ETV Bharat / state

Panchayat Elections 2023: তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারের অভিযোগ, রতুয়ায় আটকে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা - পঞ্চায়েত ভোট

আর কয়েকঘণ্টা পর পঞ্চায়েত ভোট ৷ বৃহস্পতিবার বিকেলেই শেষ হয়ে গিয়েছে প্রচার পর্ব ৷ তার পরও শুক্রবার সকালে প্রচার চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ মালদার রতুয়ায় ঘটনাটি ঘটেছে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jul 7, 2023, 5:32 PM IST

তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারের অভিযোগ, রতুয়ায় আটকে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

মালদা, 7 জুলাই: কমিশনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিকেলেই শেষ হয়েছে ভোট প্রচার ৷ তারপর যেকোনও ধরনের ভোটের প্রচার আইনত নিষিদ্ধ ৷ কিন্তু সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার সকালেও টোটোয় ঘাসফুলের ফ্লেক্স লাগিয়ে, মাইকিং করে চলল পঞ্চায়েত নির্বাচনের প্রচার, এমনই অভিযোগ উঠেছে মালদার রতুয়ায় ৷ বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা ওই টোটোটি ধরে ফেলেন ৷ চলে তুমুল বিক্ষোভ ৷ খবর পেয়ে পুলিশ ওই টোটো সহ দু’জনকে আটক করে নিয়ে গিয়েছে ৷ তবে এই নিয়ে নির্বাচন দফতরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া-2 নম্বর ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাতমারা গ্রামে ৷ আজ সকালে গ্রামের রাস্তায় শাসকদলের ফ্লেক্স লাগিয়ে টোটোয় মাইকিং করে চলছিল 22 নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থীর ভোট প্রচার ৷ ফ্লেক্সে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ ছিল ৷ বিষয়টি দেখেই গ্রামবাসীরা ওই টোটোটিকে আটকে দেন ৷ তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর দেওয়া হয় বিডিও তথা রিটার্নিং অফিসার নিশীথকুমার মাহাতো ও পুখুরিয়া থানায় ৷ খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে ৷ ঘাসফুলের ফ্লেক্স সংবলিত টোটো ও তাতে থাকা দু’জনকে আটক করে পুলিশ ৷

আরও পড়ুন: স্ত্রী'র বদলে নির্দলের সমর্থনে প্রচার তৃণমূল প্রার্থীর স্বামীর

গ্রামবাসী সফিউল আলম ওরফে রিয়াজুদ্দিন বলেন, “নির্বাচনী বিধি অনুযায়ী গতকাল বিকেল 5টায় ভোটের প্রচার বন্ধ হয়ে গিয়েছে ৷ দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে শাসকদলের প্রার্থীর সমর্থনে একটি ট্যাবলোর মাধ্যমে প্রচার চালানো হচ্ছিল ৷ ট্যাবলোতে লাগানো দু’টি মাইক থেকে এই প্রচার চলছিল ৷ গ্রামবাসীরা ওই ট্যাবলোটিকে আটকে দেয় ৷ বিডিও, পুখুরিয়া থানার ওসি ও কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হয় ৷ এরপর প্রশাসনের লোকজন এসে ট্যাবলো-সহ তাতে থাকা দু’জনকে তুলে নিয়ে যায় ৷ আমার দাবি, নির্বাচনী বিধিভঙ্গের দায়ে তৃণমূলের ওই প্রার্থীর প্রার্থিপদ বাতিল করা হোক ৷ এনিয়ে আমি প্রশাসন ও নির্বাচন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি ৷”

Panchayat Elections 2023
নির্বাচনী বিধি ভেঙে প্রচারের অভিযোগ ঘিরে মালদার রতুয়ায় উত্তেজনা

এই নিয়ে প্রতিক্রিয়া পেতে একাধিকবার রতুয়া-2 ব্লকের বিডিও নিশীথকুমার মাহাতোকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ৷ ফোনের সুইচ বন্ধ ছিল 22 নম্বর জেলা পরিষদ আসনের তৃণমূল প্রার্থী সামশুল হকেরও ৷ তবে রতুয়া-2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাকিবুল ইসলাম ফোনে বলেন, “আসলে ওই টোটোয় গতকাল প্রচার চালানো হয়েছিল ৷ আজ টোটোটিকে মাইক ও মেশিন জমা দিতে সাউন্ড সিস্টেমের দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তবে মাইক বাজানো হচ্ছিল না ৷ এটা বিরোধীদের বলা গল্প ৷” কিন্তু ওই টোটোয় প্রার্থীর সমর্থনে ফ্লেক্স লাগিয়ে রাখাটাও তো নির্বাচনী বিধিভঙ্গ ! রাকিবুল সাহেবের কোনও জবাব নেই ৷

আরও পড়ুন: ভোটের বালাই ! যুযুধান দুই তৃণমূল নেতার গলাগলি নিয়ে চর্চা রতুয়ায়, কটাক্ষ বিরোধীদের

তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারের অভিযোগ, রতুয়ায় আটকে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

মালদা, 7 জুলাই: কমিশনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিকেলেই শেষ হয়েছে ভোট প্রচার ৷ তারপর যেকোনও ধরনের ভোটের প্রচার আইনত নিষিদ্ধ ৷ কিন্তু সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শুক্রবার সকালেও টোটোয় ঘাসফুলের ফ্লেক্স লাগিয়ে, মাইকিং করে চলল পঞ্চায়েত নির্বাচনের প্রচার, এমনই অভিযোগ উঠেছে মালদার রতুয়ায় ৷ বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা ওই টোটোটি ধরে ফেলেন ৷ চলে তুমুল বিক্ষোভ ৷ খবর পেয়ে পুলিশ ওই টোটো সহ দু’জনকে আটক করে নিয়ে গিয়েছে ৷ তবে এই নিয়ে নির্বাচন দফতরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া-2 নম্বর ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাতমারা গ্রামে ৷ আজ সকালে গ্রামের রাস্তায় শাসকদলের ফ্লেক্স লাগিয়ে টোটোয় মাইকিং করে চলছিল 22 নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থীর ভোট প্রচার ৷ ফ্লেক্সে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ ছিল ৷ বিষয়টি দেখেই গ্রামবাসীরা ওই টোটোটিকে আটকে দেন ৷ তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ খবর দেওয়া হয় বিডিও তথা রিটার্নিং অফিসার নিশীথকুমার মাহাতো ও পুখুরিয়া থানায় ৷ খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে ৷ ঘাসফুলের ফ্লেক্স সংবলিত টোটো ও তাতে থাকা দু’জনকে আটক করে পুলিশ ৷

আরও পড়ুন: স্ত্রী'র বদলে নির্দলের সমর্থনে প্রচার তৃণমূল প্রার্থীর স্বামীর

গ্রামবাসী সফিউল আলম ওরফে রিয়াজুদ্দিন বলেন, “নির্বাচনী বিধি অনুযায়ী গতকাল বিকেল 5টায় ভোটের প্রচার বন্ধ হয়ে গিয়েছে ৷ দুর্ভাগ্যজনকভাবে আজ সকালে শাসকদলের প্রার্থীর সমর্থনে একটি ট্যাবলোর মাধ্যমে প্রচার চালানো হচ্ছিল ৷ ট্যাবলোতে লাগানো দু’টি মাইক থেকে এই প্রচার চলছিল ৷ গ্রামবাসীরা ওই ট্যাবলোটিকে আটকে দেয় ৷ বিডিও, পুখুরিয়া থানার ওসি ও কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হয় ৷ এরপর প্রশাসনের লোকজন এসে ট্যাবলো-সহ তাতে থাকা দু’জনকে তুলে নিয়ে যায় ৷ আমার দাবি, নির্বাচনী বিধিভঙ্গের দায়ে তৃণমূলের ওই প্রার্থীর প্রার্থিপদ বাতিল করা হোক ৷ এনিয়ে আমি প্রশাসন ও নির্বাচন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি ৷”

Panchayat Elections 2023
নির্বাচনী বিধি ভেঙে প্রচারের অভিযোগ ঘিরে মালদার রতুয়ায় উত্তেজনা

এই নিয়ে প্রতিক্রিয়া পেতে একাধিকবার রতুয়া-2 ব্লকের বিডিও নিশীথকুমার মাহাতোকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ৷ ফোনের সুইচ বন্ধ ছিল 22 নম্বর জেলা পরিষদ আসনের তৃণমূল প্রার্থী সামশুল হকেরও ৷ তবে রতুয়া-2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাকিবুল ইসলাম ফোনে বলেন, “আসলে ওই টোটোয় গতকাল প্রচার চালানো হয়েছিল ৷ আজ টোটোটিকে মাইক ও মেশিন জমা দিতে সাউন্ড সিস্টেমের দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তবে মাইক বাজানো হচ্ছিল না ৷ এটা বিরোধীদের বলা গল্প ৷” কিন্তু ওই টোটোয় প্রার্থীর সমর্থনে ফ্লেক্স লাগিয়ে রাখাটাও তো নির্বাচনী বিধিভঙ্গ ! রাকিবুল সাহেবের কোনও জবাব নেই ৷

আরও পড়ুন: ভোটের বালাই ! যুযুধান দুই তৃণমূল নেতার গলাগলি নিয়ে চর্চা রতুয়ায়, কটাক্ষ বিরোধীদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.