ETV Bharat / state

সীমান্তে পাচার রুখতে বিএসএফের গুলি, আহত দুই ভাই - সীমান্তে গুলি

ফেন্সিডিল পাচার রুখতে বিএসএফের গুলি ৷ ঘটনায় জখম দুই ভাই ৷ আহতদের বাবার দাবি, বিএসএফের ছোড়া গুলিতেই জখম হয়েছেন তাঁর দুই ছেলে ৷ অন্যদিকে বিএসএফের দাবি, আত্মরক্ষার স্বার্থেই দু’রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়েছেন জওয়ানরা ৷ তবে তাতে কেউ আহত হননি ৷ মালদার বৈষ্ণবনগরের শোভাপুর আউট পোস্টের ঘটনা ৷

BSF fires two round Cartridge to stop smuggling at Malda border, two brothers injured
সীমান্তে পাচার রুখতে বিএসএফের গুলি, আহত দুই ভাই
author img

By

Published : Jun 24, 2021, 6:01 PM IST

মালদা, 24 জুন : সীমান্তে পাচার রুখতে বিএসএফের গুলি ৷ আহত দুই ভাই ৷ আহতদের বাবার দাবি, জওয়ানদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়াতেই জখম হয়েছেন তাঁর দুই ছেলে ৷ অন্যদিকে বিএসএফের দাবি, আত্মরক্ষার স্বার্থেই শূন্যে দু’রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়েছিলেন জওয়ানরা ৷ তবে তাতে কেউ হতাহত হননি ৷ এই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন ৷ ঘটনাস্থল মালদার বৈষ্ণবনগরের শোভাপুর আউট পোস্ট ৷ আহত দুই যুবক টুটুল শেখ (25) ও বাইরুল শেখ (22) মালদা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

আরও পড়ুন : সীমান্তে পাচার রুখে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা বাগদা চিংড়ির পোনা

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত তখন প্রায় পৌনে একটা ৷ হঠাৎই সীমান্তে সন্দেহভাজনদের আনাগোনা লক্ষ্য করেন জওয়ানরা ৷ তাঁদের দাবি, সীমান্ত পেরিয়ে ফেন্সিডিল পাচারের চেষ্টা করছিল সশস্ত্র দুষ্কৃতীরা ৷ সীমান্তের ওপরেও (বাংলাদেশের দিকে) জড়ো হয়েছিল আরও প্রায় 20 জন পাচারকারী ৷

বিএসএফের গুলিতে জখম হয়েছেন দুই যুবক, দাবি তাঁদের বাবার ৷

বিষয়টি বোঝার পরই বাধা দেন কর্তব্যরত এক জওয়ান ৷ অভিযোগ, সেই সময় তাঁর উপর প্রথমে লাঠি নিয়ে হামলা চালায় পাচারকারীরা ৷ তাতে মাটিতে পড়ে যান ওই জওয়ান ৷ এরপর অন্য এক পাচারকারী ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই জওয়ানের উপর ৷ চিৎকার চেঁচামিচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আরও এক জওয়ান ৷ নিজের এবং সহকর্মীর প্রাণ বাঁচাতে শূন্যে এক রাউন্ড গুলি ছোড়েন তিনি ৷

আরও পড়ুন : পাচারের আগেই হাসনাবাদে উদ্ধার বিরল প্রজাতির লরিস, টার্কি ও ম্যাকাও

অভিযোগ, এর পর আরও মারমুখী হয়ে ওঠে পাচারকারীরা ৷ তাদের হাত থেকে বাঁচতে অন্য জওয়ানও এক রাউন্ড গুলি ছোড়েন ৷ এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় পাচারকারীরা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 145 বোতল ফেন্সিডিল ৷ বিএসএফের দাবি, জওয়ানরা গুলি চালালেও তাতে কেউ আহত হননি ৷

অন্য কথা শোনা গিয়েছে শোভাপুরের বাসিন্দা মুজাফ্ফর শেখের গলায় ৷ তাঁর দাবি, বিএসএফের ছোড়া গুলিতেই জখম হয়েছেন তাঁর দুই ছেলে টুটুল শেখ ও বাইরুল শেখ ৷ মুজাফ্ফর জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতেই ঘুমিয়ে ছিলেন দুই ভাই ৷ গুলির আওয়াজ শুনে বাইরে বের হন তাঁরা ৷ সেই সময়েই বিএসএফ পাচারকারীদের আটকাতে গুলি ছোড়ে ৷ সেই গুলি এসে লাগে দুই ভাইয়ের গায়ে ৷ তাঁদের মালদা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের ৷

মালদা, 24 জুন : সীমান্তে পাচার রুখতে বিএসএফের গুলি ৷ আহত দুই ভাই ৷ আহতদের বাবার দাবি, জওয়ানদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়াতেই জখম হয়েছেন তাঁর দুই ছেলে ৷ অন্যদিকে বিএসএফের দাবি, আত্মরক্ষার স্বার্থেই শূন্যে দু’রাউন্ড গুলি ছুড়তে বাধ্য হয়েছিলেন জওয়ানরা ৷ তবে তাতে কেউ হতাহত হননি ৷ এই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন ৷ ঘটনাস্থল মালদার বৈষ্ণবনগরের শোভাপুর আউট পোস্ট ৷ আহত দুই যুবক টুটুল শেখ (25) ও বাইরুল শেখ (22) মালদা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

আরও পড়ুন : সীমান্তে পাচার রুখে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকা বাগদা চিংড়ির পোনা

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত তখন প্রায় পৌনে একটা ৷ হঠাৎই সীমান্তে সন্দেহভাজনদের আনাগোনা লক্ষ্য করেন জওয়ানরা ৷ তাঁদের দাবি, সীমান্ত পেরিয়ে ফেন্সিডিল পাচারের চেষ্টা করছিল সশস্ত্র দুষ্কৃতীরা ৷ সীমান্তের ওপরেও (বাংলাদেশের দিকে) জড়ো হয়েছিল আরও প্রায় 20 জন পাচারকারী ৷

বিএসএফের গুলিতে জখম হয়েছেন দুই যুবক, দাবি তাঁদের বাবার ৷

বিষয়টি বোঝার পরই বাধা দেন কর্তব্যরত এক জওয়ান ৷ অভিযোগ, সেই সময় তাঁর উপর প্রথমে লাঠি নিয়ে হামলা চালায় পাচারকারীরা ৷ তাতে মাটিতে পড়ে যান ওই জওয়ান ৷ এরপর অন্য এক পাচারকারী ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই জওয়ানের উপর ৷ চিৎকার চেঁচামিচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আরও এক জওয়ান ৷ নিজের এবং সহকর্মীর প্রাণ বাঁচাতে শূন্যে এক রাউন্ড গুলি ছোড়েন তিনি ৷

আরও পড়ুন : পাচারের আগেই হাসনাবাদে উদ্ধার বিরল প্রজাতির লরিস, টার্কি ও ম্যাকাও

অভিযোগ, এর পর আরও মারমুখী হয়ে ওঠে পাচারকারীরা ৷ তাদের হাত থেকে বাঁচতে অন্য জওয়ানও এক রাউন্ড গুলি ছোড়েন ৷ এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় পাচারকারীরা ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 145 বোতল ফেন্সিডিল ৷ বিএসএফের দাবি, জওয়ানরা গুলি চালালেও তাতে কেউ আহত হননি ৷

অন্য কথা শোনা গিয়েছে শোভাপুরের বাসিন্দা মুজাফ্ফর শেখের গলায় ৷ তাঁর দাবি, বিএসএফের ছোড়া গুলিতেই জখম হয়েছেন তাঁর দুই ছেলে টুটুল শেখ ও বাইরুল শেখ ৷ মুজাফ্ফর জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতেই ঘুমিয়ে ছিলেন দুই ভাই ৷ গুলির আওয়াজ শুনে বাইরে বের হন তাঁরা ৷ সেই সময়েই বিএসএফ পাচারকারীদের আটকাতে গুলি ছোড়ে ৷ সেই গুলি এসে লাগে দুই ভাইয়ের গায়ে ৷ তাঁদের মালদা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.