মালদা, 2 এপ্রিল : মেলা থেকে 13 বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ হরিশ্চন্দ্রপুরে (Child Gang Raped in Malda) ।
হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার শালদহ এলাকায় উরুষের মেলা চলছিল । পরিবারের সঙ্গে অষ্টম শ্রেণির এক ছাত্রী মেলা দেখতে যায় । রাত বারোটা নাগাদ শৌচকর্ম করতে পাশের ফাঁকা বাগানে যায় ওই ছাত্রী । অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাকে ধরে ফেলে । মুখে কাপড় গুঁজে মোটরবাইকে করে ওই নাবালিকাকে চণ্ডীপুর হাইস্কুলের পেছেনে একটি পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রের ছাদে নিয়ে যায় অভিযুক্তরা ।
এরপরে ওই ছাত্রীকে গণধর্ষণ করে যুবকরা । নির্যাতিতা ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে ওই যুবকরা ভয়ে ছাত্রীকে সেখানেই ফেলে পালিয়ে যায় । এদিকে, দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও মেয়ে ফিরে না আসায় পরিবারের লোকজন ওই ছাত্রীর খোঁজ শুরু করে । স্থানীয়দের সহযোগিতায় ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।
এদিন নির্যাতিতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দু‘জনকে গ্রেফতার করে পুলিশ । পলাতক আরও তিনজন । হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় সামনে আনা যাবে না। এই ঘটনায় আরও তিনজনের নাম উঠে এসেছে। ঘটনার পর থেকে তারা পলাতক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি করছে । নির্যাতিতা ছাত্রীর শারীরিক পরীক্ষার পাশাপাশি এদিন ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় ।
আরও পড়ুন : Student Tortured in Hostel : উস্তির হস্টেলে অমানবিক নির্যাতনের শিকার 14 বছরের ছাত্র