ETV Bharat / state

চাঁচলে শিশু সুরক্ষা কিট তুলে দেওয়া হল 4 মহিলা সিভিক ভলান্টিয়ারের হাতে

সম্প্রতি মা হওয়া চার মহিলা সিভিক ভলান্টিয়ারের হাতে শিশু সুরক্ষা কিট তুলে দিল চাঁচল থানা ৷ করোনা পরিস্থিতিতে বাড়িতে সন্তানদের রেখে এসে কাজ করছেন তাঁরা ৷ এই পরিস্থিতিতে বাড়িতে গিয়ে বাচ্চাদের সামলাতে হয় ৷ তাই ওই শিশুদের নিরাপত্তার জন্যই এই কিট প্রদান করা হয়েছে ৷

child protection kit handed over to 4 female civic volunteers by chanchal police station
চাঁচলে শিশু সুরক্ষা কিট তুলে দেওয়া হল 4 মহিলা সিভিক ভলান্টিয়ারের হাতে
author img

By

Published : Jun 7, 2021, 7:40 PM IST

মালদা, 7 জুন : করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আগাম প্রস্তুতি শুরু হয়েছে ৷ প্রতিটি জেলায় তৈরি করা হচ্ছে পিআইসিইউ ইউনিট ৷ সচেতন থাকতে বলা হয়েছে অভিভাবকদেরও ৷ এরই মধ্যে সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন, এমন চার মহিলা সিভির ভলান্টিয়ার করোনা পরিস্থিতিতে নাগরিক পরিষেবা দিচ্ছেন ৷ তাঁদের সন্তানদের নিরাপত্তার জন্য শিশু সুরক্ষা কিট তুলে দেওয়া হল চাঁচল থানার পক্ষ থেকে ৷

সম্প্রতি মা হয়েছেন চাঁচল থানায় কর্মরত চার সিভিক ভলান্টিয়ার ৷ তবে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে শিশুদের বাড়িতে রেখেই দিনের পর দিন পরিষেবা দিয়ে চলেছেন তাঁরা ৷ তাঁদের সন্তানদের সুরক্ষার কথা মাথায় রেখে আজ চাঁচল থানার পক্ষ থেকে শিশু সুরক্ষা কিট তুলে দেওয়া হয়ে ওই মহিলা সিভিক ভলান্টিয়ারদের হাতে ৷

আরও পড়ুন : বেতনের টাকায় রিকশাচালকদের খাদ্য সামগ্রী বিলি সিভিক ভলান্টিয়ার বিশ্বজিতের

পুলিশ প্রশাসনকে পাশে পেয়ে খুশি ওই চার মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ চাঁচল থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি তাঁদের থানায় কর্তব্যরত চার মহিলা সিভিক ভলান্টিয়ার মা হয়েছেন ৷ করোনা আবহে সাধারণ মানুষের পাশে থাকতে শিশুদের ঘরে রেখেই নিজেদের কর্তব্য পালন করছেন তাঁরা ৷ সেই শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

মালদা, 7 জুন : করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আগাম প্রস্তুতি শুরু হয়েছে ৷ প্রতিটি জেলায় তৈরি করা হচ্ছে পিআইসিইউ ইউনিট ৷ সচেতন থাকতে বলা হয়েছে অভিভাবকদেরও ৷ এরই মধ্যে সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন, এমন চার মহিলা সিভির ভলান্টিয়ার করোনা পরিস্থিতিতে নাগরিক পরিষেবা দিচ্ছেন ৷ তাঁদের সন্তানদের নিরাপত্তার জন্য শিশু সুরক্ষা কিট তুলে দেওয়া হল চাঁচল থানার পক্ষ থেকে ৷

সম্প্রতি মা হয়েছেন চাঁচল থানায় কর্মরত চার সিভিক ভলান্টিয়ার ৷ তবে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে শিশুদের বাড়িতে রেখেই দিনের পর দিন পরিষেবা দিয়ে চলেছেন তাঁরা ৷ তাঁদের সন্তানদের সুরক্ষার কথা মাথায় রেখে আজ চাঁচল থানার পক্ষ থেকে শিশু সুরক্ষা কিট তুলে দেওয়া হয়ে ওই মহিলা সিভিক ভলান্টিয়ারদের হাতে ৷

আরও পড়ুন : বেতনের টাকায় রিকশাচালকদের খাদ্য সামগ্রী বিলি সিভিক ভলান্টিয়ার বিশ্বজিতের

পুলিশ প্রশাসনকে পাশে পেয়ে খুশি ওই চার মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ চাঁচল থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি তাঁদের থানায় কর্তব্যরত চার মহিলা সিভিক ভলান্টিয়ার মা হয়েছেন ৷ করোনা আবহে সাধারণ মানুষের পাশে থাকতে শিশুদের ঘরে রেখেই নিজেদের কর্তব্য পালন করছেন তাঁরা ৷ সেই শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.