের কোভিড ইউনিটে চালু করা হল চাইল্ড ওয়ার্ড ৷ সেখানে 10 টি হাই ডিপেনডেন্সি ইউনিট (HDU) ও 30 টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU) শয্যার ব্যবস্থা করা হয়েছে ৷ এমনটাই জানালেন মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় ৷
তিনি বলেন , "করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী ৷ তাতে শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ৷ এই অবস্থায় রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে আমরা মালদা মেডিকেলের কোভিড ইউনিটেও শিশু বিভাগ চালু করলাম ৷ এখানে আগে থেকেই শিশুদের বেড সংরক্ষিত ছিল ৷ এবার শিশুদের জন্য 10 টি এইচডিইউ ও 30 টি সিসিইউ বেড তৈরি করা হল ৷ এছাড়াও শিশুদের জন্য শয্যার সংখ্যা বাড়ানো হবে ৷ "
উল্লেখ্য, মালদা মেডিকেলের কোভিড ইউনিটে বর্তমানে মোট 225 টি শয্যা রয়েছে ৷ ইতিমধ্যেই মালদা মেডিক্যাল হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বসানো হয়েছে ৷ আপাতত সেখান থেকে মূলত কোভিড ইউনিটেই অক্সিজেন সরবরাহ করা হচ্ছে ৷ কিছু দিন ধরেই সংক্রমণের হার কমছে এই জেলায় ৷
আরও পড়ুন : ATM Fraudsters : কত দূর হাত ছিল ? খতিয়ে দেখতে হরিয়ানায় লালবাজারের বিশেষ দল
হাসপাতালে বর্তমানে 17 জন করোনা রোগী ভর্তি রয়েছেন ৷ অন্যদিকে সাত মাসের একটি শিশু করোনা নিয়ে ভর্তি হয়েছে এই হাসপাতালেই ৷ তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল ৷ করোনা সংক্রমিত শিশুদের চিকিৎসার জন্য আরও কিছু সরঞ্জাম হাসপাতালে আসতে চলেছে ৷