মালদা, 24 ফেব্রুয়ারি: শুরু হয়েছে 2023 সালের মাধ্যমিক ৷ মালদা জেলায় পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ মালদা জেলার পাশাপাশি মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে পরীক্ষার বন্দোবস্ত খতিয়ে দেখার কথা পর্ষদ সভাপতির ৷ বৃহস্পতিবার সকালে বন্দে ভারত এক্সপ্রেসে মালদায় আসেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ স্টেশন থেকে সোজা তিনি পার্শ্ববর্তী স্কুল মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ে চলে যান (Chairman Ramanuj Gangopadhyay inspects schools in Malda) ৷
পরীক্ষাকেন্দ্রে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে পরীক্ষকদের সঙ্গেও নানা বিষয়ে আলোচনা করেন ৷ স্কুল পরিদর্শন করে যথেষ্ট সন্তোষপ্রকাশ করেছেন সভাপতি ৷ সেখান থেকে তিনি চলে যান কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয়ে ৷ সেখানেও একইভাবে তিনি বেশ কয়েকটি পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন ৷ পরীক্ষার্থীরা কী পরিস্থিতিতে পরীক্ষা দিচ্ছে, তা খতিয়ে দেখেন । একইভাবে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে তিনি গাজোলের উদ্দেশ্যে রওনা দেন ৷ সেখান থেকে দক্ষিণ দিনাজপুর হয়ে উত্তর দিনাজপুরে যাবেন রামানুজ গঙ্গোপাধ্যায় ৷
আরও পড়ুন: মে মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ মাধ্যমিক পরীক্ষার
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (West Bengal Board Of Secondary Education Chairman) বলেন, "আমি পরীক্ষার ব্যবস্থাপনা দেখতে এসেছি ৷ লক্ষ্য একটাই, ভালোভাবে হোকপরীক্ষা ৷ পর্ষদ, রাজ্য ও জেলা প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থাপনা নেওয়া হয়েছে ৷ পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দিচ্ছে, কী পরিস্থিতিতে পরীক্ষা দিচ্ছে- এটা দেখার প্রয়োজন ছিল ৷ সেই কারণে এই সফর ৷ মাধ্যমিক পরীক্ষার দরুন মালদায় আসাটা আমার কাছে সৌভাগ্যের ৷" এ প্রসঙ্গে তিনি মালদার মানুষের সঙ্গে পরিচিতি হওয়ার প্রসঙ্গ তোলেন ৷ তিনি বলেন, "প্রশ্ন ফাঁস করে, টোকাটুকি করে পরীক্ষা দিয়ে লাভ হয় না ৷ জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে এবং নিজের আত্মবিশ্বাস বাড়াতে গেলে নিয়ম মেনে পরীক্ষা দিতে হয় ৷ মূলত এই বার্তা দিতে আমার মালদায় আসা ৷"
মালদার পাশাপাশি আজ দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদে যাওয়ার কথা রয়েছে পর্ষদ সভাপতির ৷ এবছর অঙ্ক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের ছুটি দেওয়া হয়নি ৷ এ বিষয়ে তিনি বলেন, "এটা আমাদের হাতে নেই ৷ একবছর আগে পরীক্ষার দিন স্থির হয়েছে ৷ তবে বাধ্য হয়ে আমাদের তারিখ পরিবর্তন করতে হয়েছে ৷" মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে তিনি বলেন, "প্রশ্নপত্র ফাঁস বিকৃত মস্তিষ্ক প্রসূত ঘটনা ৷ তবে এধরনের একটিও ঘটনার অভিযোগ আমাদের কাছে আসেনি ৷"
আরও পড়ুন: আগামী বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে 10 লক্ষ হবে: ব্রাত্য