ETV Bharat / state

Malda Accidental Death: মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু, পুলিশে না যাওয়ার জন্য পরিবারকে চাপ !

মালদা শহরে মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির (Malda Accidental Death) ৷ আর তারপর থেকেই মৃতের পরিবারকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ ৷

Chaos at Malda Medical College after Accidental Death
Malda Accidental Death: মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু, পুলিশে না যাওয়ার জন্য পরিবারকে চাপ !
author img

By

Published : Nov 7, 2022, 7:16 PM IST

মালদা, 7 নভেম্বর: মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির ৷ আহত তাঁর স্ত্রী ও সন্তান ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে মালদা (Malda Accidental Death) শহরের বাঁধরোড এলাকায় ৷ আর এই ঘটনা নিয়েই সোমবার সকাল থেকে শুরু হয় দীর্ঘ নাটক !

অভিযোগ, দুর্ঘটনায় জখম ব্যক্তির মৃত্যুর পর পরিবারের সদস্যদের কিছু না জানিয়েই মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল ৷ কিন্তু, শেষমেশ তাতে সফল হয়নি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এমনকী, এই ঘটনায় যাতে পুলিশে কোনও অভিযোগ দায়ের না করা হয়, তার জন্য সকাল থেকেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে যায় ! মৃতের পরিবারের সদস্যদের দাবি, পুলিশে অভিযোগ না করার জন্য হাসপাতালে এসে তাঁদের বোঝানোর চেষ্টা করেন পুরাতন মালদার বিডিও ! এমনকী, ঘটনার পর জেলাশাসক ও পুলিশ সুপারও মৃতের বাড়িতে গিয়ে সহানুভূতি জানিয়ে আসেন ৷ তবে, এরপরও মৃতের পরিবারের সদস্যরা ইংরেজবাজার থানায় গিয়ে মহকুমাশাসকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু করেন ৷ কিন্তু সূত্রের দাবি, পুলিশ নাকি মৃতের পরিবারের সদস্যদের বয়ান পালটানোর পরামর্শ দেয় ! মৃতের পরিবারের সদস্যরা অবশ্য এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ৷ যদিও পরে তাঁরা এই ঘটনায় অভিযোগ দায়ের করচে সক্ষম হন ৷

আরও পড়ুন: বাথরুমে ঢুকে রোগীর স্ত্রী'র শ্লীলতাহানি, অভিযুক্ত হাসপাতালের সাফাইকর্মী

মৃত ব্যক্তির নাম পাপ্পু দাস (38) ৷ বাড়ি পুরাতন মালদার বালা সাহাপুর এলাকায় ৷ তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার স্ত্রী সিমি দাস (30) ও মেয়ে অদৃজা দাসকে (7) নিয়ে মাধবনগরের মহেশপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি ৷ রাতে তাঁরা মোটরবাইকে বাড়ি ফিরছিলেন ৷ অভিযোগ, রাত 11টা 30 মিনিট নাগাদ মালদা ক্লাব সংলগ্ন বাঁধরোড এলাকায় একটি গাড়ি তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে ৷ ফলে বাইক থেকে ছিটকে পড়েন সিমি ৷ পড়ে যায় তাঁদের মেয়ে অদৃজাও ৷ অন্যদিকে, ওই গাড়িটি মোটরবাইক-সহ পাপ্পুকে একটি দেওয়ালে চেপে দেয় ৷

মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু !

সিমির দাবি, এই ঘটনার সময় মহকুমাশাসক নিজেই গাড়ি চালাচ্ছিলেন ৷ তিনি মদ্যপ ছিলেন ৷ ফলে সিমি বারবার তাঁকে গাড়ি সরাতে বললেও তিনি কোনও সাড়া দেননি ৷ এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পাপ্পুকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করা হয় ৷ সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ আর তারপর থেকেই পরিবারের সদস্যদের উপর পুলিশে না যাওয়ার জন্য জোরাজুরি শুরু হয় বলে অভিযোগ ৷

এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সরাসরি মহকুমাশাসককে কাঠগড়ায় তুলতে রাজি হননি ৷ তবে, তিনি মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷

মালদা, 7 নভেম্বর: মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির ৷ আহত তাঁর স্ত্রী ও সন্তান ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটে মালদা (Malda Accidental Death) শহরের বাঁধরোড এলাকায় ৷ আর এই ঘটনা নিয়েই সোমবার সকাল থেকে শুরু হয় দীর্ঘ নাটক !

অভিযোগ, দুর্ঘটনায় জখম ব্যক্তির মৃত্যুর পর পরিবারের সদস্যদের কিছু না জানিয়েই মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল ৷ কিন্তু, শেষমেশ তাতে সফল হয়নি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এমনকী, এই ঘটনায় যাতে পুলিশে কোনও অভিযোগ দায়ের না করা হয়, তার জন্য সকাল থেকেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে যায় ! মৃতের পরিবারের সদস্যদের দাবি, পুলিশে অভিযোগ না করার জন্য হাসপাতালে এসে তাঁদের বোঝানোর চেষ্টা করেন পুরাতন মালদার বিডিও ! এমনকী, ঘটনার পর জেলাশাসক ও পুলিশ সুপারও মৃতের বাড়িতে গিয়ে সহানুভূতি জানিয়ে আসেন ৷ তবে, এরপরও মৃতের পরিবারের সদস্যরা ইংরেজবাজার থানায় গিয়ে মহকুমাশাসকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু করেন ৷ কিন্তু সূত্রের দাবি, পুলিশ নাকি মৃতের পরিবারের সদস্যদের বয়ান পালটানোর পরামর্শ দেয় ! মৃতের পরিবারের সদস্যরা অবশ্য এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ৷ যদিও পরে তাঁরা এই ঘটনায় অভিযোগ দায়ের করচে সক্ষম হন ৷

আরও পড়ুন: বাথরুমে ঢুকে রোগীর স্ত্রী'র শ্লীলতাহানি, অভিযুক্ত হাসপাতালের সাফাইকর্মী

মৃত ব্যক্তির নাম পাপ্পু দাস (38) ৷ বাড়ি পুরাতন মালদার বালা সাহাপুর এলাকায় ৷ তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার স্ত্রী সিমি দাস (30) ও মেয়ে অদৃজা দাসকে (7) নিয়ে মাধবনগরের মহেশপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি ৷ রাতে তাঁরা মোটরবাইকে বাড়ি ফিরছিলেন ৷ অভিযোগ, রাত 11টা 30 মিনিট নাগাদ মালদা ক্লাব সংলগ্ন বাঁধরোড এলাকায় একটি গাড়ি তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে ৷ ফলে বাইক থেকে ছিটকে পড়েন সিমি ৷ পড়ে যায় তাঁদের মেয়ে অদৃজাও ৷ অন্যদিকে, ওই গাড়িটি মোটরবাইক-সহ পাপ্পুকে একটি দেওয়ালে চেপে দেয় ৷

মহকুমাশাসকের গাড়ির ধাক্কায় মৃত্যু !

সিমির দাবি, এই ঘটনার সময় মহকুমাশাসক নিজেই গাড়ি চালাচ্ছিলেন ৷ তিনি মদ্যপ ছিলেন ৷ ফলে সিমি বারবার তাঁকে গাড়ি সরাতে বললেও তিনি কোনও সাড়া দেননি ৷ এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পাপ্পুকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করা হয় ৷ সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ আর তারপর থেকেই পরিবারের সদস্যদের উপর পুলিশে না যাওয়ার জন্য জোরাজুরি শুরু হয় বলে অভিযোগ ৷

এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সরাসরি মহকুমাশাসককে কাঠগড়ায় তুলতে রাজি হননি ৷ তবে, তিনি মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.