মালদা, 1 জুলাই : থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পুকুর থেকে উদ্ধার হল স্থানীয় BJP নেতার মৃতদেহ । আজ দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার অদূরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় । BJP-র অভিযোগ, তাঁদের নেতাকে খুন করে পুকুরে ফেলে দিয়েছে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের । তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।
মৃত BJP কর্মীর নাম তপন কর্মকার (48) । পেশায় কাঠমিস্ত্রি । বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রামনগর গ্রামে । গতরাত থেকে নিখোঁজ ছিলেন তপনবাবু । গতকাল দুপুরে সাইকেল চালিয়ে হরিশ্চন্দ্রপুরে এক আত্মীয়ের বাড়ি যান । ওই আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল । রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি । ফোনও করেননি । এরপর আজ সকালে তাঁর ছেলে বিয়েবাড়িতে যায় । সেখানে তাঁর খোঁজ মেলেনি । আজ দুপুর পর্যন্ত তপনবাবুর মোবাইল ফোনে রিং হচ্ছিল । কিন্তু কেউ ফোন ধরেনি । তারপর থেকে তাঁর ফোন বন্ধ হয়ে যায় । কিছুক্ষণ পর খবর পাওয়া যায়, হরিশ্চন্দ্রপুর থানার কাছে একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা গেছে । পুলিশ দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । পরে পরিবারের লোকজন থানায় গিয়ে তপনবাবুর মৃতদেহ শনাক্ত করে ।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে । আগামীকাল ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে ।