ETV Bharat / state

হবিবপুরে জমির আল থেকে উদ্ধার সদ্যোজাতের দেহ

author img

By

Published : May 29, 2020, 7:10 AM IST

আজ সকালে রজনীকান্ত পাড়ার কয়েকজন চাষি জমিতে ধান কাটতে যাচ্ছিল ৷ সেই সময় তারা জমির ভিতর থেকে কচি গলায় কান্নার আওয়াজ শুনতে পায় ৷ শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতেই তারা দেখতে পায় , জমির আলে শোওয়ানো রয়েছে এক সদ্যোজাত পুত্রসন্তান ৷

Body of a newborn rescued from agriculture land in Habibpur
h

মালদা , 28 মে : জামাইষষ্ঠী তিথিতে যখন মায়েরা সন্তানের মঙ্গলকামনায় ব্রত উদ্‌যাপনে ব্যস্ত , ঠিক সেই সময় এক মায়ের পরিত্যক্ত সদ্যোজাতের মৃত্যু হল ধানখেতের আলে ৷ আজ হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের দাল্লা গ্রামের রজনীকান্ত পাড়ার এই ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থান থেকে ওই সদ্যোজাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় হবিবপুর থানার পুলিশ ৷ কিন্তু চিকিৎসকরা ওই সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন ৷ দাবিদারহীন ওই শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে মালদা মেডিকেলে ৷

আজ সকালে রজনীকান্ত পাড়ার কয়েকজন চাষি জমিতে ধান কাটতে যাচ্ছিল ৷ সেই সময় তারা জমির ভিতর থেকে কচি গলায় কান্নার আওয়াজ শুনতে পায় ৷ শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতেই তারা দেখতে পায় , জমির আলে শোওয়ানো রয়েছে এক সদ্যোজাত পুত্রসন্তান ৷ ক্ষীণ গলায় কাঁদছে বাচ্চাটি ৷ সঙ্গে সঙ্গে ওই চাষিরা খবর দেয় গ্রামে ৷ খবর পেয়েই গ্রামের লোকজন ছুটে যায় সেখানে ৷ কিন্তু ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে সদ্যোজাতের কান্না ৷ এক মহিলা শিশুটিকে পরীক্ষা করে জানিয়ে দেন , তার দেহে আর প্রাণ নেই ৷ গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে সেখানে আসে হবিবপুর থানার পুলিশ ৷ ওই সদ্যোজাতকে পুলিশকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

স্থানীয় বাসিন্দা সুশান্ত সিংহ বলেন , “আজ সন্তানদের কল্যাণে ষষ্ঠীর ব্রত পালন করছেন মায়েরা ৷ সেদিনই এক মায়ের কাছ থেকে পরিত্যক্ত হয়ে এক সদ্যোজাতের মৃত্যু হল ৷ অসম্ভব দুঃখজনক ঘটনা ৷ অথচ শিশুটি নিজের ইচ্ছায় জন্ম নেয়নি ৷ যে মা তাকে পরিত্যাগ করেছে, তার ইচ্ছাতেই তার জন্ম হয়েছিল ৷ বর্তমান সময়ে এমন সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটছে ৷ এটা শুধু দুঃখজনক ঘটনাই নয় , ক্ষোভের ঘটনাও বটে ৷ এমন ঘটনা আর যাতে কোথাও না ঘটে ৷ এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই ৷”

মালদা , 28 মে : জামাইষষ্ঠী তিথিতে যখন মায়েরা সন্তানের মঙ্গলকামনায় ব্রত উদ্‌যাপনে ব্যস্ত , ঠিক সেই সময় এক মায়ের পরিত্যক্ত সদ্যোজাতের মৃত্যু হল ধানখেতের আলে ৷ আজ হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের দাল্লা গ্রামের রজনীকান্ত পাড়ার এই ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থান থেকে ওই সদ্যোজাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় হবিবপুর থানার পুলিশ ৷ কিন্তু চিকিৎসকরা ওই সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন ৷ দাবিদারহীন ওই শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে মালদা মেডিকেলে ৷

আজ সকালে রজনীকান্ত পাড়ার কয়েকজন চাষি জমিতে ধান কাটতে যাচ্ছিল ৷ সেই সময় তারা জমির ভিতর থেকে কচি গলায় কান্নার আওয়াজ শুনতে পায় ৷ শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতেই তারা দেখতে পায় , জমির আলে শোওয়ানো রয়েছে এক সদ্যোজাত পুত্রসন্তান ৷ ক্ষীণ গলায় কাঁদছে বাচ্চাটি ৷ সঙ্গে সঙ্গে ওই চাষিরা খবর দেয় গ্রামে ৷ খবর পেয়েই গ্রামের লোকজন ছুটে যায় সেখানে ৷ কিন্তু ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে সদ্যোজাতের কান্না ৷ এক মহিলা শিশুটিকে পরীক্ষা করে জানিয়ে দেন , তার দেহে আর প্রাণ নেই ৷ গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে সেখানে আসে হবিবপুর থানার পুলিশ ৷ ওই সদ্যোজাতকে পুলিশকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

স্থানীয় বাসিন্দা সুশান্ত সিংহ বলেন , “আজ সন্তানদের কল্যাণে ষষ্ঠীর ব্রত পালন করছেন মায়েরা ৷ সেদিনই এক মায়ের কাছ থেকে পরিত্যক্ত হয়ে এক সদ্যোজাতের মৃত্যু হল ৷ অসম্ভব দুঃখজনক ঘটনা ৷ অথচ শিশুটি নিজের ইচ্ছায় জন্ম নেয়নি ৷ যে মা তাকে পরিত্যাগ করেছে, তার ইচ্ছাতেই তার জন্ম হয়েছিল ৷ বর্তমান সময়ে এমন সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটছে ৷ এটা শুধু দুঃখজনক ঘটনাই নয় , ক্ষোভের ঘটনাও বটে ৷ এমন ঘটনা আর যাতে কোথাও না ঘটে ৷ এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.