মালদা, 1 ফেব্রুয়ারি : ব্যবসা করতে হলে প্রতি সপ্তাহে তোলা দিতে হবে ৷ অভিযোগ, এলাকায় এমনই ফরমান জারি করেছিলেন স্থানীয় তৃণমূল নেতা ৷ কিন্তু, তোলা দিতে অস্বীকার করে ব্যবসায়ীদের একাংশ ৷ তারপরই গতরাতে ওই এলাকার ব্যবসায়ী মোজাম্মেল হকের দোকানে হামলা চালায় রবি খান ও তাঁর দলবল ৷ ওই ব্যবসায়ীর আরও অভিযোগ, দোকানে ভাঙচুরের পাশাপাশি তাঁকে মারধর করা হয় ৷ গতরাতের এই ঘটনা ও অপর একটি ঘটনার প্রেক্ষিতে চাঁচল থানার দ্বারস্থ হয় ব্যবসায়ী সমিতি ৷ দায়ের করা হয়েছে অভিযোগ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ চাঁচল 1 ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পৌড়িয়া পাকুড়তলা এলাকার ঘটনা ৷
আজ আক্রান্ত ওই ব্যবসায়ী মোজাম্মেল হক অভিযোগ করেন, শুধু তাঁকে বা তাঁর দোকানেই নয়, তোলার দাবিতে স্থানীয় আরেক মাংস ব্যবসায়ী নাসিরুদ্দিনের উপরও চড়াও হন ওই তৃণমূল নেতা ৷ 26 জানুয়ারি রাতে ওই ব্যবসায়ীকে মারধরের পাশাপাশি তাঁর দোকানেও ভাঙচুর চালানো হয় ৷ কেড়ে নেওয়া হয় নগদ নয় হাজার টাকা ৷ ব্যবসায়ী সমিতির তরফে এই ঘটনায় অভিযোগ দায়ের করায় আজ পাকুড়তলা এলাকায় শক্তি প্রদর্শন করেছেন তৃণমূলের ওই নেতা ৷
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে একটাই শিল্প রয়েছে, তা তোলা শিল্প : সৌমিত্র খাঁ
যদিও এই ঘটনায় তৃণমূল যোগের বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তথা চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী ৷ তিনি বলেন, "ওই বাজারে কয়েকজন ব্যবসায়ীর থেকে তোলা আদায় করছে ৷ তবে, তাঁরা তৃণমূল কর্মী বা স্থানীয় নেতা নন ৷ এসব কাজকর্ম দল কিছুতেই বরদাস্ত করবে না ৷ পুলিশের উচিত, যথাযথ তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ৷"