ETV Bharat / state

মালদায় উদ্ধার যুবতির অর্ধনগ্ন দেহ, ধর্ষণ করে খুন ? - পুলিশ সুপার অলোক রাজোরিয়া

মালদা রাজ্য সড়কের পিছনের আমবাগানে উদ্ধার যুবতির অর্ধনগ্ন মৃতদেহ ৷ অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে ।

Women body found in Malda
মালদায় আমবাগানে উদ্ধার যুবতির দেহ
author img

By

Published : Jan 5, 2020, 3:34 AM IST

Updated : Jan 5, 2020, 6:49 AM IST

মানিকচক, 5 জানুয়ারি : ইংরেজবাজারের ধানতলার স্মৃতি এখনও জীবন্ত ৷ শিলিগুড়ির এক যুবতিকে ডেকে এনে ওই গ্রামের এক আমবাগানে খুন করেছিল তাঁর প্রেমিক ৷ এবারও প্রায় একই ধরনের ঘটনা । মানিকচকের কামালপুর গ্রামের একটি আমবাগানে এক যুবতির অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ প্রাথমিক অনুমান, ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে তাঁকে ৷ তারপর তাঁর দেহ বিকৃত করার চেষ্টা করেছে খুনিরা ৷

স্থানীয়দের তরফে জানা যায়, গতকাল সকালে মানিকচকের কামালপুরের একটি আমবাগানে এক যুবতির অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখে তারা ৷ বয়স আনুমানিক 20-22 হবে। শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ দেখে মনে হয় ,দেহটিকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে । দেহের একপাশে একটি ব্যাগও পড়েছিল । তাতে বিয়ের পোশাক ছিল। স্থানীয়দের একাংশের অনুমান, ওই যুবতিকে বিয়ের আশ্বাস দিয়ে কেউ বা কারা এই আমবাগানে ডেকে এনে ধর্ষণ করে ৷ পরে খুন করে । দেহটি যাতে চিহ্নিত করা না যায় সেজন্য বিকৃত করার চেষ্টা করা হয়েছে ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় মানিকচক থানায় । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসাপাতালে পাঠিয়েছে পুলিশ ৷

স্থানীয় বাসিন্দা মোসমদার শেখ জানান, দেখি পেট্রল পাম্পের পিছনের আমবাগানে একটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ৷ আমার ধারণা, ওই মেয়েটিকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে ৷ মেয়েটির মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে ৷ তবে তাকে আমরা চিনি না ৷" আর এক স্থানীয় বাসিন্দা মহম্মদ সালেক আলি বলেন, "সকাল সাড়ে 10 টা নাগাদ আমার মেয়ে বাড়ি গিয়ে জানায়, বাগানে একটি মৃতদেহ পড়ে রয়েছে ৷ তারপরই আমরা ঘটনাস্থানে যাই ৷ মৃতদেহটি মুখ থুবড়ে পড়েছিল ৷ বয়স আনুমানিক 20 বছর হবে ৷ শরীরের অর্ধেক অংশে কাপড় ছিল না ৷ আমার ধারণা, এই খুনের সঙ্গে ধর্ষণের ঘটনা রয়েছে ৷ মেয়েটাকে আমরা কেউ চিনতে পারছি না ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে যান পুলিশ সুপার অলোক রাজোরিয়া ৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার ৷ পুলিশ সুপার জানিয়েছেন, "দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷"

মানিকচক, 5 জানুয়ারি : ইংরেজবাজারের ধানতলার স্মৃতি এখনও জীবন্ত ৷ শিলিগুড়ির এক যুবতিকে ডেকে এনে ওই গ্রামের এক আমবাগানে খুন করেছিল তাঁর প্রেমিক ৷ এবারও প্রায় একই ধরনের ঘটনা । মানিকচকের কামালপুর গ্রামের একটি আমবাগানে এক যুবতির অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ৷ প্রাথমিক অনুমান, ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে তাঁকে ৷ তারপর তাঁর দেহ বিকৃত করার চেষ্টা করেছে খুনিরা ৷

স্থানীয়দের তরফে জানা যায়, গতকাল সকালে মানিকচকের কামালপুরের একটি আমবাগানে এক যুবতির অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখে তারা ৷ বয়স আনুমানিক 20-22 হবে। শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ দেখে মনে হয় ,দেহটিকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে । দেহের একপাশে একটি ব্যাগও পড়েছিল । তাতে বিয়ের পোশাক ছিল। স্থানীয়দের একাংশের অনুমান, ওই যুবতিকে বিয়ের আশ্বাস দিয়ে কেউ বা কারা এই আমবাগানে ডেকে এনে ধর্ষণ করে ৷ পরে খুন করে । দেহটি যাতে চিহ্নিত করা না যায় সেজন্য বিকৃত করার চেষ্টা করা হয়েছে ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় মানিকচক থানায় । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসাপাতালে পাঠিয়েছে পুলিশ ৷

স্থানীয় বাসিন্দা মোসমদার শেখ জানান, দেখি পেট্রল পাম্পের পিছনের আমবাগানে একটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ৷ আমার ধারণা, ওই মেয়েটিকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে ৷ মেয়েটির মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে ৷ তবে তাকে আমরা চিনি না ৷" আর এক স্থানীয় বাসিন্দা মহম্মদ সালেক আলি বলেন, "সকাল সাড়ে 10 টা নাগাদ আমার মেয়ে বাড়ি গিয়ে জানায়, বাগানে একটি মৃতদেহ পড়ে রয়েছে ৷ তারপরই আমরা ঘটনাস্থানে যাই ৷ মৃতদেহটি মুখ থুবড়ে পড়েছিল ৷ বয়স আনুমানিক 20 বছর হবে ৷ শরীরের অর্ধেক অংশে কাপড় ছিল না ৷ আমার ধারণা, এই খুনের সঙ্গে ধর্ষণের ঘটনা রয়েছে ৷ মেয়েটাকে আমরা কেউ চিনতে পারছি না ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে যান পুলিশ সুপার অলোক রাজোরিয়া ৷ সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার ৷ পুলিশ সুপার জানিয়েছেন, "দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷"

Intro:মালদা, ০৪ জানুয়ারি : ইংরেজবাজারের ধানতলার স্মৃতি এখনও জীবন্ত৷ শিলিগুড়ির এক তরুণীকে ডেকে এনে ওই গ্রামের এক আমবাগানে খুন করেছিল তাঁর প্রেমিক৷ অজ্ঞাতপরিচয় ওই তরুণীর পরিচয় জানতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল পুলিশকে৷ এবার প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে মানিকচকের কামালপুর গ্রামে৷ আজ ওই গ্রামের একটি আমবাগানে এক যুবতির অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এখনও পর্যন্ত যুবতির পরিচয় পাওয়া যায়নি৷ এলাকাবাসীর অনুমান, ধর্ষণ অথবা গণধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে ওই যুবতিকে৷ তারপর তাঁর দেহ বিকৃত করার চেষ্টা করেছে খুনিরা৷ প্রাথমিকভাবে একই ধারণা পুলিশেরও৷ এই মুহূর্তে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার৷Body:         আজ সকালে মানিকচকের কামালপুর গ্রামে রাজ্য সড়কের ধারে থাকা একটি পেট্রোল পাম্পের পিছনদিকে প্রায় ৫০০ মিটার ভিতরে একটি আমবাগানের মধ্যে এক যুবতির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা৷ ওই বাগানের পাশেই রয়েছে রাজ্য সরকারের কর্মতীর্থ৷ যদিও সেটি এখনও চালু হয়নি৷ ওই যুবতির পায়ে ছিল একটি লেগিনস্‌৷ ঊর্ধাঙ্গে শুধুমাত্র একটি সোয়েটার ছাড়া আর কিছু ছিল না৷ প্রায় অর্ধনগ্ন ওই দেহের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়৷ সেই ব্যাগে বিয়ের কিছু পোশাক ছিল৷ ব্যাগের পাশে ছিল আরেকটি লেডিস ব্যাগ৷ ব্যাগের পাশেই পড়ে ছিল একটি ব্যবহৃত কন্ডোম৷ যুবতির গলায় ফাঁসের দাগ স্পষ্ট৷ পাশে একটি আমগাছে একটি কাপড় ঝুলতে দেখা যায়৷ যুবতির সারা দেহেও আঘাতের দাগ রয়েছে৷ বিশেষত তাঁর মুখ থেঁতলে দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ যুবতির বয়স আনুমানিক ২০-২২ বছর৷ এলাকাবাসীর ধারণা, ওই যুবতিকে বিয়ের আশ্বাস দিয়ে কেউ বা কারা সেই আমবাগানে ডেকে আনে৷ তারপর ধর্ষণ কিংবা গণধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে তাঁকে খুন করা হয়৷ পরে দেহ বিকৃত করে দেওয়ার চেষ্টা করা হয়৷ গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে স্থানীয় মানিকচক থানায় খবর দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ আসেন মানিকচক থানার ওসি দেবব্রত চক্রবর্তীও৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়৷
         এলাকার বাসিন্দা মোসমদার শেখ বলেন, “আজ সকালে দেখি, পেট্রোল পাম্পের পিছনের আমবাগানে এক যুবতির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে৷ আমাদের ধারণা, ওই মেয়েটিকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে৷ মেয়েটির মাথাতেও আঘাতের চিহ্ন রয়েছে৷ মেয়েটির শরীরে রক্ত লেগে রয়েছে৷ ঊর্ধাঙ্গ প্রায় খোলা৷ এতেই আমাদের ধারণা, ধর্ষণ করার পর খুন করা হয়েছে মেয়েটিকে৷ তবে তাকে আমরা চিনি না৷ মেয়েটি স্থানীয় নয়৷ পুলিশই সেটা বলতে পারবে৷ পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে৷” স্থানীয় আরেক বাসিন্দা মহম্মদ সালেক আলি বলেন, “সকাল সাড়ে ১০টা নাগাদ আমার মেয়ে বাড়ি গিয়ে জানায়, বাগানে একটি মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে৷ তারপরেই আমরা ঘটনাস্থলে আসি৷ মৃতদেহটি মুখ থুবড়ে পড়ে ছিল৷ মেয়েটির বয়স আনুমানিক ২০ বছর হবে৷ শরীরের অর্ধেক অংশে কাপড় ছিল৷ আমারও ধারণা, এই খুনের সঙ্গে ধর্ষণের ঘটনা রয়েছে৷ মেয়েটাকে আমরা কেউ চিনতে পারছি না৷ তবে পুলিশ এসেছে৷ পুলিশই সঠিক ঘটনা বলতে পারবে৷”Conclusion:         এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার৷ পুলিশ সুপার জানিয়েছেন, আপাতত তাঁরা ওই যুবতির পরিচয় জানার চেষ্টা করছেন৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তা রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে৷
Last Updated : Jan 5, 2020, 6:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.