মালদা, ২ মার্চ : অনাথ শিশুদের আশ্রয় দেওয়ার আছিলায় তাদের দিয়ে শ্রমিকের কাজ করানোর অভিযোগ উঠল হবিবপুরের একটি আশ্রমের বিরুদ্ধে। গতকাল জেলা শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা স্থানীয় পুলিশ ও BDO-কে নিয়ে ভারত সেবাশ্রম সংঘে যান।
গতকাল স্থানীয় বাসিন্দারা দেখেন হবিবপুরের তাজপুরে ওই আশ্রম চত্বরে শিশুরা মাথায় করে ইট, বালি, মাটি বহন করছে। তারা ঘটনার ভিডিয়ো রেকর্ড করে জেলা শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ করেন। এরপরেই কমিশন ওই আশ্রমে অভিযান চালায়।
ঘটনার তীব্র নিন্দা করে জেলা মানবাধিকার কমিশনের আধিকারিক যিষ্ণু রায়চৌধুরি বলেন, "শিশুশ্রম সম্পূর্ণ বেআইনি। যদি বিষয়টি আশ্রম কর্তৃপক্ষের নজরে থাকে এবং যদি বিষয়টিকে তাঁরা প্রশ্রয় দেন তবে তাঁরা অন্যায় করেছেন। ওই শিশুদের শ্রমমূল্য দেওয়া হলেও সেটা বেআইনি।"
হবিবপুরের BDO শুভজিৎ জানা জানান, গতকাল শিশু সুরক্ষা আধিকারিকেরা তাঁকে নিয়ে আশ্রমে যান। যদিও শিশুশ্রমের বিষয়টি অস্বীকার করেছে আশ্রম কর্তৃপক্ষ। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে আশ্রমের প্রধান জীবনানন্দজি মহারাজের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।