ETV Bharat / state

আশ্রমে শিশুদের দিয়ে শ্রমিকের কাজ, অভিযোগ পেয়ে প্রশাসনের অভিযান - habibpur

অনাথ শিশুদের আশ্রয় দেওয়ার আছিলায় তাদের দিয়ে শ্রমিকের কাজ করানোর অভিযোগ উঠল হবিবপুরের একটি আশ্রমের বিরুদ্ধে।

তাজপুর
author img

By

Published : Mar 2, 2019, 8:56 PM IST

মালদা, ২ মার্চ : অনাথ শিশুদের আশ্রয় দেওয়ার আছিলায় তাদের দিয়ে শ্রমিকের কাজ করানোর অভিযোগ উঠল হবিবপুরের একটি আশ্রমের বিরুদ্ধে। গতকাল জেলা শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা স্থানীয় পুলিশ ও BDO-কে নিয়ে ভারত সেবাশ্রম সংঘে যান।

গতকাল স্থানীয় বাসিন্দারা দেখেন হবিবপুরের তাজপুরে ওই আশ্রম চত্বরে শিশুরা মাথায় করে ইট, বালি, মাটি বহন করছে। তারা ঘটনার ভিডিয়ো রেকর্ড করে জেলা শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ করেন। এরপরেই কমিশন ওই আশ্রমে অভিযান চালায়।

ঘটনার তীব্র নিন্দা করে জেলা মানবাধিকার কমিশনের আধিকারিক যিষ্ণু রায়চৌধুরি বলেন, "শিশুশ্রম সম্পূর্ণ বেআইনি। যদি বিষয়টি আশ্রম কর্তৃপক্ষের নজরে থাকে এবং যদি বিষয়টিকে তাঁরা প্রশ্রয় দেন তবে তাঁরা অন্যায় করেছেন। ওই শিশুদের শ্রমমূল্য দেওয়া হলেও সেটা বেআইনি।"

হবিবপুরের BDO শুভজিৎ জানা জানান, গতকাল শিশু সুরক্ষা আধিকারিকেরা তাঁকে নিয়ে আশ্রমে যান। যদিও শিশুশ্রমের বিষয়টি অস্বীকার করেছে আশ্রম কর্তৃপক্ষ। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে আশ্রমের প্রধান জীবনানন্দজি মহারাজের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

মালদা, ২ মার্চ : অনাথ শিশুদের আশ্রয় দেওয়ার আছিলায় তাদের দিয়ে শ্রমিকের কাজ করানোর অভিযোগ উঠল হবিবপুরের একটি আশ্রমের বিরুদ্ধে। গতকাল জেলা শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা স্থানীয় পুলিশ ও BDO-কে নিয়ে ভারত সেবাশ্রম সংঘে যান।

গতকাল স্থানীয় বাসিন্দারা দেখেন হবিবপুরের তাজপুরে ওই আশ্রম চত্বরে শিশুরা মাথায় করে ইট, বালি, মাটি বহন করছে। তারা ঘটনার ভিডিয়ো রেকর্ড করে জেলা শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ করেন। এরপরেই কমিশন ওই আশ্রমে অভিযান চালায়।

ঘটনার তীব্র নিন্দা করে জেলা মানবাধিকার কমিশনের আধিকারিক যিষ্ণু রায়চৌধুরি বলেন, "শিশুশ্রম সম্পূর্ণ বেআইনি। যদি বিষয়টি আশ্রম কর্তৃপক্ষের নজরে থাকে এবং যদি বিষয়টিকে তাঁরা প্রশ্রয় দেন তবে তাঁরা অন্যায় করেছেন। ওই শিশুদের শ্রমমূল্য দেওয়া হলেও সেটা বেআইনি।"

হবিবপুরের BDO শুভজিৎ জানা জানান, গতকাল শিশু সুরক্ষা আধিকারিকেরা তাঁকে নিয়ে আশ্রমে যান। যদিও শিশুশ্রমের বিষয়টি অস্বীকার করেছে আশ্রম কর্তৃপক্ষ। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে আশ্রমের প্রধান জীবনানন্দজি মহারাজের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Intro:মালদা, ২৪ ডিসেম্বর: গোপনসূত্রে খবর পেয়ে পাচারের আগেই উদ্ধার হল ৮২০ টি কচ্ছপ। এই ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশ এক মহিলা পাচারকারী ও এক গাড়ির চালককে আটক করেছে। Body:জানা গেছে, এদিন সকালে ফারাক্কা এক্সপ্রেস মালদা স্টেশনে পৌঁছানোর আগেই সিগন্যাল না থাকায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে দাঁড়িয়ে পড়ে। এই সুযোগে কচ্ছপগুলিকে ট্রেন থেকে ছোট গাড়িতে ওঠাতে শুরু করে দুষ্কৃতীরা। গোপনসূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মালদা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায়। হাতেনাতে ধরা হয় এক মহিলা পাচারকারী সহ এক গাড়ির চালককে। এই তাদের হেফাজত থেকে কচ্ছপ ভর্তি ৪১টি বস্তা উদ্ধার করা হয়।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ৮১০টি কচ্ছপ বাজেয়াপ্ত করা হয়েছে। একসাথে এতগুলো কচ্ছপ এর আগে খুব কমই উদ্ধার হয়েছে। ধৃত মহিলা কাঞ্চন পাথ্থরকাট উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা৷ পেশায় চালক সাবিরুল কালিয়াচকের বামনগ্রামের বাসিন্দা৷ জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানিয়েছে, সে কচ্ছপগুলোকে উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাজারে বিক্রির জন্য নিয়ে যাছ্ছিল৷ পুলিশের অনুমান ধৃতদের জেরা করে কচ্ছপ পাচারকারীদের বড় চক্র সামনে আসতে পারে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে৷ উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে৷
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.