মালদা, 18 জানুয়ারি: "ওই হাট্টিমাটিম টিম পাঠিয়ে কিছু হবে না ৷ ওরা কিছুই পাবে না ৷" কেন্দ্রীয় আবাস যোজনা নিয়ে যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল মালদা জেলায় ঘুরছে, ঠিক তখন নারায়ণপুর থেকে বুধবার এই ভাষাতেই ওই দলকে কটাক্ষ করলেন রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima at Panchayati meeting in Malda)৷ সংগঠনের মালদা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত পুরাতন মালদার নারায়ণপুরে তিনি আজ একটি পঞ্চায়েতী সভায় অংশ নেন তিনি ৷ তাঁর পাশাপাশি এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি, রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, বিধায়ক সাবিনা ইয়াসমিন, সংগঠনের জেলা সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি প্রমুখ ৷
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন চন্দ্রিমা (Chandrima Criticises Central Investigation Team)৷ তুলে ধরেন রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের বিষয় ৷ বক্তব্যে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাজ সংস্কারক হিসাবে উল্লেখ করেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা মেয়েরা কখনও কোলের বিভাজন করি না ৷ মেয়েরা না থাকলে এই সমাজটাই তৈরি হত না ৷ পুরুষদের সব থাকলেও সর্বশক্তিমান তাঁকে ধারণ ক্ষমতা দেননি ৷ সেই ক্ষমতা রয়েছে শুধু মেয়েদের ৷ তাই মেয়েদের কাছে সন্তানের কোনও ভেদাভেদ থাকে না ৷ তেমনই প্রশাসক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কোনও ভেদাভেদ নেই ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের একজন সংস্কারক হিসাবে কাজ করেন ৷ তাই ছেলেদের জন্য তিনি যেমন একাধিক প্রকল্প নিয়েছেন, মেয়েদের জন্যও তাঁর অনেক প্রকল্প রয়েছে ৷ এসব প্রকল্প নিয়ে অনেকে অনেক কটূক্তি করেছে ৷ আমাদেরই তার জবাব দিতে হবে ৷"
আরও পড়ুন : মমতা বন্দ্যোপাধ্যায় না-থাকলে উনি শুভেন্দু অধিকারী হতেন না, কটাক্ষ চন্দ্রিমার
নিজের বক্তব্যে চন্দ্রিমা দাবি করেন, "সারা দেশের অর্থনীতি যখন নিম্নগামী, তখন কেন্দ্রীয় সরকারের তৈরি করা মাপ দণ্ডেই প্রমাণিত হয়েছে, এই রাজ্যের অর্থনীতি চাঙ্গা রয়েছে ৷ বিরোধীরা সবসময় রাজ্যের বিভিন্ন প্রকল্পকে কটূক্তি করে ৷ দুয়ারে সরকারকে বলেছিল, যমের দুয়ারে সরকার ৷ কিন্তু সেই দুয়ারে সরকারকে এখন আর কেউ অগ্রাহ্য করতে পারে না ৷ এখনও পর্যন্ত রাজ্যে তিন লাখের বেশি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে ৷ কেউ বলেছে, প্রধানমন্ত্রী পদে ভ্যাকেনসি নেই ৷ আসলে মানুষকে এরা চেনে না ৷ কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা পাঠাচ্ছে না ৷ মানুষের টাকাকে ওরা এখন আমার টাকা বলছে ৷ আর হাট্টিমাটিম টিম পাঠাচ্ছে ৷ রোজ টিম আসছে ৷ আমি টিমের সদস্যদের কিছু বলছি না ৷ তাঁরা সরকারি আধিকারিক ৷ তাঁদেরকে ব্যবহার করা হচ্ছে ৷ কেন্দ্রের কোনও গণতন্ত্র নেই ৷ তাতে কী হবে ? কেউ দুর্নীতি করে থাকলে নিশ্চিত শাস্তি পাবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে আপোস করেন না ৷ কিন্তু কিছু মানুষের জন্য সমস্ত মানুষের টাকা কেন আটকে দেওয়া হবে ?"
আরও পড়ুন : ব্যাংকে গিয়ে কেওয়াইসি নিয়ে সাধারণের হয়রানি, সরব অর্থমন্ত্রী চন্দ্রিমা