মালদা, 12 নভেম্বর : অভিনবই বটে ৷ রাসপূর্ণিমা তিথিতে মালদা শহরে আয়োজিত হল বোনফোঁটা ৷ পঞ্জিকা অনুযায়ী শুভ সময় বের করে, মন্ত্রোচ্চারণের মধ্যে কপালে ফোঁটা দিয়ে, ধান-দূর্বার আশীর্বাদে বোনদের দীর্ঘজীবন কামনা করলেন বোনেরাই ৷ ছিল মিষ্টিমুখের ব্যবস্থাও ৷ নীল আকাশের নীচে এই অভিনব অনুষ্ঠান দেখতে থমকে দাঁড়িয়ে পড়তে দেখা গেছে পথচলতি মানুষজনকেও ৷ আজ এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন শহরের কয়েকজন বোন ৷
![malda](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5038859_wb_malda.jpg)
ভাবনাটা প্রথমে মাথায় এসেছিল মালদা কলেজের অতিথি অধ্যাপিকা সুদেষ্ণা মৈত্রের ৷ তাঁর কথায়, “মেয়েরা মেয়েদের দীর্ঘায়ু কামনা করে কোনও উৎসব পালন করছে বলে কেউ কখনও জানতে পারেনি ৷ লাল হরফে এমন কোনও দিন ক্যালেন্ডারের কোথাও নেই ৷ তখনই মাথায় এল, বোনেদের মঙ্গলকামনায় বোনফোঁটা চালু করলে কেমন হয় ! আরও একটি ভাবনা মাথায় এসেছিল ৷ সমাজের চারদিকে প্রচার রয়েছে, মেয়েরা নাকি মেয়েদের শত্রু ৷ এটা আমরা ভাঙতে চাই ৷ এই দুই ভাবনা থেকে ফেসবুকে শুধু একটা ডাক দিয়েছিলাম ৷ আমার এই ভাবনার সঙ্গে কেউ রয়েছে কি না জানতে চেয়েছিলাম ৷ ভাবতে পারিনি, এতজন আমার ডাকে সাড়া দেবে ৷ এটা শুধু একার উৎসব নয়, সবার উৎসব৷ ফোঁটাদানের সমস্ত নিয়মও পালন করা হচ্ছে৷ এখনও পর্যন্ত 40 জন সাড়া দিয়েছে ৷” কিন্তু এমন একটি উৎসবে ভাইদের ব্রাত্য করে রাখা হল কেন? সুদেষ্ণার উত্তর, “আমি আবার বলছি, মেয়েরা শুধুমাত্র মেয়েদের জন্য কোনও ব্রত উদ্যাপন বা উৎসব পালন করে না ৷ তাই আজ শুধুই বোনফোঁটা ৷ তবে ছেলেরাও আমাদের সঙ্গে রয়েছে ৷ একটা কথা দিচ্ছি, যেদিন ভাইরা বোনদের দীর্ঘায়ু কামনায় উৎসবের ডাক দেবে, সেদিন বোনেরাও সেই ডাকে ছুটে আসবে ৷ তবে আজকের দিনটা শুধুমাত্র বোনেদের জন্যই৷”
আজ সকালে মালদা শহরের মকদুমপুরে মালদার উঠোন পার্কে বসেছিল বোনফোঁটার এই আসর ৷ বেশ কিছু বোনের কলতানে মুখর হয়ে উঠেছিল পার্কের পরিবেশ ৷ সোশাল মিডিয়ায় অভিনব এই অনুষ্ঠানের কথা জানতে পেরে সেখানে হাজির হয়েছিলেন রুকি দাস, মীরা সিন্হা, পূর্ণিমা মণ্ডল, দেবারতি রায়ের মতো আরও অনেকে ৷ আসরে ফোঁটা নিয়ে মালদা মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী মনীষা ভট্ট বলেন, “আজ সকালে একটু অন্য ধরনের অনুভূতির সাক্ষী থাকলাম ৷ এমন একটা দিন যে আসতে পারে, কখনও ভাবিনি ৷ আমি খুব খুশি, বোনেদের দীর্ঘায়ু কামনায় মেয়েদের জন্য একটা আলাদা দিন করা হল ৷ এমন কোনও দিন আগে ছিল না ৷ আজ বোনফোঁটা শুরু হল ৷ এই উৎসব আগামীতেও চলতে থাকবে ৷”