ETV Bharat / state

মালদায় উপস্বাস্থ্যকেন্দ্রে 5 বালতি বোমা - bomb recovered from the health sub centre

মালদার নারায়ণপুরের একটি পরিত্যক্ত উপস্বাস্থ্যকেন্দ্রের ঘরে তাজা বোমা । ঘটনায় এপর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 12, 2020, 3:33 PM IST

Updated : Mar 12, 2020, 4:08 PM IST

মালদা, ১২ মার্চ : উপস্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরে তাজা বোমা৷ কালিয়াচকের নারায়ণপুরের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । বম স্কয়্যাডে খবর দেওয়া হয়েছে ।

মালদার কালিয়াচকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর । একসময় প্রতিদিনই রাজনৈতিক সংঘর্ষ লেগে থাকত এই এলাকায় । সম্প্রতি পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পুলিশ । আজ সকালে এখানকার একটি পরিত্যক্ত উপস্বাস্থ্যকেন্দ্রের ঘরের মধ্যে পাঁচটি বালতি দেখতে পায় স্থানীয়রা । খবর দেওয়া হয় কালিয়াচক থানায় । ঘটনাস্থানে পৌঁছে পুলিশ দেখে, উপস্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরে মোট পাঁচটি বালতির মধ্যে দু'টিতে বল বোমা ও তিনটিতে সুতলি বোমা রয়েছে ৷ খবর দেওয়া হয় বম স্কয়্যাডে ।

image
নারায়ণপুরের পরিত্যক্ত উপস্বাস্থ্যকেন্দ্র

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা ওই বোমা রেখে গেছে তা এখনও জানা যায়নি ৷ ঘটনায় এপর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷ বম স্কয়্যাড এলে বোমাগুলি উদ্ধার করা হবে ।

মালদা, ১২ মার্চ : উপস্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরে তাজা বোমা৷ কালিয়াচকের নারায়ণপুরের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । বম স্কয়্যাডে খবর দেওয়া হয়েছে ।

মালদার কালিয়াচকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর । একসময় প্রতিদিনই রাজনৈতিক সংঘর্ষ লেগে থাকত এই এলাকায় । সম্প্রতি পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পুলিশ । আজ সকালে এখানকার একটি পরিত্যক্ত উপস্বাস্থ্যকেন্দ্রের ঘরের মধ্যে পাঁচটি বালতি দেখতে পায় স্থানীয়রা । খবর দেওয়া হয় কালিয়াচক থানায় । ঘটনাস্থানে পৌঁছে পুলিশ দেখে, উপস্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরে মোট পাঁচটি বালতির মধ্যে দু'টিতে বল বোমা ও তিনটিতে সুতলি বোমা রয়েছে ৷ খবর দেওয়া হয় বম স্কয়্যাডে ।

image
নারায়ণপুরের পরিত্যক্ত উপস্বাস্থ্যকেন্দ্র

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা ওই বোমা রেখে গেছে তা এখনও জানা যায়নি ৷ ঘটনায় এপর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷ বম স্কয়্যাড এলে বোমাগুলি উদ্ধার করা হবে ।

Last Updated : Mar 12, 2020, 4:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.