মালদা, 12 জুলাই: ঈদ উপলক্ষ্যে দুই গ্রামের মাঝের মাঠে বসেছিল মেলা । দোকানপাট-সহ মনোরঞ্জনের বিভিন্ন উপকরণ ছিল সেই মাঠে । রাতে মেলায় ছিল হাঁড়িভাঙা খেলা । প্রতি ইদেই মাঝরাত পর্যন্ত সেই খেলা চলে (Kaliachak Bomb Blast)। সোমবার রাত একটা নাগাদ সেই খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ঝামেলা শুরু হয় । তার জেরে এলাকায় শুরু হয় বোমাবাজি । একশোটিরও বেশি বোমা পড়েছে এলাকায় । আহত হয়েছেন দুই গ্রামের বেশ কয়েকজন । তাঁদের মধ্যে একজনকে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে । তবে মূল অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজ শুরু হয়েছে পুলিশি তল্লাশি । এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক 3 নম্বর ব্লকের বীরনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাড়খাটোলা ও নাসিরটোলা গ্রামে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাড়কাটোলা গ্রামটি তৃণমূল অধ্যুষিত । অন্যদিকে নাসিরটোলার বেশিরভাগ মানুষ কংগ্রেসের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই দুই গ্রামের মধ্যে রাজনৈতিক বিবাদ রয়েছে । তবে গতকাল রাতের ঘটনা নিয়ে দু'দলের রাজনৈতিক নেতৃত্বই মুখে কুলুপ এঁটেছেন । সোমবার রাতে ঈদের মেলায় হাঁড়িভাঙা খেলায় অংশ নিতে যান নাসিরটোলা গ্রামের মানুষজন ।
অভিযোগ, রাত একটা নাগাদ নাসিরটোলা গ্রামের সিরাজ শেখ রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন । সেই রাস্তাতেই হাঁড়িভাঙা খেলা চলছিল । সিরাজকে ওই রাস্তা দিয়ে যেতে বাধা দেন ছড়কাটোলার লোকজন । এইনিয়ে দুই গ্রামের মধ্যে বিবাদ শুরু হয় । অভিযোগ, সেইসময় ছড়কাটোলার কালু মাস্তানের নেতৃত্বে মুড়ি মুড়কির মতো বোমা পড়তে শুরু করে । মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় । বোমাবাজির শব্দে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন নাসিরটোলার আতাউর শেখ । একটি বোমা তাঁর পায়ে পড়ে । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি । তাঁকে হাঁসুয়া দিয়েও কোপানো হয় বলে অভিযোগ । তাঁকে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ । তবে কালু মাস্তান-সহ মূল অভিযুক্তরা পলাতক।
আরও পড়ুন: টিটাগড় বাঁশবাগান এলাকায় নমাজের পরেই বোমাবাজি
স্থানীয় এক বাসিন্দা মোরসালিম শেখ বলেন, "মেলায় খেলা নিয়ে গোলমাল । গতকাল রাতে সিরাজ রাস্তা দিয়ে আসার সময় কালুর সঙ্গে তার ধাক্কা লাগে । সিরাজ নিজের ভুল স্বীকারও করে নেয় । কিন্তু তারপরেও কালু ঝামেলা শুরু করে । এলাকায় বোমাবাজি করে । একশোর উপর বোমা পড়েছে । ওরা তিনমাস আগে এই এলাকায় এসেছে । আতঙ্কবাদির মতো ওদের আচরণ । বোমা তৈরি করে যেখানে সেখানে লুকিয়ে রাখে । গতকাল রাতে পুলিশ ওদের বাড়ি থেকেও বোমা উদ্ধার করেছে ।"