ETV Bharat / state

Kaliachak Bomb Blast: কালিয়াচকে পলাতক তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ - বোমা বিস্ফোরণ

Bomb Blast in TMC Leader Abandoned House: মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের সালেপুর সাতঘরিয়া গ্রামে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণ হয় ৷ ওই গ্রামের পলাতক তৃণমূল নেতা মহম্মদ সার্জেন শেখের পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তদন্ত করছে পুলিশ ৷

Kaliachak Bomb Blast
Kaliachak Bomb Blast
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 4:24 PM IST

মালদা, 5 অক্টোবর: প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের সালেপুর সাতঘরিয়া গ্রাম ৷ ওই গ্রামের পলাতক তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ ৷ কে বা কারা সেখানে বোমা রেখে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ গ্রামবাসীদের বক্তব্য, কেউ বা কারা এই গ্রামকে অশান্ত করে তুলতে চাইছে ৷ এই নিয়ে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ-প্রশাসন ৷

বৃহস্পতিবার সকাল সাড়ে 11টা নাগাদ এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ পরিত্যক্ত ওই বাড়িটি মহম্মদ সার্জেন শেখের ৷ অভিযোগ, তিনি 7-8 বছর ধরে তিনি পলাতক ৷ তাঁর বিরুদ্ধে কালিয়াচক থানায় একাধিক মামলা রয়েছে ৷ পুলিশের ভয়েই গ্রামছাড়া রয়েছেন তিনি ৷ তাঁর পরিবারের লোকজনও এই বাড়িতে থাকেন না ৷ সেই বাড়িতে কে বা কারা, কেন বোমা রেখে গেল, এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াচ্ছেন গ্রামবাসীরা ৷

বোমা বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ ৷ দীর্ঘ সময় ধরে বাড়িটির অবস্থা খতিয়ে দেখে পুলিশ ৷ দেখা যায়, বিস্ফোরণের ধাক্কায় বাড়ির দেওয়ালের অনেক জায়গায় ফাটল ধরেছে ৷ দেওয়ালের বড় অংশ জুড়ে কালো দাগ ৷ ছাদের ফ্যান দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ জানালা-দরজাও ভেঙে গিয়েছে ৷ পুলিশের ধারণা, কোনও শক্তিশালী বোমা বিস্ফোরণেই ঘরের পরিস্থিতি এমনটা হয়েছে ৷ দীর্ঘক্ষণ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করে পুলিশ ৷ পুলিশকর্মীরা স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন ৷ পুলিশের বক্তব্য, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, আগে থেকেই এই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল ৷ কোনও কারণে সেই বোমায় বিস্ফোরণ হয় ৷

এক গ্রামবাসী রাজীব শেখ বলেন, “সকাল সাড়ে 11টা নাগাদ বিকট শব্দ হয় ৷ আশেপাশের লোকজন ছুটে আসে ৷ আমিও সেখানে যাই ৷ দেখি, ধোঁয়া বেরোচ্ছে ৷ সবাই জানায়, এখানে নাকি বোমা ফেটেছে ৷ এই বাড়িটা সার্জেনের ৷ তবে সে দীর্ঘদিন ধরে এখানে থাকে না ৷ 7-8 বছর ধরে বাইরে আছে ৷ আমাদের মনে হচ্ছে, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে ওকে ফাঁসানোর চেষ্টা করছে ৷ কেউ বা কারা ওর বাড়িতে বোমা রেখে গিয়েছে ৷”

কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মহম্মদ হাসেন আলি বলছেন, “আজ আমরা শুনতে পাই, সালেপুর সাতঘরিয়া গ্রামে একজনের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে ৷ খবর পেয়ে আমি সেখানে হাজির হই ৷ তখন সেখানে অনেক লোক জড়ো হয়েছে ৷ বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে ৷ তবে এই বোমা কে বা কারা ওখানে রেখে গিয়েছে, জানা নেই ৷ সার্জেন এখন বাড়িছাড়া ৷ গোটা বাড়ি ফাঁকা থাকে ৷ তাই প্রশাসনের কাছে আমার আর্জি, নওদা যদুপুরের 60 হাজার মানুষ এখন শান্তিতে বসবাস করছে ৷ কে বা কারা সেই শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে তা প্রশাসনের তদন্ত করে দেখা উচিত ৷”

আরও পড়ুন: ভরদুপুরে রতুয়ায় শুটআউট, ভাইয়ের হাতে গুলিবিদ্ধ দাদা

মালদা, 5 অক্টোবর: প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের সালেপুর সাতঘরিয়া গ্রাম ৷ ওই গ্রামের পলাতক তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ ৷ কে বা কারা সেখানে বোমা রেখে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ৷ গ্রামবাসীদের বক্তব্য, কেউ বা কারা এই গ্রামকে অশান্ত করে তুলতে চাইছে ৷ এই নিয়ে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ-প্রশাসন ৷

বৃহস্পতিবার সকাল সাড়ে 11টা নাগাদ এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে ৷ পরিত্যক্ত ওই বাড়িটি মহম্মদ সার্জেন শেখের ৷ অভিযোগ, তিনি 7-8 বছর ধরে তিনি পলাতক ৷ তাঁর বিরুদ্ধে কালিয়াচক থানায় একাধিক মামলা রয়েছে ৷ পুলিশের ভয়েই গ্রামছাড়া রয়েছেন তিনি ৷ তাঁর পরিবারের লোকজনও এই বাড়িতে থাকেন না ৷ সেই বাড়িতে কে বা কারা, কেন বোমা রেখে গেল, এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াচ্ছেন গ্রামবাসীরা ৷

বোমা বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ ৷ দীর্ঘ সময় ধরে বাড়িটির অবস্থা খতিয়ে দেখে পুলিশ ৷ দেখা যায়, বিস্ফোরণের ধাক্কায় বাড়ির দেওয়ালের অনেক জায়গায় ফাটল ধরেছে ৷ দেওয়ালের বড় অংশ জুড়ে কালো দাগ ৷ ছাদের ফ্যান দুমড়ে মুচড়ে গিয়েছে ৷ জানালা-দরজাও ভেঙে গিয়েছে ৷ পুলিশের ধারণা, কোনও শক্তিশালী বোমা বিস্ফোরণেই ঘরের পরিস্থিতি এমনটা হয়েছে ৷ দীর্ঘক্ষণ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করে পুলিশ ৷ পুলিশকর্মীরা স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন ৷ পুলিশের বক্তব্য, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, আগে থেকেই এই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল ৷ কোনও কারণে সেই বোমায় বিস্ফোরণ হয় ৷

এক গ্রামবাসী রাজীব শেখ বলেন, “সকাল সাড়ে 11টা নাগাদ বিকট শব্দ হয় ৷ আশেপাশের লোকজন ছুটে আসে ৷ আমিও সেখানে যাই ৷ দেখি, ধোঁয়া বেরোচ্ছে ৷ সবাই জানায়, এখানে নাকি বোমা ফেটেছে ৷ এই বাড়িটা সার্জেনের ৷ তবে সে দীর্ঘদিন ধরে এখানে থাকে না ৷ 7-8 বছর ধরে বাইরে আছে ৷ আমাদের মনে হচ্ছে, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে ওকে ফাঁসানোর চেষ্টা করছে ৷ কেউ বা কারা ওর বাড়িতে বোমা রেখে গিয়েছে ৷”

কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মহম্মদ হাসেন আলি বলছেন, “আজ আমরা শুনতে পাই, সালেপুর সাতঘরিয়া গ্রামে একজনের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে ৷ খবর পেয়ে আমি সেখানে হাজির হই ৷ তখন সেখানে অনেক লোক জড়ো হয়েছে ৷ বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে ৷ তবে এই বোমা কে বা কারা ওখানে রেখে গিয়েছে, জানা নেই ৷ সার্জেন এখন বাড়িছাড়া ৷ গোটা বাড়ি ফাঁকা থাকে ৷ তাই প্রশাসনের কাছে আমার আর্জি, নওদা যদুপুরের 60 হাজার মানুষ এখন শান্তিতে বসবাস করছে ৷ কে বা কারা সেই শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে তা প্রশাসনের তদন্ত করে দেখা উচিত ৷”

আরও পড়ুন: ভরদুপুরে রতুয়ায় শুটআউট, ভাইয়ের হাতে গুলিবিদ্ধ দাদা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.