মালদা, 6 এপ্রিল : ভোটের ব্যস্ততাকে কাজে লাগিয়ে বাংলাদেশে ফেনসিডিল পাচারের চেষ্টা ৷ তবে, সীমান্তের ওপারে পাচারের আগেই বিএফএফের জালে ফেনসিডিল সহ এক পাচারকারী ৷ মালদার নওদা বিওপিতে এই ঘটনা ঘটেছে ৷ মোট 175 বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷ বাজেয়াপ্ত হওয়া ফেনসিডিলের বাজারমূল্য 29 হাজার 696 টাকা ৷ ধৃত পাচারকারীর নাম লালচন্দ মণ্ডল ৷
বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাতে বিএসএফের কাছে খবর আসে পাচারকারীরা বাংলাদেশে ফেনসিডিল পাচারের ছক কষেছে ৷ সেই মতো নওদা বিওপিতে জওয়ানদের সতর্ক করা হয় ৷ রাত আড়াইটে নাগাদ কর্তব্যরত জওয়ানরা 10-12 জনের পাচারকারীদের কাঁটাতারের দিকে এগোতে দেখে তাদের ধাওয়া করে ৷ বিএসএফ জওয়ানদের এগিয়ে যেতে দেখে, পাচারকারীরা ধারাল অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করে ৷ তবে, বাহিনীর সঙ্গে পেরে না উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে পাচারকারীরা ৷ তবে, জওয়ানরা ধাওয়া করে এক পাচারকারীকে ধরে ফেলেন ৷ বাকিরা অন্ধকারের সুযোগে সেখান থেকে পালিয়ে যায় ৷ ঘটনাস্থল থেকে 175 বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷
আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় 3 লাখ টাকার মাদক উদ্ধার
উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজারমূল্য 29 হাজার 696 টাকা ৷ জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের নাম লালচন্দ মণ্ডল বলে জানিয়েছে ৷ ধৃতের বাড়ি কালিয়াচকের আকুন্দবেড়িয়ায় ৷ জিজ্ঞাসাবাদে বিএসএফ আরও জানতে পেরেছে, এই কারবারের সঙ্গে কালিয়াচকের তারিকুল শেখ ও গুরুপদ মণ্ডল নামে দুই মাদককারবারির যোগ রয়েছে ৷ গুরুপদ মণ্ডল ওই এলাকায় মাদকপাচারের কিংপিং বলে পরিচিত ৷ সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছে ৷ উদ্ধার হওয়া ফেনসিডিল সহ ধৃত লালচন্দ মণ্ডলকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷